আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমার আগের টিউন গুলা যে খুবই খারাপ হয়েছে তা আপনাদের কমেন্টের মাধ্যমেই বুঝেছি 🙁 ।কিন্তু কি করব বলুন ? আমিতো টি টি তে নতুন তাই পাঠকদের ভালমত বুঝে উঠতে পারিনি যে তারা কি চাচ্ছে । তাই আজকে কিছুটা ভাল করার চেষ্টা করেছি । ভূল ত্রুটি হলে Please ক্ষমা করে দেবেন ।:|
আজ আমি আপনাদের দেখাব কি করে Brodband বা মোডেমের স্পিড বাড়ানো যায় ।এ সম্পর্কে আপনারা অনেকেই হয়ত জানেন ।কিন্তু যারা জানে না তাদের জন্যই মূলত আমার এ টিউনটি ।
তো আসুন শুরু করা যাক….
প্রথমেই Run সিলেক্ট করে সেখানে নিচের ছবির মত gpedit.msc কোডটি টাইপ করুন ও ওকে বাটন প্রেস করুন
এখন নিচের মত একটি ইন্টারফেস আসবে ।বাম পাশের মেন্যু থেকে Administarative Templates Select করুন
তাহলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন ।এখান থেকে Network Select করুন ।
সবকিছু ঠিকঠাক ভবে করা হলে আপনি নিচের মত একটি বক্স পাবেন :
বক্স থেকে QoS Packet Scheduler সিলেক্ট করলে একটি নিচের মত একটি উইন্ডো পাবেন
এখান থেকে Limit reservable bandwidth Select করলে নিচের মত একটি নিউ উইন্ডো ওপেন হবে।
হুম অনেক কাজ করে ফেলেছেন । এখন এখান থেকে Enabled রেডিও বাটনে ক্লিক করে আপনার Bandwidth limit 20 % থেকে কমিয়ে 0% এ নামিয়ে দিন । নিচের ছবির মত :
এখন কম্পিউটার রিস্টার্ট করুন আর উপভোগ করুন High Speed on your broadband system . 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
আমি প্রযুক্তি ফাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুই অইতাছি পোরযুক্তি ফাগলা।খাই দাই ঘুমাই আর ফাগলামি হরি।ওরে আর এট্টা কতা কইতে তো মনে নাই মুই হগল জায়গায় নাক না পুরো Boddy ডাই গলাইয়ে দেই। আমার শারিরিক বর্ণনা : পা লাম্বা মাখা গোল = ফাগোল
But fagla vai amr pc te “gpedit.msc” lekle error dekhai ;(