উইন্ডোজ এক্সপিতে আরবী যুক্ত করার পদ্ধতি

প্রিয় টিউনার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনার। তেমন কিছু জানিনা। যেমন এই টিউনটাতে স্ক্রীণ শট দিতে পারলামনা, কারণ আমি স্ক্রীণ শট নিতে জানিনা। আপনাদের জন্য একটি নগন্য টিউন নিয়ে হাজির হলাম। কারো উপকারে আসলে আমার জন্য দোয়া করবেন। আর ভুল-ত্র“টি হলে নিজ গুণে মা করে দেবেন। অনেকেই হয়তো এর চেয়ে আরো অনেক ভালো জানেন। কিন্তু আমি যা শিখেছি তা অন্য সবার সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলামনা বলে এই পোষ্ট। আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক।

১.  Start মেন্যু থেকে Control Panel এ যান।

২.  Regional and Language Settings আইকনটিতে রাইট ক্লিক করে ওপেন করুন।

৩.  Regional and Language Option নামে একটি উইন্ডো আসবে। উইন্ডোটির উপরের দিকের Languages ট্যাব এ ক্লিক করুন।

৪.  Supplemental language support (section) এর দুটি চেক বক্সেই টিক চিহ্ন দিন। অর্থাৎ  Install files for complex script and right-to-left languages (including Thai) এবং Install files for East Asian languages- এই বক্স দুটিতে টিক চিহ্ন দিন এবং Applyএ ক্লিক করুন।

৫.  তখন সিডি রমে আপনার উইন্ডোজ এর সিডি দিতে বলবে। সিডি থেকে প্রয়োজনীয় ফাইল কপি হওয়ার পর আপনার কম্পিউটার রিস্টার্ট হবে।

কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর Regional and Language Option উইন্ডোটি আগের নিয়মে আবার খুলুন।

৬.  এরপর উইন্ডোটির Languages ট্যাব এর Text services and input languages এর Details বাটনে ক্লিক করুন। Text Services and Input Languages নামে নতুন একটি উইন্ডো আসবে।

৭.  উইন্ডোটির Settings ট্যাবের Installed services (section) এর Add বাটনে ক্লিক করুন। Add Input Language নামে নতুন একটি ডায়ালগ বক্স আসবে। বক্সটির Input language লেখা Scroll box এর ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে Arabic (Saudi Arabia) সিলেক্ট করে দিন এবং OK বাটনে ক্লিক করুন। বক্সটি চলে যাবে।

৮.  এরপর উইন্ডোটির Advanced ট্যাবে ক্লিক করুন। Compatibility Configuration চেক বক্সে টিক চিহ্ন দিন। System Configuration (section) এর Turn off advanced text services চেক বক্সটিতে টিক চিহ্ন দিবেননা। এই বক্সে ভুলক্রমে টিক চিহ্ন পরে গেলে তা আনচেক করে দিন। এরপর Apply > OK দিয়ে বেরিয়ে আসুন।

হয়ে গেল আপনার উইন্ডোজে আরবী সংযুক্ত।

আপনি যদি আপনার সিস্টেমে আরবী ডিফল্ট হিসেবে রাখতে চান এবং গণণার সংখ্যা গুলোকে (Numeric digit) আরবী করতে চান তাহলে আরো কিছু কাজ করে নিতে হবে।

১.  Text Services and Input Languages নামের উইন্ডোটির উপরের দিকের Settings ট্যাব এর Default input language লেখা Scroll box এর ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করুন এবং Arabic (Saudi Arabia) সিলেক্ট করে দিন। এরপর Apply > OK দিয়ে বেরিয়ে আসুন।

২.  Text Services and Input Languages উইন্ডোটির Settings ট্যাবের Installed services (section) এর Add বাটনে ক্লিক করে Add Input Language নামের ডায়ালগ বক্সটিতে গিয়ে তার The Keyboard Layout/IME চেক বক্সটিতে টিক চিহ্ন দিন এবং Scroll box এর ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে Arabic keyboard layout সিলেক্ট করে দিন। এরপর OKবাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৩.  আপনার কম্পিউটারের নীচের দিকের Taskbar এর ডান পাশে System tray এর বাম পাশে সাদা অরে 'AR' লেখা দেখা যাবে। এটা হলো Language bar- যার সাহায্যে আপনি প্রয়োজন মত MS Word এ আরবী অথবা ইংরেজী কী বোর্ড নির্বাচন করে লিখতে পারবেন। 'AR' লেখাটিতে ক্লিক করলে ছোট একটি মেন্যু উঠে আসবে- যাতে AR  Arabic (Saudi Arabia), তার নীচে  EN  English (United States) এবং তার নীচে Show the Language bar লেখা দেখা যাবে। ডিফল্ট হিসাবে AR  Arabic (Saudi Arabia) লেখাটিতে টিক চিহ্ন দেওয়া থাকবে।

৩.  আপনি যখন ইংরেজিতে লিখবেন তখন AR লেখাটিতে ক্লিক করে 'EN' সিলেক্ট করে দিবেন অথবা আপনার কী বোর্ডের বাম পাশের কন্ট্রোল ও শিফট (Ctrl+Shift) বাটন এক সাথে চাপলে লেখাটি EN হয়ে যাবে, এখন আপনি ইংরেজী বা বাংলায় লিখতে পারবেন। আবার আরবীতে লিখতে চাইলে ঐ EN লেখটিতে কিক করে 'AR' সিলেক্ট করে দিবেন অথবা কী বোর্ডের ডান পাশের কন্ট্রোল ও শিফট (Ctrl+Shift) বাটন এক সাথে চেপে লেখাটি AR করে নিবেন, তখন আপনি আরবীতে লিখতে পারবেন।

৪.  আরবীতে লেখার জন্য কার্সার পেইজের ডান দিকে নিতে MS Word এর Format bar এর Right-to-Left বাটনে ক্লিক করুন অথবা কী বোর্ডের ডান পাশের অল্টার ও শিফট (Alt+Shift) বাটন এক সাথে চাপুন এবং ইংরেজীতে লেখার জন্য কার্সার পেইজের বাম দিকে নিতে Format bar এর Left-to-Right বাটনে ক্লিক করুন অথবা কী বোর্ডের বাম পাশের অল্টার ও শিফট (Alt+Shift) বাটন এক সাথে চাপুন।

৫.  গণণার সংখ্যা গুলোকে (Numeric digit) আরবী করার জন্য MS Word এর Manu বারের Tools বাটনে ক্লিক করে Options এ ক্লিক করুন। তারপর নীচের অপশন গুলো পূরণ করুন।
১)  Complex Script Tab এর General section এর  Right-to-Left বাটন নির্বাচন করে দিন।
২) Numeral section এর Scroll box এর ডান পাশের এ্যারোতে ক্লিক করে Context (not Arabic) সিলেক্ট করে দিন এবং OK বাটনে ক্লিক করে সিলেকশন শেষ করুন। এর পর আপনার MS Word এর পেইজ খুলে Numeric digit লিখে দেখুন ওগুলো আরবী দেখাচ্ছে কিনা।

আজ এ পর্যন্তই। সবার জন্য সালাম ও শুভেচ্ছা রইলো। লেখাটি কারো উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। আমার জন্য দোয়া করবেন। আর ভুল ত্র“টি হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Farid Mir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ফরিদ মির ভাই
আনকমন একটা পোষ্ট দিলেন যা আমাদের মত মানুষের কাজে লাগে বেশি।