৩২ বিট আর ৬৪ বিট এর পার্থক্য

32bit and 64bit
32bit Win7
কম্পিউটার যারা ব্যবহার করেন তারা নিশ্চয় ৩২ বিট আর ৬৪ বিটের নাম শুনেছেন। ৩২ বিট আর ৬৪ বিট এর জন্য আলাদা আলাদা প্রসেসর, অপারেটিং সিস্টেম, সফটওয়ার, আর ড্রাইভার আছে। তবে নতুনদের মধ্যে অনেকেই জানেন না এই ৩২ বিট আর ৬৪ বিট কি। এদের মধ্যে পার্থক্য কি, কি জন্য ব্যবহার করা হয় বা নিজের কম্পিউটারটি কত বিটের তা কিভাবে চেক করবেন তাও অনেকের অজানা। এটি নিয়েই আমার পোষ্টটি লেখা। এখানে প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেস্টা করছি।
৩২ বিট আর ৬৪ বিট এ পার্থক্য কিঃ
১। ৩২ বিট এর চেয়ে ৬৪ বিটে উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা বেশি, বিশেষ করে Kernel Patch Protection অনেক বেশি শক্তিশালী হয় ৬৪ বিটে। Kernel হল প্রসেসর, হার্ডওযার, ডিভাইস ড্রাইভার এর সাথে অন্যান্য সফটওয়ারের সমন্বয় রক্ষা করে চলার একটি পদ্ধতি যার উপর ভিত্তি করে অপারেটিংস সিস্টেম তৈরি হয়। একেক অপারেটিং সিস্টেমে একেক ধরনের Kernel ব্যবস্থা ব্যবহার করা হয়।
২। ৬৪ বিট উইন্ডোজে ডিজিটাল সাইন ছাড়া ড্রাইভার ইন্সটল করা যায় না। ডিজিটাল সাইনটা এক প্রকার কোম্পানির সীলের মত। যখন ঐ সফটওয়ারটাকে ভাইরাস আক্রমন করে বা এর মধ্যে কোন পরিবর্তন হয় তখন ডিজিটাল সাইনটি পরিবর্তিত হয়ে যায় যাকে হিসেবে উইন্ডোজ ধরে নেয়। ৩২ বিটেও ডিজিটাল সাইন ছাড়া ড্রাইভার ইন্সটল না করার অপশন আছে তবে এটি ডিফল্ট সেটিংস নয়। কিন্তু ৬৪বিটে উইন্ডোজ Digital Sign Broken কে অনুমোদন করে না।
৩। ৬৪ বিট প্রসেসরে ৬৪ বিট এবং ৩২ বিট দুই ধরনের উন্ডোজই (অপারেটিং সিস্টেম) ব্যবহার করা যায়। তবে ৩২ বিট প্রসেসরে শুধু মাত্র ৩২ বিট উন্ডোজই ব্যবহার করা যায়। সুতরাং ৬৪বিট উইন্ডোজ ব্যবহার করতে চায়লে ৬৪বিট প্রসেসরই লাগবে।
৪। ৬৪বিট উইন্ডোজে কিছু কিছু ৩২বিটের সফওয়ার, আর ড্রাইভার রান করা গেলেও অনেক সময় সমস্যা দেখা দেয়, সঠিকভাবে কাজ করে না। তবে ৩২বিট উইন্ডোজে ৬৪বিট সফটওয়ার বা ড্রাইভার কোনটাই কাজ করে না। অর্থাৎ সঠিকভাবে কাজ করার জন্য ৬৪বিটের জন্য ৬৪বিটের সফটওয়ার আর ড্রাইভার যেমন দরকার তেমন ৩২ বিটের জন্যও ৩২বিটের সফটওয়ার আর ড্রাইভার দরকার। আবার ১৬বিট প্রোগ্রামগুলো ৩২বিটে কাজ করলেও ৬৪বিটে কাজ করে না। ৬৪ বিটের প্রোগ্রামগুলো ৩২বিটের চেয়ে পারফরমেন্স ভাল দেখায়। যেমন ক্রাশ করা বা এরকম অন্যান্য সমস্যাগুলো থেকে ৬৪বিট প্রোগ্রামগুলো মুক্ত বললেই চলে।
৫। ৬৪বিট প্রসেসর সাধারণত x64 এবং ৩২বিট প্রসেসর সাধারণত x86 গতিতে চলে।
৬। ৩২ বিটের জন্য সাধারণত 512MB থেকে 4 GB পর্যন্ত RAM Recommend করা হয় যেখানে ৬৪বিটের জন্য 4 GB recommend করা হয়। এর চেয়ে কম হলেও চলে। RAM
সবচেয়ে বড় ব্যাপার হল 4 GB এর উপর RAM ব্যবহার করতে চায়লে অবশ্যই ৬৪বিট প্রসেসর আর উইন্ডোজ ব্যবহার করতে হবে। কারণ ৩২ বিটে 4 GB এর উপর RAM ব্যবহার করা হলেও তা ব্যবহৃত হয় না। এমনকি অনেক সময় সর্বোচ্চ 3 GB পর্যন্ত ব্যবহৃত হয়ে বাকিগুলো RAM অব্যবহৃত থেকে যায় কারণ হার্ডওয়ার সাপোর্ট করে না। অন্যদিকে ৬৪বিটে 1GB থেকে 128GB এর চেয়ে বেশি RAM সাপোর্ট করে। যদিও এখনো 128GB RAM ব্যবহারের রেকর্ড শুনা যায়নি। তবে ব্যবস্থাটা রাখা হয়েছে।
যে সব কাজের জন্য বেশি RAM প্রয়োজন তার জন্য ৬৪বিটের বিকল্প নেই। যেমন হলিউডের যে ফিল্মগুলো তৈরি করা হয় তাতে সব ৬৪বিটের প্রোগ্রামগুলোই ব্যবহার করা হয়। তেমনি 3D, High powerful Graphics আর Multimedia’র জন্য ৬৪বিট একমাত্র সমাধান।
আশাকরি কারো মনে আর এই প্রশ্ন থাকবে না যে -৩২বিট আর ৬৪বিটে পার্থক্য কি বা ৩২বিট নাকি ৬৪বিট কোনটা ভাল।
আপনার পিসিটি ৩২ বিট নাকি ৬৪ বিট?
আগেই বলেছি ৬৪বিট অপারেটিং সিস্টেম আর প্রোগ্রাম ব্যবহার করার জন্য ৬৪বিট প্রসেসরই ব্যবহার করতে হয়। তবে ৬৪বিট প্রসেসর থাকলেও আপনি ৩২বিট অপারেটিং সিস্টেম আর প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। তাই প্রশ্ন জাগে নিজের অপারেটিং সিস্টেমটি ৩২ বিট নাকি ৬৪ বিট। এটা বলা যায় আমরা সাধারণত ৩২বিটই ব্যবহার করে থাকি। কারণ আমরা মনেকরি ৬৪বিট আর ৩২বিট একই। তাই আমাদের বাজারে যা পাওয়া যায় তার বেশির ভাগই ৩২বিট।

আপনারটি চেক করার জন্য My Computer>Properties>General এ যান যাকে আমরা My Computer Properties বা System Properties বলে থাকি। ওখানে আপনি দেখবেন আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, কত ভার্সন এবং তা কত বিটের। আপনর পিসি কত র‍্যাম ব্যবহার করছে তাও ওখানে দেখতে পাবেন। যদি বিট দেখতে না পান তাহলে বুঝে নেবেন আপনি ৩২বিটই ব্যবহার করছেন। ৬৪ হলে তা অবশ্যই প্রদর্শিত হবে। কিন্তু ৩২বিট হলে তা ভার্সনভেধে প্রদর্শিত নাও হতে পারে।

32bit XP
 
32bit Vista
 
64bit 7
 
64bit XP

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিটি পরিবারে আপনাকে স্বাগতম !

দারুন হইছে, চালিয়ে যান……….

Level 0

আপনাকে ধন্যবাদ একটি সুন্দর টিউন করার জন্য……কিন্তু ৬৪ বিট ইউস করে আমি বাংলা দেখার সমস্যাই পরেছি সুতারাং যদি এর সমাধান জানেন তাহলে একটু এর সমাধান বলেন।

    Level 2

    @Stalin: আপনি কি Unicode ফন্ট নাকি ANSI ফন্ট নিয়ে সমস্যায় আছেন? কোন অপারেটিংস সিস্টেম। আপনার ড্রাইভ NTFS হলে Fonts ফোল্ডারটির উপর আপনার ইউজার একাউন্টে কোন রেস্ট্রিকশন দেয়া আছে কিনা দেখতে পারেন। আর সঠিক ফন্ট ইনস্টল না থাকলেও এ সমস্যা হতে পারে।

এক কথায় আসাধারন…..ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাই সুন্দর পোস্টের জন্য।
ভাই, আমার ল্যাপটপের(Fujtsu Lifebook A Series AH530)Taskbar-রে ” consider replacing your battery” লেখা আসে ।
মনে হয় battery(Lithium Iron battery rechargeable, 6-cell, 10.8V, 4400mAh)বদলাতে হবে।
ভাই, battery যদি বদলাতে হয় । তবে কোথায় কিনতে পাব এবং দাম কত নিবে।
ভাই অনুগহ করে জানালে খুবই উপকার হয়।
আর একটি কথা ল্যাপটপটি বাহির(বিদেশ) থেকে আনা তাই warranty-র আশা নেই।

    Level 2

    @mana: আপনি সম্ভবত সেভেন ব্যবহার করছেন। কারণ এ নোটিফিকেশনটি সেভেনের নতুন ফিচার। এটি মুলত ব্যাটারি সমস্যার কারণে হয়। সাধারণত ব্যাটারি পুরাতন হলে, ব্যাটারি সঠিক পরিমাণ চার্জ সরবরাহ করতে ব্যর্থ হলে, ব্যাটারি ভিন্ন ক্যাপাসিটির হলে এ মেসেজটি উইন্ডোজ দেখায়। সাধারণত ল্যাপটপের ব্যাটারি গুলোর ১ বছর ওয়ারেন্টি থাকে। মেসেজটি যদিও বন্ধ করা যায়। কিন্তু তাতে আপনার ল্যাপটপের সমস্যাটা যাবেনা। আপনি ঢাকায় থাকলে কম্পিউটার সোর্সে যোগাযোগ করতে পারেন। তারা এর ডিস্ট্রিবিউটর। তবে দামটা সঠিক বলতে পারব না ভাই।

      Level 0

      @Kamrul Cox ধন্যবাদ ভাই,
      ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি ,ল্যাপটপ নিয়ে ঢাকায় আসতে হবে নাকি শুধু ব্যাটারি সরবাহ করলে চলবে।

      Level 0

      @Kamrul Cox ধন্যবাদ ভাই,
      ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকি ,ল্যাপটপ নিয়ে ঢাকায় আসতে হবে নাকি শুধু ব্যাটারি সরবাহ করলে চলবে।
      আর একটি কথা,ব্যাটারি না বদলায়ে charger দিয়ে কি ব্যবহার করা যাবে (like desktop pc)

বিষয়টা জানা ছিলনা, ধন্যবাদ আপনাকে।

Level 2

Thanks

জানা ছিলনা। আজকে জানলাম। ধন্যবাদ 🙂
আচ্ছা কিভাবে বুঝব আমার পিসিতে ৬৪ বিট চলবে কিনা?

আসাধারন!!! অনেক ডিটেইল করেছেন। ধন্যবাদ আপনাকে।

অনেক অজানা তথ্য জানলাম।ধন্যবাদ টিউনারকে।

Kernel Patch Protection এই লিঙ্ক এ গিয়া কিছুই বুজতে পারি নাই । হাজার টা লিঙ্ক …। আমি
Windows 7 Eternity ব্যবহার করি…। এখানে System type : 32-bit Operating System সো করতেসে কিন্তু আমি যখন Rating এ Click করি & View a print detailed performance and system information এ Click করি তখন দেকতে পেলাম লেখা আছে System type – 32-bit operating system
64-bit capable – Yes…। আখন আমি বুজতে পারছি না যে আমার Processor আসলে কতো bit এর ????????????????????????????? plz help me [email protected]

    Level 2

    @Hasan Rintu: আপনি ইচ্ছা করলে ৬৪ বিট উইন্ডোজ ব্যবহার করতে পারেন। মানে আপনার প্রসেসর ৬৪বিট। কিন্তু আপনি ৩২বিট উইন্ডোজ ব্যবহার করছেন।

Oh বলেত ভুলে গেছি Ram & Motherboard DDR3 …. Ram 2 GB.. processor Intel core2 duo… 2.93 E7500… Devil May Cry3 & Devil May Cry4 এর মত Big game চলে With out problem… Manufacturer – Gigabyte Technology Co., Ltd… Gaming graphics 814 MB Total available graphics memory 3.5 ….. আসা করি জানাতে ভুলবেন না…। অপেক্ষাএ রইলাম…। [email protected]

R ৩২ বিট system কে কি ভাবে ৬৪ বিট করা যাবে …???

Level 0

ভেজালের ঘনঘটার মাঝে নির্ভেজাল টিউনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Level 3

ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না কামরুল ভাই।আমি ও চাই কিছু টিউন করতে। কিন্তু কিছু কিছু কমেন্ট মাথায় নষ্ট করে দেয়। আর পুরাতন টিউনার ভাইদের চোখে পড়ে না, হয়তো সবাই ব্যস্ত।প্রবাসী ভাইতো যে টিউনই করে আমি তা সংগ্রহে রাখি।সেই টিটি শুরুর প্রথম থেকেই একজন ভিজিটর ছিলাম এখনও আছি এবং থাকবো। এখন টিটি একটু বিরক্ত লাগে শুধু নেট থেকে টাকা ইনকামের টিউন নিয়ে বেশি মাতামাতি । তাই আমার মনে হয় প্রবাসে যেসব ভাই আছেন তারা দেশে চলে আসেন দেশে এসে বাড়ীতে কয়েকটি পিসি কিনে সারাদিন ক্লিক করি আর টাকা ইনকাম করি। MLM এই পদ্ধতিতে সফল হয় দুই একজন কিন্তু ভোগে অনেক জন।এটি আমার ব্যক্তিগত মতামত দয়া করে কেউ ভুল বুঝবেন না।

Core 3 duo ba tar theke better processor 64 bit support kore. Ar 32 bit windows 3gb er beshi ram dekhabe na use o korte parbe na

Level 0

Tune ti korar janno thanks. operating system kato bit ar ta busta parlam kintu processor kato
bit ar kintu processor kato bit ar ta kivaba bujbo?

Level 0

কামরুল, ধন্যবাদ সুন্দর বিষয়টি নিয়ে টিউন করবার জন্য । আরো জানতে চাই ।

Level 2

কেনার সময় প্রসেসরের বক্সে লেখায় থাকে কত বিট। দোকানদারকে জিজ্ঞেস করলেও এরা বলে দেবে। ৬৪ বিটের দাম একটু বেশি।
প্রসেসর ৩২বিট আর ৬৪বিট চেক করার অনেক অপশন আছে। উইন্ডোজ সেটাপ দেয়ার সময় ৬৪বিট দিলে যদি ইন্সটল হয় তাহলে ৬৪বিট ঠিক আছে। securable নামে মাত্র কয়েক কেবি’র একটা ফ্রী সফটওয়ার আছে ওটা দিয়ে চেক করা যায়। ওটা ইন্সটল করতে হয় না। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখে নিতে পারেন।
HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor:Identifier এখানেও তথ্য পেতে পারেন। ভিসতা আর সেভেনে Computer -> Click Properties>Windows Experience Index>View and Print detailed performance and system information এ যদি 64-bit capable – Yes থাকে তাহলেও ৬৪ বিট। cpu-z দিয়েও দেখা যায়। cpu এর নিচে Instructions এ EM64T মানে Intel৬৪বিট আর AMD64 মানে AMD ৬৪বিট। আরো বিস্তারিত বলতে গেলে নতুন একটা পোষ্ট করা ছাড়া বিকল্প নেই।
আর Mana ভাই আপনার শুধু ব্যাটারিটা নিয়েই বরং যান। চার্জার দিয়ে চালালে মেসেজটা আসছে কিনা দেখেন। যদি আসে তাহলে বদলে ফেলুন।

অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখলাম।

Level 0

kamrul vai ….onek valo laglo…aro tune er asa korchi…..

ভাই অনেক অনেক ধন্যবাদ । কমেন্ট না করে থাকা গেলনা । অসাধারণ টিউন ভাই । আবার ও ধন্যবাদ ।

অসাধারন একটি তথ্য অনেক কিছু জানলাম আপনার টিউন হতে,আশা করি সামনে এমনি ভাল ভাল টিপস পাইব আপনার কাছ থেকে,অনেক অনেক ধন্যবাদ কাজের টিপসটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

জবাব নাই