আপনারা লেখালেখির সময় অনেক চিহ্নের প্রয়োজন হয় কিন্তু সেসব চিহ্ন গুলি সাধারনত কিবোর্ড থেকে দেওয়া সম্ভব হয়না। এজন্য আপনাকে ক্যারেকটার ম্যাপ ব্যবহার করতে হবে। ক্যারেকটার ম্যাপ উইন্ডোস এক্সি এর একটা বিল্ট-ইন সার্ভিস যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনার পছন্দের চিহ্ন টি ব্যবহার করতে পারবেন এমন কি এখান থেকে ইচ্ছা মত হরফ নিয়ে আপনি আরবিতে লিখতে পারবেন। প্রয়োজনীয় প্রায় সকল চিহ্ন ই এতে বিদ্যমান।
যেভাবে ক্যারেকটার ম্যাপ ওপেন করবেনঃ
Start Menu>Accessories>Systems>Character Map
Copy তে ক্লিক করলে চিহ্ন টি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এবার আপনার লেখাতে সেটা কপি করুন।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
Thank you !!!! ®