জাতীয় কবি কাজী নজরুলের আজ ১১৭ তম জন্মবার্ষিকী। আজ দেশ জুরে পালিত হচ্ছে তার জন্মবার্ষিকী। তার আগুণ ঝড়ানো বিদ্রহী কবিতার মাধ্যমে জেগে উঠেছিল বাংলার মানুষ। কবি কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চরুলিয়া গ্রামের ২৫শে মে, ১৮৯৯ সালে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অবিচার ও ঔপনিবেশিক শাসনের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন।
আজ বিশিষ্ঠ ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ কবি পরিবারের সদস্যরা সাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রঙ্গণে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন।
আসুন একনজরে উনার জীবন বৃত্তান্ত জেনে নেই:
বিদ্রোহী কবির পুরো নাম - কবি কাজী নজরুল ইসলাম।
* জন্ম - ১১ই জৈষ্ঠ্য, ১৩০৬ (বাংলা), ২৪মে ১৮৯৯ (ইংরেজি)।
* জন্মস্থান - ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
* পিতার নাম - কাজী ফকীর আহম্মদ।
* মাতার নাম - মোসাম্মাৎ জাহেদা খাতুন।
* শিক্ষাকাল - প্রথমে গ্রামের মক্তব, পরে রানীগণ্জ সিয়ার-সোল হাই স্কুল, মাথরুন ইংরেজী উচ্চ বিদ্যালয়, দরিরামপুর উচ্চ বিদ্যালয়,(ত্রিশাল)।
* আশ্রয় দাতা - কাজী রফিজ উল্লাহ (তৎকালীন পুলিশ ইন্সপেক্টর)।
* কর্মস্থল -এস,রকসের চা-রুটির দোকান,প্রসাদপুর গার্ড সাহেবের বাসা, ৪৯ বাঙ্গালী পল্টন।
* বিয়ে - ২৫শে এপ্রিল, ১৯২৪ ইংরেজী।
* স্ত্রী'র নাম - প্রমীলা সেনগুপ্তা, ডা নাম- দুলী।
* কাজী নজরুল ইসলামের ডাক নাম - দুখু মিয়া।
* প্রমীলার জন্ম - ২৭শে বৈশাখ, ১৩১৫ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর শ্বশুর - শ্রী বসন্ত কুমার সেনগুপ্ত।
* কাজী নজরুল ইসলাম এর শ্বাশুড়ী - শ্রীমতি গিরিবালা দেবী।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম সন্তান - অরিন্দম খালিদ,ডাক নাম-বুলবুল।
* কাজী নজরুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র - কাজী অনিরুদ্ধ, ডাক নাম - লেনিন বা নিনি।
* সাহিত্য চর্চা কাল - ১৩২৬ হইতে ১৩৪৯ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কবিতা - মুক্তি।
* প্রথম গল্প - বাউন্ডেলের আত্ম কাহিনী।
* প্রথম প্রবন্ধ - তুর্কী মহিলার ঘোমটা খোলা।
* প্রথম উপন্যাস - বাঁধন হারা।
* সর্বশ্রেষ্ঠ (সাধারণ মানুষের বিবেচনায়) কবিতা - বিদ্রোহী।
* কাজী নজরুল ইসলাম এর উল্লেখযোগ্য গ্রন্থ - ভাঙ্গার গান, অগ্নিবীণা, বিষের বাঁশী, চক্রবাক,রিক্তের বেদন, ব্যাথার দান, প্রলয় শিখা, আলেয়া প্রভূতি।
* বাল্য রচনা - মেঘনাদ বধ, চাষার সঙ, শুকনী বধ, দাতাকর্ণ রাজপুত্র, কবি কালিদাস, আকবর বাদশাহ প্রভূতি।
* কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা - ধুমকেতু।
* ধুমকেতু'র প্রথম প্রকাশ - ১৭ই মে,১৯২৩ ইংরেজী।
* কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম ছায়াছবি - ধ্রুব।
* নজরুল গীতির সংখ্যা - তিন হাজারের উপরে।
তার কিছু গ্রন্থ্য গুলো ডাউানলোড করেনিন তবে যা আছে যতেষ্ঠ- প্লে-ষ্টোর থেকে
সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ওয়েব সাইট থেকে
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।