আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পরিবর্তনে অনেক ভুমিকা পালন করে

সুপ্রিয় বন্ধুগণ,

আশা করি সবাই ভালো আছেন। আমি টেকটিউনস এ নতুন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পালটাতে সাহায্য করবে।

প্রথমেই আমি তাঁর কিছু জীবনী তুলে ধরতে চাই।

তো বন্ধুগণ চলুন, আমরা বিজ্ঞানী আইন্সটাইন সম্পর্কে কিছু জানিঃ

আলবার্ট আইনস্টাইন(মার্চ ১৪,১৮৭৯ - এপ্রিল ১৮,১৯৫৫) জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার
পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কীত গবেষণার জন্য।

 

তিনি বলেছেন"ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ"। আইনস্টাইন ১৮৭৯ সালের (ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর মৃত্যুর বছর) ১৪ মার্চ উল্ম শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে মিউনিখে।

আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখির পালকের বেড তৈরি ও বাজারজাত করতেন। পরবর্তীতে তিনি মিউনিখে
একটি তড়িৎ যন্ত্র নির্মাণ কারখানা স্থাপন করে মোটামুটি সফলতা পান।

এরপর ১২ বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে আজীবন "পবিত্র ছোট্ট জ্যামিতির বই"
বলে সম্বোধন করেছেন। আসলে বইটি ছিল ইউক্লিডের এলিমেন্ট্স। তার প্রথম
স্কুল ছিল ক্যাথলিক এলিমেন্টারি স্কুল। বাকপটুতা না থাকলেও তিনি
এলিমেন্টারি স্কুলের সেরা মেধাবী ছাত্র ছিলেন।

১২ বছর বয়সে আইনস্টাইন হঠাৎ বেশ ধার্মিক হয়ে উঠেছিলেন। স্রষ্টারগুণকীর্তণ করে বিভিন্ন গান ও পঙক্তি আয়ত্ত করেছিলেন স্কুলে। তার কথা বলার ক্ষমতা খুব একটা ছিল না, তথাপি স্কুলে বেশ ভালো ফলাফল করেছিলেন। কিন্তু বিজ্ঞান বিষয়ক বই পড়ার পর থেকে তার ধর্মীয় চেতনা কমে যেতে থাকে। কারণ বৈজ্ঞানিক তত্ত্বের সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিলো। আর বিজ্ঞানের তত্ত্বগুলো ছিল নিশ্চিতরূপে প্রমাণিত।

 

এইবার নিচ থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করুন অথবা দেখুন

 

ধন্যবাদ বন্ধুগণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার প্রথম টিউটোরিয়াল তাই হয়তো অনেক ভুল হয়েছে তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারো ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিলাম।

Level 2

আমি প্রতাপ বর্মন। , Student, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a part-time blogger and a YouTuber. I love to write about anything related to technology. You can visit my website https://www.spytechy.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস