আপনার মোডেমের গতি বাড়াতে চাইলে এই পোস্টটি দেখুন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমার আগের টিউন গুলা যে খুবই খারাপ হয়েছে তা আপনাদের কমেন্টের মাধ্যমেই বুঝেছি 🙁 ।কিন্তু কি করব বলুন ? আমিতো টি টি তে নতুন তাই পাঠকদের ভালমত বুঝে উঠতে পারিনি যে তারা কি চাচ্ছে । তাই আজকে কিছুটা ভাল করার চেষ্টা করেছি । ভূল ত্রুটি হলে Please ক্ষমা করে দেবেন ।:|

আজ আমি আপনাদের দেখাব কি করে Brodband বা মোডেমের স্পিড বাড়ানো যায় ।এ সম্পর্কে আপনারা অনেকেই হয়ত জানেন ।কিন্তু যারা জানে না তাদের জন্যই মূলত আমার এ টিউনটি ।

 

তো আসুন শুরু করা যাক….

প্রথমেই Run সিলেক্ট করে সেখানে নিচের ছবির মত gpedit.msc কোডটি টাইপ করুন ও ওকে বাটন প্রেস করুন

২ (1)

 

 

এখন নিচের মত একটি ইন্টারফেস আসবে ।বাম পাশের মেন্যু থেকে Administarative Templates Select করুন

 

২

 

তাহলে নিচের মত একটি ইন্টারফেস পাবেন ।এখান থেকে Network Select করুন ।

 

৩

 

সবকিছু ঠিকঠাক ভবে করা হলে আপনি নিচের মত একটি বক্স পাবেন :

 

৪

 

বক্স থেকে QoS Packet Scheduler সিলেক্ট করলে একটি নিচের মত একটি উইন্ডো পাবেন

 

৫

 

এখান থেকে Limit reservable bandwidth Select করলে নিচের মত একটি নিউ উইন্ডো ওপেন হবে।

 

৬

 

হুম অনেক কাজ করে ফেলেছেন । এখন এখান থেকে Enabled রেডিও বাটনে ক্লিক করে আপনার Bandwidth limit 20 % থেকে কমিয়ে 0% এ নামিয়ে দিন । নিচের ছবির মত :

 

৭

 

 

এখন কম্পিউটার রিস্টার্ট করুন আর উপভোগ করুন High Speed on your broadband system . 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

Level 0

আমি প্রযুক্তি ফাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুই অইতাছি পোরযুক্তি ফাগলা।খাই দাই ঘুমাই আর ফাগলামি হরি।ওরে আর এট্টা কতা কইতে তো মনে নাই মুই হগল জায়গায় নাক না পুরো Boddy ডাই গলাইয়ে দেই। আমার শারিরিক বর্ণনা : পা লাম্বা মাখা গোল = ফাগোল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

But fagla vai amr pc te “gpedit.msc” lekle error dekhai ;(

ফাগলা ভাই ব্রডব্যান্ড মালিকে যদি কাষ্টমারের স্পীড নির্দিষ্ট কইরা দেয় তাহলে এই টিপস কি কোনো কাজে লাগবো ?

Level 0

ফাগলা ভাই, আমি বাংলালায়নের ১২৮ কেবিপিএস আনলিমিটেড ইন্টারনেট সংযোগ উইন্ডোজ ডেভালপারস প্রিভিউতে ব্যবহার করি আপনার ট্রিপসটি আমি প্রয়োগ করে মনে হয় কিছুটা হলেও উপকার পেয়েছি । সেজন্য আপনাকে ধন্যবাদ।

Level 2

আগেই জানা ছিলো, আপনাকে কষ্ট করার জন্য ধন্যবাদ । অনেকের জানা নাও থাকতে পারে 😀

এটা সম্ভবত উইন্ডোজ ৭ এর জন্য।
স্পীড সাধারনত নির্ধারিত করে দেয়া থাকে সেটা পরিবর্তন হবার সম্ভাবনা নাই।

Level 0

আপনাকে কি বলব বলুন্ত ।আমার আগে যা ছিল এখন তাই আছে কোন কাজ হয়না হয়লে কোম্পানি গুল বসে থাকতো না ১০০ ভিতর -১০০ দিলাম

জানা ছিল আবারো নতুন করে জানলাম 🙂

fagla bhai ami to srilanka airtel broadband use kori apnar system hossena…..

Level 0

XP te to maybe kaj kore na..XP upojogi kichu thakle bolen

ফাগলা ভাই । সব কাজ ঠিক ঠিক ভাবে করার পরেও আমার কোন লাভ হয় নাই ।

টিউনার ভাই , টিউনের শিরনামটি বেশি হাইলাইট করেছেন । যায় হোক যারা xp তে করতে চাচ্ছেন তারা এই টিউনটি দেখুন । https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/34367/

সবাই ভালো থাকবেন।।ধন্যবাদ আপনাদের।।

এই টিউন এখানে ১০০ বারের চেয়েও বেশি হয়েছে

faltu

এটা আগে দেখছি। আপনার কি লাভ হইছে ভাইয়া। জানাবেন। আমার zoom আমার হইনি।

vai kicuito hoy nai speed to ager jaigai ace aktuo nore nai….

ata win8 a may bekaj korba na