Deleted partition বা lost partition থেকে data পুনুরুদ্ধার

আশা করি সবাই খুব ভাল আছেন। এর মাঝে একদিন আমার hard disk টা পার্টিশন করতে হয়েছিল। জথারীতী আমি আমার সব প্রয়জনীয় সব data হারালাম। net ঘাটাঘাটি করে একটা solution ও পেলাম। আজ আপনাদের সাথে সেটাই share করব। হয়ত আপনাদের কারো লাগতে ও পারে।

Software টার নাম Mini Tool Power Data Recovery।

এই লিঙ্ক থেকে download করুন। তারপর নিচের screen shoot গুলো অনুশরন করুন।

1) Power data recovery instruction অনুসারে install করে রান করুন। তারপর নিচের ছবির মতো lost partition recovery এ ক্লিক করুন।

২) পরে লিস্ট থেকে hard disk select করে রিকভার এ ক্লিক করুন।

৩) তারপর scan হতে থাকবে। অপেহ্মা করুন...

৪) Scanning complete হবার পর হারানো  Partition গুলো show করবে। Partition select করে show files এ

ক্লিক করুন।

৫) Lost files গুলো show করবে। এবার আপনার কাঙ্খিত file গুলো select করুন।

৬) Select করে save এ ক্লিক করুন।

৭) Destination select করে OK তে ক্লিক করুন।

ব্যাস আপানার কাজ শেষ।

এটা আমার প্রথম tune। গঠন মূলক সমালোচনা প্রার্থী...

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই স্বাগতম। সুন্দর,পরিস্কার ও জটিল টিউন হয়েছে। চালিয়ে যান………………………………
সফটয়্যার টা ডাউনলোড করে রাখলাম আশা করি কাজ -এ লাগবে………………………

কেউ কি আমাকে একটা Software দিয়ে সাহায্য করতে পারেন? আমার File,Folder,Drive lock করার জন্য crack সহ একটা Software প্রয়োজন । আমি Windows 7 ব্যবহার করি। এখানে ২ জন টিউনারের কাছ থেকে ২টা software পেয়েছিলাম…..এর কোনটিই কাজ করেনা key ভূল….কেন যে ওনারা নিজে ব্যবহার না করেই টিউন করেন বুঝিনা। Please কেউ আমাকে সাহায্য করুন……

Level 2

আপনার comment এর জন্য ধন্যবাদ। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো।

Level 0

thanks. কাজ করলে অনেক উপক্রিত হব।

সুন্দর !

Level 2

অভিনন্দন…আশা করি কাজ করবে…

ভাইয়া আপনা কে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই …………………………………………..

Level 2

ধন্যবাদ দিতে হবে না। কাজ করলে ই খুশি হব…

কাজ মানে কি ! ভাইয়া দ্বিগুণ কাজ করতিসে …………………………………………………

Level 0

vai amaka onak onak help korse ae software ta….320 GB data aj cresh korselo. akhon recover kortase. 🙂 man ijjot raksan

Level 2

আমি ও আনক খুশি হয়েছিলাম যখন আমার হারান data গুলো ফেরত পেয়েছিলাম…তাই আপনাদের খুশী পরিমান বুঝতে পারছি…:)

    Level 0

    @Robz: অসংখ্য ধন্যবাদ। আপনার সফটত্তয়্যার লিংক ব্যবহার করে ৭৫% ফাইল ফিরে পেলাম। ৩২০ গিগাবাইট ফুল ছিল। পার্টিশন ভেঙ্গে নতুন করে সেটআপ দেত্তয়ার পরত্ত পূর্বের সবগুলোই পেলাম 🙂 মিটআপে আসেন ২৩ তারিখে মিষ্টিমুখ করিয়ে দেই 😉 দুই বছরের সব কিছু ছিল সেখানে।

repartition করা drive থেকে ভাই ডাটা উদ্ধার করা যথেষ্ট জটিল কারণ, আপনিতো (সাধারণ ইউজাররা) আর repartition করবেন না সাথে সাথে সেগুলকে আবার format নামক ডিটারজেন্ট দিয়ে ভালোমত ধুয়ে মুছে ফেলবেন, যার ফলে ডাটা উদ্ধার রীতিমত কঠিন হয়ে ওঠে। partition delete, crashed or lost মূলত MBR lost or corrupt or accidental deletion ইত্যাদি কারণে হয়, MBR টা উদ্ধার করতে পারলে পুরো HDD এর সকল partition উদ্ধার করা যায়। ডাটা পুনরুদ্ধার করা যায় যতক্ষণ না ফরম্যাট দেয়া হয়। ফরম্যাটেড HDD এর ডাটা উদ্ধার রীতিমত কষ্টকর ও জটিল।
টাইটেলটা “repartition” না বলে deleted অথবা crashed partition থেকে ডাটা পুনরুদ্ধার হলে ভালো হত। তারপরও আপনাকে ধন্যবাদ টিউনটির জন্য। 🙂

    Level 0

    @সানি৯৯৯৯: কাল আমার ১৫ গিগাবাইট বাদে পুরোটাই অটো ফরম্যাট হয়ে গিয়েছিল। কোন পার্টিশন কিছুই ছিল না। পুরো পার্টিশন ভেঙ্গে নতুন করে সেটআপ দিয়ে ফাইলগুলো ফিরে পেলাম। ছোট সফটত্তয়্যার তবে ভালোই কাজের

    @সানি৯৯৯৯:
    Plz Post টা দেখেন, আমাকে সাহায্য করুন
    https://www.techtunes.io/help-ask/tune-id/104510/

Level 0

উপকারি টিউন ভায়া । চালিয়ে যাবেন , অনেক ভাল হচ্ছে 🙂

Level 2

ধন্যবাদ swordfish ভাই…চেষ্টা করব…সানি ভাই এতকিছু বুঝি না…ধন্যবাদ info-র জন্য…ধন্যবাদ reepon vai…

Level 2

সানি ভাই ঠিক করে দিলাম…

ভাই এটা কি Mobile-এর memory card থেকেও Data Recover করতে পারে ?

প্রিয়তে রাখলাম

Level 2

Tasnim ভাই ঐ খানের Digital media recovery option ta use করে দেকতে পারেন…

vai apnak onk onk thanks. cz amr ekta software ar collection delate hoya gacelo am apner ai software ta deya sai ta abr fera paice. thanks ai software ta share korar jonno.

HDD কয়েকবার Format দিয়ে দিলেও ডাটা রিকভারী করা সম্ভব। আমি বহু করেছি। তবে Partition ভেংগে ফেললে ডাটা রিকভারী করা অত্যন্ত কষ্টকর। কাজেই কারো HDD ডাটা ডিলিট হয়ে গেলে Partition না ভেংগে তা রিকভারী করে ফেলুন। ভুলেও Partition ভাঙবেন না।

ভাই লিংক তো কাজ করেনা। মনে হয় ডাটা সরানো হয়েছে। প্লিজ আরেকবার আপলোড করবেন। আমি ডাউনলেঅড করতে পারিনি।

Level 0

vai download link e to kisu nai…plz ekta link den…boro upokar hoto…onekdin dhore khujtesi erokom ekta jinis….plz vai help me..thnx..

Level 0

vai link ta delete hoae gasa pls next upload kora amai link ta din mail a [email protected]

Level 2

link is updated now

Level 0

Vai dowanload koreci……….scan hosce.Allahai jane ki hobe??

Level 0

Robz vaia,,ami aponar versity te EEE te pori.Ami jantam e na j NUB ar kew techtunes ar sathe acea.Vaia aj hotat kore amar akta drive delet hoia geacea.Tention a aci.Soft dowanload deaci,,,,,,,jodi kono problem hoi tobe versity te aponar sathe dekha korbo.

Level 0

Vaia ami to Drive ta format deacilam,,,,,ami ki r oi drive ta pabo na???????

Level 2

Nazmul Bro format dileo data fire pawa possible. ami peyechilam. Tume o try kore dekho. Shob data na pawa geleo maximum pawar kotha. [email protected] eyta amr mail address. problem face korle knock koro.