ছোট এক বোন আর মাকে নিয়ে আমার ছোট সংসার। অনেক ছোট বেলায় বাবাকে হারিয়েছি। মায়ের অল্প আয়ে ছোট থেকে বড় হয়েছি। আজ আমি ১৮। পরিবারের সব আশা ভরসা আমাকে নিয়ে।
আমি সপ্ন দেখতে ভালোবাসি। আমি বিশ্বাস করি সপ্নই মানুষকে বাচিয়ে রাখে। যে সপ্ন দেখতে জানেনা সে বেচে থেকে মৃত। আমার বিশ্বাস If he can do, I can too.
একজনকে ভালোবাসি, খুব বেশি। সেও আমায় ভালোবাসে অনেক। তাকে হারাতে চাইনা এই জীবনে। পারবোনা তাকে ছাড়া বেচে থাকতে। আবার অন্যদিকে আমার ছোট পরিবার আমার অহংকার। আমার মা আমার আদর্শ। তাই বড় হবার সপ্ন দেখি সব সময়। আমার সারা জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি আমার মায়ের দেয়া সাহসে।
তাই জীবনকে এগিয়ে নেয়ার শপথে আজ আমি একজন ফ্রিল্যান্সার। আমার সপ্ন অনেক বড় বিল গেটস, মার্ক জাকারবার্গ, কিংবা তার চাইতেও বেশি। আমার সপ্নকে পুরণ করার জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি।
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি ভাবে জানা হয়েছে। এখন ওয়েব ডিজাইন শিখছি। টার্গেট ২০২০ সালের মধ্যে একটি বিশ্বমানের ওয়েবসাইট তৈরী করা।
আমার বোনের বিয়ে দেয়ার ব্যবস্থা। মাকে ভাড়া বাড়ি থেকে নিজের একটি বাড়িতে এনে রাখা এবং ভালোবাসার মানুষটির হাত ধরার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা সবই এখন ভবিষ্যতের সপ্ন। আমি শঙ্কিত এই সপ্ন নিয়ে, কিন্তু নিরাশ নই।
আমাকে যে এগিয়ে যেতেই হবে। আমার পরিবার আমার মাঝে ভবিষ্যত দেখতে চায়। তারা ভরসা করতে চায় আমার উপর। তাই আমাকে যে এগিয়ে যেতেই হবে। কারন আমি বাড়ির বড় ছেলে।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি।
I am on facebook: http://facebook.com/shahedjakirbd
আমি ফ্রিল্যান্সার ট্রিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।