আসসালামুয়ালিকুম।
কেমন আছেন সবাই? গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। সেখানে আমার পিসির একটা থিম ছিল। সেটা দেখে এক ভাই লিঙ্ক জানতে চাইলেন!! তাই ভাবলাম আজ থিম নিয়েই একটা পোস্ট দিয়ে দেই 😀 । আজ বেস কিছু থিম নিয়ে হাজির হয়ে গেলাম!! সকালে একবার পোস্ট টা লিখেছিলাম! সেভ করার আগেই কারেন্ট চলে গেল >:( তাই এখন আবার লিখলাম 🙂
আসুন আগে কিছু থিম দেখে নেই। দেখেন পছন্দ হয় কিনা? 😀
😀 কেমন লাগলো? দেখুন আর একটি সুন্দর থিম 😀
😀 পছন্দ হয়? না হলে পরের টা দেখেন!!! 😀
কি? 😀 লাগবে নাকি? 😉 যাদের লাগবে তাদের জন্য এখনি লিঙ্ক দিয়ে দিচ্ছি। 😀 লিঙ্ক এ যান আর আপনার পছন্দ মত ডাউনলোড দিয়ে নিন 😀 😀
http://www.winstep.net/themes.asp
তবে এই থিম গুলি ব্যাবহার করতে গেলে Winstep Software প্রয়োজন হয়। ৩০ দিন এর Trial version নিতে পারেন। অথবা এই লিঙ্ক থেকে আপনারা আরও কিছু ফ্রী থিম পাবেন ।
http://winstep-collection-theme.fyxm.net/
এই পোস্ট টি কেমন লাগলো? ভাল লাগলে জানাতে কিপটামি করবেন না 😛 😀 । আর এরপর কি নিয়ে পোস্ট দেয়া যায় পারলে একটু আইডিয়া দেবেন 😀 ভাল থাকুন সবাই । আর সাজিয়ে তুলুন আপনার পিসি।
আমি Color Splash Turturi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই সব থিম চালাতে গেলে Winstep Xtreme সফটওয়্যারটির প্রয়োজন হয় যা মোটেই ফ্রি-ওয়্যার নয়। ওটার দাম প্রায় 30$ ।
প্রয়োজনে পূর্ণাঙ্গ টিউন করুন। ধন্যবাদ। 🙂