কেমন আছেন সবাই ?
আজ কোন প্রযুক্তি নিয়ে টিউন লিখব না। আমার টিউন এর টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আজ লিখতে যাচ্ছি। আজ ভাবলাম জেমস ক্যামেরুন কে নিয়ে কিছু একটা লিখব, এই লোকটা বরাবর ই আমার আগ্রহ এর শীর্ষবিন্দু তে থাকে। সবসময় অধির আগ্রহে বসে থাকি কি সারপ্রাইজ নিয়ে আসছে সামনে । এবার আসুন এই লোক টার নারি নক্ষত্র সম্বন্ধে একটু জেনে নেই
পুরো নাম James Francis Cameron, জন্ম ১৬ আগস্ট ১৯৫৪।কানাডিয়ান ফিল্ম মেকার হিসেবে তিনি পরিচিত, তিনি একাধারে পরিচালক, চিত্রনাট্য লেখক,প্রকৌশলী, এছারাও গভীর সমুদ্রে অনুসন্ধান কাজের সাথেও তিনি জরিত।তাই তাকে বিজ্ঞানি বলে ডাকলে ও কোন ভুল হবে না বোধ হয়
চলচিত্রে তার প্রথম সাফল্ল আসে বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক বিখ্যাত মুভি TERMINATOR এর মাধ্যমে, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি এবং এর পর থেকেই তার সুধু সামনে পথ চলা। এই ছবির সাফল্লের রেস ধরেই তাকে কাজ দেয়া হয় আরেকটি বিশ্ববিখ্যাত মুভি Aliens এর পরিচালনার দায়িত্ব এবং বরাবর এর মত এখানেও সেই একি সাফল্য। এর কয়েকবছর পর তিনি উপহার দিলেন TERMINATOR সিরিজের ২য় সিকুয়াল Terminator :judgement DAY এই ছবি তে তার ব্যবহার করা Special effects দিয়ে জয় করে নিয়েছিলেন চলচিত্র বোদ্ধা এবং সমালোচক উভয়ের মন।এর তিন বছর পর দর্শক দের সামনে হাজির হন True Lies নিয়ে।এটিও অনেক ভাল বেবসা করে ওইসময়ে
এর পর থেকেই তিনি মনস্থির করেন বড় কোন প্রোজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসবেন এবং এর ঠিক তিন বছর পর হাজির হন পৃথিবীর অন্যতম সেরা চলচিত্র টি নিয়ে " Titanic " যে ছবির মাধ্যমে পুরো বিশ্ব দেখল কিভাবে কল্পনাকে বাস্তবে রুপ দিতে হয় । এই একটি ছবি দিয়েই তিনি একি সাথে জিতে নিয়েছিলেন
সেরা পরিচালক ,সেরা ফিল্ম এডিটিং,এবং সেরা ছবি হিসেবে একাডেমী অ্যাওয়ার্ড
টাইটানিক ছবির সাফল্লের পর ক্যামেরুন এবার আবার মনোনিবেশ করলেন এর চেয়েও কিছু ভাল দর্শকদের কে উপহার দেয়ার।এরপর হয়ত বুজতে পারছেন সে কোন ছবি টা নিয়ে এসেছিলেন
এবার হাজির হলেন " Avatar " নিয়ে। এবং দর্শক আরও একবার বুজতে পারল বিস্ময় আসলে কি হয় এই ছবির মাধ্যমে। এই ছবিটি তৈরি করতে তিনি প্রায় দশ বছর সময় ব্যয় করেছিলেন।এই ছবি টি এখন পর্যন্ত সারা বিশ্ব জুরে ব্যবসা করা ছবিগুলোর ভিতর সবার উপরে।
আগামিতে Avatar সিরিজের আরও ৪ টি সিকুয়াল আসছে এবং ২০১৮ সালে Avatar 2 মুক্তি পাবে বলে ঘোষণা দেয়া হয়েছে।দেখা যাক এই মুভি তে ক্যামেরুন সাহেব আবার কি বিস্ময় দর্শকদের উপহার দিতে যাচ্ছেন সবাই সেই আগ্রহেই আছে এখন
ভাল থাকবেন ... চলচিত্র এবং সর্ট ফিল্ম নিয়ে আমার একটা গ্রুপ আছে ইচ্ছা করলে আপনারা যোগ দিয়ে আপনাদের মতামত আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন
আমাদের গ্রুপ --- https://www.facebook.com/groups/252267401781553/
আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।