দেশের বেশির ভাগ তরুন-তরুনী জানেনা তার জীবনের লক্ষ্য কি? মার্ক নামে একজন শিক্ষক ১৯৯৭ সালে র্হাভাড ইউনিভার্সিটিতে এমবিএ স্টুডেন্টেদের উপর একটা স্টাডি করেন। স্টাডির প্রশ্ন ছিল "Have you set clear, written goals for your future and made plans to accomplish them?"অর্থাৎ আপনিকি আপনার ভবিষ্যতের লক্ষ্য স্পষ্ট, লিখিতভাবে ঠিক করেছেন এবং সেটি সমাধানের জন্য পরিকল্পনা করেছেন? স্টাডিতে জীবনের গোল বা লক্ষ্য সেট করেনি ৮৪ ভাগ স্টুডেন্ট, জীবনের গোল বা লক্ষ্য সেট করেছে কিন্তু তা লিখে রাখেনি ১৩ ভাগ স্টুডেন্ট, জীবনের লক্ষ্য সেট করেছে এবং তা লিখেও রেখেছে ৩ ভাগ স্টুডেন্ট। ১০ বছর পরে, স্টাডিতে অংশগ্রহন করা স্টুডেন্টদের আবার ইন্টারভিউ নেয়া হয়। ফাইন্ডিংসে পাওয়া যায়। ১৩ ভাগের স্টুডেন্টদের আয় ৮৪ ভাগ স্টুডেন্টদের আয়ের প্রায় দুই গুণ। ৩ ভাগের স্টুডেন্ট, যারা লক্ষ্য ঠিক রেখেছে এবং সেই লক্ষ্য লিখে রেখেছে, তাদের আয় ৯৭ ভাগের স্টুডেন্টদের আয়ের দশ গুণেরও বেশি।
চাকুরীর সূত্রে আমার এই ছোট্ট জীবনে বিভিন্ন জেলাতে যাওয়ার সুযোগ হয়েছিল। তরুণ দেখলেই গল্পের ছলে ভিশন নিয়ে প্রশ্ন করতাম। দুঃখজনক ভাবে সত্য যে, অনেক শিক্ষিত তরুণ ভিশন বা লক্ষ্য বলতে কি সেটাই জানে না। আর যারা জানে তারা ছোট বেলায় বাবা মায়ের অথবা শিক্ষকের দেয়া ডায়ালগ দিয়ে বলেন আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো। আজকাল যে কোন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করুন তুমি কি হতে চাও? সে উত্তরে ঝটপট বলবে- ভাইয়া আমি ডাক্তার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আবার যারা একটু বেশি জ্ঞান রাখেন তারা বলেন, ভাই ভিশন আর কিছুই নয় এটা আলবার্ট আইনস্টাইন এর আপেক্ষিত তত্ত্ব মাত্র (তত্ত্বের মতে স্থান, কাল ও ভর কিছু নয়, আপেক্ষিক)। কেউ কেউ ভিশন বলতে যখন যেটা সামনে আসে সেটাকে মনে করেন। যাই হোক, বাস্তব চিত্র তুলে ধরার জন্যই এত কথা।
উদ্যোগ এবং পরিবর্তন
বই মলো ২০১৫, স্টল # ৩৪৬ (আল-আমনি প্রকাশন)
আমি Noor Hossain Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই বলেছেন