আশা ছিল ডিপ্লোমা ENGINEER হব

আমি পলিটেকনিক এ কম্পিউটারে পরছি । এই 4 বছরে আমার যত বই পড়তে হবেঃ

1. Bangla 1
2. English 1
3. Mathematics 1
4.Physics 1
5. Social Science 1(Civics)
6. Computer Fundamentals
7. Basic Electricity
8. Engineering Drawing
9. Computer Operation & Word Processing
10. Bangla 2
11. English 2
12. Mathematics 2
13. Social Science 2 (Economics)
14. Chemistry
15.Electronic Device & Circuit 1
16. Electrical Circuits
17.Programming In C
18. Database Management
19.Spreadsheet Analysis
20. Electronic Workshop
21. Bangla 3
22 . English 3
23. Mathametics 3
24. SocialScience(History& Culture)
25. Physics 2
26. Digital Electronics 1
27. Electronic Device & Circuit 2
28. Data Structure & Algorithm
29. Database Management
30. Auto CAD
31. Programming in C++
32. E Service
33. Advanced Digital System
34. Measurement & Instrumentation
35. General Electrical Machine
36.Industrial Power Electronics
37. Applied Mathametics 1
38. Discrete Mathametics
39. Graphics Design
40 . Book Keeping & Accounting
41. Environmental Management
42. Computer Architecture
43.Microprocessor & Micromputer 1
44. Database Management System
45. Data Communication Fundamentals
46. Visual Programming
47. Computer Servicing 1
48. Data Communication & Computer Network 1
49. Computer Operating System
50. Computer Peripherals
51. Microprocessor & Microcomputer 2
52. Business Communication
53. Industrial Management 1
54.Assembly Language Programming
55. Query Language
56. Industrial Attachment (practical)
57. Embedded System & PLC
58. Data Communication Computer Network 2
59. Java Programming
60. System Analysis & Development
61.Multimedia & Graphics
62. Entrepreneurship
63. Industrial Management 2
64. Computer Servicing 2
65. Computer Engineering Project .

এতগুলো বই পড়ে আশা ছিল ডিপ্লোমা ENGINEER হব, কিন্তু কিছু লোকের চক্রান্তের কারনে হতে হচ্ছে সুপারভাইজার।

http://www.ans.sinhatalk.com

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর মিয়া আইজকা ধানমন্ণ্ডি ২৭ এ যে কাহিনি করছেন আবার কথা কন, আরেক টু হইলেই গাড়ীর গ্লাস টা গেছিল।আপনের উপরের list র লগে আমি আরও ২০ টা subject barai dilam.

    Level 0

    @amirhamza321: ভাইরে আপনি পরলে আপনি বুঝতেন

      Level New

      @arifulsuis: Diploma kory ke BUET,KUET,RUET,CUET ai 4 ta Uni ty study kora jay??please amak janan, jodi jay toby tar process ta bolben.DUET ar ta jani. so i need information about those….

        Level 0

        @Habibur333: only DUET

        Level 0

        @Habibur333: ডুয়েট ছাড়া অন্য কোন সরকারী ভার্সিটিতে পড়া যায় না কিন্তু প্রাইভেট ভার্সিটিতে পড়তে পারবেন।

Level 0

আমরা আপনার দুঃখে সমবেদনা জ্ঞাপন করছি। বিষয়টি নিয়ে গতকিছুদিন শোরগোল দেখেছি, কিন্তু এত গভীরভাবে চিন্তা করিনি। কিছু বুঝে আসেনা ওদের (***) কি লাভ?

Level 0

এদেশের যে কি হবে………………কিছুই বোঝা যাচ্ছে না।আপনার দুঃখে সমবেদনা জ্ঞাপন করছি।

শুধু subject list dekhlei hobe na সাথে question list ও দিতে হবে। please আপনি দয়া করে একটা question list o din আর সাথে কিছু তুলনা করুন।আপনাদের একটা question e koto marks thake r kotogulo bikolpo thake.সেই সাথে কত কথিন হয় সেসব। then BSc engineer নয় intermidiet এর science এর সাথে মিলিয়ে দেখুন।আর আমার খালাতো ভাই EEE তে পরছে ও দেখি আগের দিন ই question পায় এটা সবার জন্য না।যাহোক দোষ আপনাদের না যারা আপনাদের second class diyesilo তাদের এবং যারা আপনাদের ভাংচুর থেকে রেহাই পাবার জন্য আপনাদের দাবী মানবে দোষ তাদের

    @biplob.haque: আপনার কথা শুনে মনে হইতেছে, সব চুল আপ্নারাই ছেরেন। আপনার ভাই পরে EEE তে পরে প্রশ্ন পত্র পায়। কেন HSC র Student রা পায় না? আমার চাচাতো ভাই Science থেকে HSC Exam এর প্রতিটা Subject এর ৩ দিন আগে প্রশ্ন পেয়ে Exam দিছে। আল্লাহর রহমতে Golden A+ পাইছে। Diploma Engineering পরতে গেলে মাথার মধ্যে Tricks রাখতে হয়। মুখুস্ত বিদ্যা এইখানে চলে না। আর Subject গুলারে হেলা কইরেন না ভাই। Programming Language আপনার Higher Math এর চেও কঠিন। আমি Polytechnic এ ভর্তির আগে HSC র Higher Math পরেছি, তাই আমি ভালই বুঝতে পারছি কোনটা আসল জিনিস।

      Level New

      @Saharia Rifat: আমি Polytechnic এ ভর্তির আগে HSC র Higher Math পরেছি, তাই আমি ভালই বুঝতে পারছি কোনটা আসল জিনিস?????? its not clear to me brother

      Level 0

      @Saharia Rifat: thanks vai…..

    @biplob.haque: ভাইরে হাঁসাইলেন । মূর্খদের মূর্খবুলি এরকম হয় আগে জানা ছিল না । আগে জানুন তারপর কথা বলুন । ১২০ নাম্বারের পরিক্ষায় ৩১ টা প্রশ্ন থাকে ৩০ টার আনসার করতে হয় । আর কত কঠিন হয় তা আপনার মত জ্ঞানী আয়নার সামনে দাঁড়াইলেই বুঝতে পারবেন । ইঙ্গিনিয়াররা আপনাদের মত কচুরিপানা নয় যে ৬১ টা বই পড়ে আপনার মত জ্ঞানী সাঁজতে আসবে । আপনার জ্ঞানতত্বের জোর থাকলে ১ মাসে এই ৬১ বইএর নাম মুখস্থ কইরেন তাহলেই বুঝতে পারবেন আপনার জ্ঞান সমুদ্রের ওজন কতটুকু ।

Level 0

biplob.haque….2005 providan holae 85ta subjecr portae hobae……একটা question e koto marks thake r kotogulo bikolpo thake
oti sonkhipto-15 ta-15
sonkhipto -10ts-15
rochona mulok–5ta-thakae 4pcs likthae hoy-20
shudhu tai noy upnake jpdi eee tae diploma programme e admit kora hoy…tobaeupni every semester e 2-3 ta subject e fail korbane-100000% gurantee{even you got qustion paper}
abar dakha galo upni 2-3 ta exam dilean na upni all subject e pass korbane….r valo student 1 subject e fail korbae….aita -bteb-er rules-
abar khata challenge korbane-upnar khata -bteb-dont see-fail to fail………
actually http://www.bteb.gov.bd is a vouea[vikas] board of bd gov.
r akta kotha bsc-engineer ra khub beshi janae aitao thik na…..[dont mind-i am a diploma student.

অন্যায় মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রক্ত দেব….

Level 0

ওই মিয়া biplob.haque প্রশ্ন পত্র পরে দেখেন আগে যতগুলো বিষয় এখানে দেয়া আছে ওইগুলা পরেন , তারপর আপনি আপনার HSC এর সাথে তুলনা কইরেন , আপনি একটা কথা বলছেন যে প্রশ্ন কত কঠিন হয় ? , আরে মিয়া ভোদাই চুদা কিছু স্টুডেন্ট আছে ওই বালের পোলারা বলে প্রশ্ন কঠিন বা সহজ হয় । পরেন নাই ত ডিপ্লোমাতে তাই বলতেছেন এই কথা , ডিপ্লোমা করে যখন আপনি বি এস সি পরতে যাবেন তখন আপনার বি এস সি এর সাবজেক্ট কমে জায় কারন বি এস সি এর অনেক সাবজেক্ট ডিপ্লোমা তে পরা হইয়া যায় , না বুইঝা কথা বলবেন না । আর প্রশ্ন নিয়া আপত্তি থাকলে একবার পলিটেকনিক আ গিয়ে প্রশ্ন দেখে আসবেন । আর HSC এর বিজ্ঞান বিষয় এর সাথে তুলনা করছেন, আমি HSC তে বিজ্ঞান বিষয় এ ই পড়াশুনা করে তারপর ডিপ্লোমা করছি , তাই আমি জানি ।

kothor andolon hobe

Level 0

Bhai jodi khub kothin hoi tahole oita poren kn? SSC er por bsc vorte howa jan na!

    Level 2

    @shohel mia: vudaier moto kohta kon ke,,,??

hsc te higher math ase koi amito porini.আর question paouar bepartato bollam sobar jonno na.ভাই এএকটা কথা বলি inter er sob bishoy e apnader porano hoy to physis chemistry ba math er j kono ekta chaptar er sathe apnader oi boi er chapter miliye dekhben.koita question porte hoy apnader r koyta amader.r programming language ? ata jodi nai paren tahole oder(BSc) kase giye sonen ata ki.akta kotha vai sobaik বলি সবার নিজ নিজ অবস্থান সম্পর্ক এ স্পস্ট ধারনা থাকা উচিত।

korsen ki rakib vai ami boi er nam mukhoshto korbo.ami kisui na.tobe vai akjon BSc engineer er kaseo apnara kisui na.Hsc er kotha bolsi ei karone j apnader 4 year e j aphysics,chemistry,math,bangla,english porano hoy tar cheye beshi porte hoy akjon Hsc studentk mattro 18 mashe.r jodi programming language er kotha bolen apnara amar boss.karon Hsc te ai bishoy nei.

    @biplob.haque: আরেহ ভাই আপনি জানেন কিছু…?? না জাইনা লাফান কেন…?? BSC ইঞ্জিনিয়ারিং কি আপনি বুঝেন…?? না বুইঝা কথা বলেন কেন…?? ডিপ্লোমা পড়ার পর BSC করতে হয় । আর BSC হল হাইয়ার এডুকেশন আর আপনি ডিপ্লোমা আর BSC তুলনা দিয়ে সব কিছুর তাল গুল পাকিয়ে ফেললেন । HSC তে যেই ফিজিক্স কেমিস্ট্রি ২ বছরে পড়ে আমরা তা ৬ মাসে পড়ি । আর ফিজিক্স কেমেস্ত্রি মেথ বাংলা ইংরেজি ত আছেই তাছাড়া যে বাকি ৫৬ টা বিষয় আছে টা কি গঙ্গার জলে ভাইসা আসছে । HSC আর ডিপ্লোমার তুলনা দিতে আইসেন না । কারন ২টা ২ জিনিস, একটা ২ বছর পড়তে হয় আরেকটা ৪ বছর ।
    আপনার শুভ বুদ্ধির উদয় হোক । ভাল থাকবেন

    Level 2

    @biplob.haque: apni hsc er sathe diplomar tulona koren,,! oneke ace jara hsc pass kore diploma vorti hoi. kisu na jene andaje kotha bolte asbenna,

Level New

যারা ইন্টারপড়ে নাই তাদের ইন্টার নিয়া প্রশ্ন না করাই ভালো ।আর যারা ইন্টার করে বা ইন্টার শেষ করে বিএস সি করছে তারা ডিপ্লোমার উপর খোচা মারা কথা বলার সাহস নিবেন না। ডিপ্লোমাকারি ইঞ্জিনিয়ার তাদের যায় গাতে ঠিক আছে আর বি এস সি তাদের যায় গায় ।কেউ কার ও থেকে বেশী বা কম না। শিক্ষাগত যোগ্যতায় বিএস সি এগিয়ে কিন্তু ডিপ্লোমাকারি ইঞ্জিনিয়ার তো বি এস সি করতে পারবে । ব্যাস সবাই সেম । তাই সবাই কে সম্মান করা উচিত । ৪ বছর পরে যদি ৬ মাসের কোর্স এর সমান দাম দেয় তো রাগ তো উঠবেই । ইঞ্জিনিয়ারিং এ স্কিল ও শিক্ষাগত যোগ্যতা ২ টাই লাগে । তাই সরকারকে এই টা বুঝানো উচিত যে ৪ বছরে ও কি এতটা শিক্ষাগত যোগ্যতা বাড়ে না যে সহকারী ইঞ্জিনিয়ার এর সম্মান টুকু পাবে ???? তা হলে এই পদ্ধতি বাতিল করে দেওয়াই ভালো । অজথা শিক্ষা নিয়ে হয়রানি

Level New

ডিপ্লোমার সিলেবাস ও টাইম কমানো উচিত । বেশি সাব্জেক্ট ও লং টাইম শিক্ষার জন্য দেখা যায় অনেকে ডিপ্লোমার পরে আর বি এস সি করে না বা এনারজি থাকে না। সবার ক্ষেত্রে না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি । আমি দেখছি ৪ বছরের মধ্যে প্রথম ২ বছর কেউ তেমন গুরুত্ত দিয়ে পরে না । তাই আমি মনে করি এই সময় টাই লস । ডিপ্লোমা ৩ বছরই ভালো । ৬ মাস বেসিক আর বাকি আড়াই বছর মুল বিষয় । তা হলে পড়ার মান টা শক্ত হতো । পৃথিবীর প্রায় সব দেশ এ ৩ বছরের ডিপ্লোমা হয় আর আমার দেশ এ ………।।

tahole to rakib vai ra habby genius 2 year er pora 6 month e sesh kore

    Level 0

    @biplob.haque: ইন্জিয়ার হতে গেলে কম বেশী জিনিয়াস হতে হয়। জেনারেল স্টুডেন্ট এর মতো এক গদবাধা বই ১৮ মাস ধরে পড়া নয়। আপনারা এই ১৮ মাসে যে ফিজিক্স -ক্যামেস্ট্রি পড়েন তা আমরা ছয় মাসে পড়ি……হয়তো আমরা সময় কম পাওয়ার জন্য আপনাদের থেকে রেজাল্ট খারাপ হয় এবং এ বিষয়ে আমরা কম জানি………..আর আপনারা হায়্যার ম্যাথ নিয়ে লাফান……….আমাদের এপ্লাইড ম্যাথ এর বইটার সাথে অনার্স-মাস্টার্স এর ম্যাথ বইটার তুলনা করেন….তাহলে আপনার ভুল ভাঙ্গবে……….এইজন্য এইচ এস সি এর গোল্ডেন এ+ পাওয়া স্টুডেন্ট হকারগিরি করে আর ডিপ্লোমাপাস সেকেন্ড ক্লাস পাওয়া স্টুডেন্ট চাকুরী করে…….ডিপ্লোমা এর একটা বই হাতে নিয়ে একটু দেখুন তারপর হিসাব করুন যে আমাদের দাবীটা ঠিক কিনা। আর এইস এস সি এর স্টুডেন্টরা শুধুমাত্র কাগজে কলমে আমাদের সমান কিন্তু বাইরের জগতে একজন এইস এস সি পাস ছাত্রকে একটা পিয়ন হিসাবে রাখার আগে দশবার ভাবে…………

Level New

Diploma kory ke BUET,KUET,RUET,CUET ai 4 ta Uni ty study kora jay??please amak janan, jodi jay toby tar process ta bolben.DUET ar ta jani. so i need information about those….

    Level 0

    @Habibur333: না শুধু DUET

ha ha ha onekei onek kotha bollo keu ekjon নাকি inter পড়ে এসে diploma korseসে কি fail koresilo or uni te from তোলার যোগ্যতা ছিল না জানতে মন চা য় যা হোক আপনাদের question আমি দেখেছি ওতি সংক্ষেপ ও সংক্ষেপ question দেখলেই হাসি পায় ভাই একটা সত্যি কথা সিকার করে নিতে এত ইগতে লাগে কেন যে politactic এ grade b,c er studet rai pore a+ gilden a+ নিয়ে আবার লাফাইএন না ওগুলো সবাই পায় এখন।govt politacnic gulor jahok man ase কিন্তু private gulote jara pore তারা টাকা আছে পরা লাগবে এই জন্যি সুধু পরে মান তান কিসু নেই সেখানে। যারা নিজেদের diploma pore aro boro kisu vabte issa kore তাদের কিসুই বলার নেই।তারা নিজে গিয়ে একজন buet,ruet,cuet er student er sathe nijek tulona kore dekhuk. আর কেউ একজন বলছে প্রতিবার নাকি ২/৩ subject এ ফেল ১০০০% তার মেধা নিয়েও কিসু বলব না।কারন আগেই বলেসি b c grade rai akhane pore

    Level 0

    mr biplob…bteb er kormochari….ra ai fail gula korai….upni kan..pryminister aslao kisu kortae parbana…..karon board er kisu curropted kormochari ai gula korae…..je pass korbae tar vaggo valo…ja fail korbae tar vaggo kharap…..sobai janae bteb er kisu problem asae…….

    @biplob.haque: ভাই মানুষকে একটু সম্মান দেখান।আর আমি নিজে নটরডেম কলেজ থেকে বের হয়ে এসে ডিপ্লোমাতে ভর্তি হইছি।

Plz,techi brothers, help. আমি এ বছর পলিটেকনিক এ চান্স পেয়েছি। কম্পিউটার সায়েন্স এ । আমি সিদ্ধান্ত হীন্তায় ভুগছি। আমি যদি কোর্স শেষ করে বাইরে থেকে হায়ার ডিগ্রি নিয়ে ভাল রেজাল্ট করি, তাহলে কেমন বেতন পাওয়া সম্ভব? এর থেকে ইন্টার পড়ে কি কুয়েট, চুয়েট এ পড়লে বেশি সুবিধা? উল্লেখ, আমি একটা কলেজ এ ভরতি হয়ে আছি কিন্তু পারিবারিক অসুবিধা তে পরে এখন ও ইন্টার এর পড়া শোনা করি নি। Plz brothers help.
o.O

Level 0

Amra Banglai jati Murukko jati, tai koydin aita koydin oita, Agulo modde taki, Abagprobon

Murukoo jati, tai amader Mukti nai, Bortoman BSC polara Murrko jatier bap ,

Na hoy kano shudu shudu ata nea barabari kora,

prothom alo te ekjo. diploma enginner likhese
কমেন্ট না করে আর পারলাম না ।
আমার কেন জানি মনে হয়
আমরা সবাই অহেতুক তর্কে লিপ্ত
হয়ে যোগ্যতার লড়াই
করে যাচ্ছি । যার ফলাফল শুন্য ।
আমি নিজে ডিপ্লোমা পাস
করেছি ।
প্রকৌশলী শব্দটা ব্যবহার
করতে লজ্জা বোধ করি । এর
এটা নিয়ে তর্ক করাটাও হাস্যকর
। এই সময়ে যে বিষয়টি নিয়ে
আন্দোলন হচ্ছে তা নিয়ে সত্যিই
আমি খুব বিব্রত। আমার কাছে খুব
অবাক লাগে আমরা কেন
পলিটেকনিক শিক্ষক সমস্যা দূর
করতে জোরাল আন্দোলন
করি না কেন ডুয়েট এর মত আরও ৫
টা বিশ্ববিদ্যালয় করার জন্য
আন্দোলন করি না । একজন
বিএসসি প্রকৌশলী এবং
ডিপ্লোমা প্রকৌশলী এর মধ্যকার
বিশাল পার্থক্য পাশ করে বের
হওয়ার আগে কেউ
বুঝবে না যারা আন্দোলন
করছে তারাও বোধ করি একসময় এর
জন্য বিব্রত হবে।
আর কয়েকটা উত্তর যারা ভুল
বুঝেছেন তাদের বলি,
এসএসসিতে জিপিএ ৫ নিয়েইও
কিন্তু বর্তমানে ভালো
পলিটেকনিকে ভর্তি হওয়া যায়
না । পারিবারিক সমস্যায়
জর্জরিত কিছু মেধাবি ছাত্রদের
দ্রুত চাকরির পাবার আশায়
পলিটেকনিকে ভর্তি হতে হয় ।
তবে আমার বাক্তিগত অভিমত
যারা জি পি এ ৪ এর
বেশি নিয়ে এস এস সি পাশ
করে তারা জেনে বুঝেই এই
পথে আশা উচিত ।

    Level 2

    @biplob.haque: prothom alor kotha bolsen,,,!!! hahaha,,, oi salara to sorkarer camca. sokrarer bipokkhe kono andoloner pokhe ora jiboneu kohta bolbena. apni sara banngladesh takai dekhen sob diploma engineer der kase jigai dekhen jiboneu keu emon kotha bolbena. sokarer pa cata golam prothom-alo news paperer news dekhe lafabenna plz,,

    @biplob.haque: ভাই আপনার সাথে আমি একমত…..

Plz,techi brothers, help. আমি এ বছর পলিটেকনিক এ চান্স পেয়েছি। কম্পিউটার সায়েন্স এ । আমি সিদ্ধান্ত হীন্তায় ভুগছি। আমি যদি কোর্স শেষ করে বাইরে থেকে হায়ার ডিগ্রি নিয়ে ভাল রেজাল্ট করি, তাহলে কেমন বেতন পাওয়া সম্ভব? এর থেকে ইন্টার পড়ে কি কুয়েট, চুয়েট এ পড়লে বেশি সুবিধা? উল্লেখ, আমি একটা কলেজ এ ভরতি হয়ে আছি কিন্তু পারিবারিক অসুবিধা তে পরে এখন ও ইন্টার এর পড়া শোনা করি নি। Plz brothers help

পরীক্ষা দিবনা সুপারভাইজার হব না !!!!!!!!!

Level 2

যার যার যত বাজে কমেন্ট থাকে আপনারা করুন। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আপনাদের সকল কমেন্ট এর উত্তর দেব।

Level 0

আপনাদের সবার কথাই ঠিক আছে …… Diploma Engineer ra অনেক বই পড়েন এবং বেশিই পারেন , আপনাদের পদমর্যাদা BSC এর সমান করা লাগবে …… তাই তো ? কিন্তু …… BUET , KUET , RUET , CUET , AUST, AIUB, NSU, BARC, IUB, JSTU ,PSTU, NSTU ……… এখানে প্রতিটা বই English e (Foreign writer )…… আপনারা বই পড়েন বাংলায় …… আর এখানকার Student রা যা পারে …… Diploma r Student রা এর ধারে কাছেও যেতে পারবে না …… আমার অনেক বন্ধু আছে যারা BSC করতেছে I mean S.S.C+H.S.C than BSC …..এবং অনেকেরই CGPA 2.5 -3.00 এর এলাকার এক ছোট ভাই আছে Diploma করতেছে যার CGPA 3.5 …. তাহলে কেমন question হয় তা ভালমতই বোঝা যায় …… তো আপনারা Diploma Engineer রা কেমন পদমর্যাদা চান ?

    Level 0

    @RAAZ:না বুঝে মন্তব্য করবেন না। আমরা বিএসসি এর মর্যাদা চাই নি। Diploma Engineer থেকে আমাদের সুপার ভাইজারে নামিয়ে দেয়া হয়েছে । কিন্তু ৬ মাসের কোর্স করেই তো সুপারভাইজার হওয়া যায়। সেখানে আমরা চার বছর পরেও সুপার ভাইজার।
    এজন্যই আমাদের আন্দোলন।

    Level 2

    @RAAZ: না বুঝে শুনে আন্দাজে ফাল পারেন কেন,? আগে বুঝবেন তারপর কমেন্ট দিবেন।

SSC er por BSc. korte lage at least 6 years & Diploma korte labe 4 years tahole ek hoi kivabe?
r apni jei sub er kotha bolcen ogula BSc teo kore hoi r BSc te huge study than Diploma.

    Level 0

    @B Chowdhury: না বুঝে মন্তব্য করবেন না। আমরা বিএসসি এর মর্যাদা চাই নি। Diploma Engineer থেকে আমাদের সুপার ভাইজারে নামিয়ে দেয়া হয়েছে । কিন্তু ৬ মাসের কোর্স করেই তো সুপারভাইজার হওয়া যায়। সেখানে আমরা চার বছর পরেও সুপার ভাইজার।
    এজন্যই আমাদের আন্দোলন।

Vai apnara ke Engineer nam ter jonne porsen nake kesu shikher jonne porsen?? Jode only apnader namer age ba pore Engineer ai kothata laganor jonne ato porasuna koren tahole boler kesu nai r jode kesu shikher jonne ato porasuna koren tahole bahuda torko r maramare na kore nejer weight ta bojay rakhun.

    Level 2

    @Kaushik-Mirza: @Kaushik-Mirza: মূর্খের মত কথা বলবেননা। সার্টিফিকেট ছাড়া আপনি যত বড় পণ্ডিত হন না কেন আপনার কোন দাম থাকবেনা।

Level 0

@@ “biplob.haque” and “RAAZ” Keo to “Diploma Engineering” এর পদমর্যাদা “BSC” এর সমান করা লাগবে ei kotha bole ni. Diploma ke second class dite hobe. Karon tara “HSC” er course gulo korar por o 2 years BSC er onek subject pore thake. Difference holo tader medium Bangla. Kintu amra jokhon DUET theke ba onno kono Institute theke BSC complete korbo tokhon to amader dignity BUET , KUET , RUET , CUET , AUST, AIUB, NSU, BARC, IUB, JSTU ,PSTU, NSTU er BSC er cheye definitely kom hobe na. Tokhon to medium o English thakbe ar writer o foreign thakbe. Tar por amader BSC korte total 10 years SSC+4 years Diploma+3 years BSC=17 years lage. Ar apnader total 10 years SSC+2 years HSC+4 years BSC=16 years lage. Amader 1 years beshi porte hoy. Shara world e Diploma 3 years , ar Bangladesh e 4 years and syllabus international standard. Age Bangladeshe o 3 years e chilo. Ekhon 4 years pore o ki amra second class pabo na? Answer me please.

Level 0

একজন ইনজিনিয়ারের সাথে hsc’র তুলনা যারা করে তাদেরকে গাধার সাথে তুলনা করলে খুব একটা ভুল হবেনা। একজন ইন্টার পাস করা ব্যাক্তি একজন ইনজিনিয়ারের কাজ কখনই করতে পারবে না। যার কাজ যেটা। আর পদ মর্যাদা কমানো আসলেই ঠিক হবেনা কারন ডিপ্লোমা ইনজিনিয়াররা দেশের প্রোকশলি খাতে উল্লেখ করার মত যথেষ্ট ভুমিকা রেখে আসছে এটা তো মানেন? সো তাদের মর্যাদা কপমানোর অধিকার কারো নাই। মোবাইল দিয়ে লিখায় বানান ভুল থাকতে পারে

4 year a sesh korte paren na keu ekjon bollo proti year 2/3 ta sub fail nishcit hoy tahole 3 year a kemne sesh korben.r akta kotha apnara 2 year a j intrrmidiet sesh koren ta inter er full Syllabus na sarangsho matro. r ei jonnoi ami ei kothagulo bolesi.2 year porar por apni inter exam dite parben

    Level 2

    @biplob.haque: @biplob.haque: fail sobar thakena,, eta ekta unfortunate bepar,, apni j hsc er kotha bolcen hsc te apnara koita subject poren,,,?? amra since arts commerce soho amader trad vittik sob boi porte hoi,, apnar kotha moto jodi sob boier details pora lagto tobe amaderto bsc thekeu better grade daua lagto,, ! so mr. bolar age ektu vebe kotha bolben plz,,

ariful tahole 6 months er course korun giye or public versity theke pore ashe ora second class job paina apnara ki oder cheye medhabi?enginner houar sokh thakle buet,ruet,cuet etc te jan.arai sera

    Level 2

    @biplob.haque: keno amraki baner jole vese asci,,? gov polytechnic er prai prottekta student A+ prapto,, r apni bar bar vul korsen,, amra buet,ruet er somoman hote caicina amra jst amader harano morjada fire caici, that’s all,,

Level 0

একজন ডিপ্লোমা ইনজিনিয়ার চার বছর শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ ইনজিনিয়ারিং বই পড়ে এছাড়াও অন্যান্য কমন জেনারেল বই গুলা পড়ে। তাহলে কোন গাধার বাচ্চা hsc এর পোলাদের সাথে ডিপ্লোমা ইনজিনিয়ারদের তুলনা করছেরে? বেটারা ভাল ভাবে কথা বলা হচ্চে পাছাই চুল্কানি হচ্ছে? বেক্কলের দল সব।

@moin 6 month e apnara ki physics chemistry poren tato bojhai jasse.vaire dui charta machine chalano /meramot korak enginner bole na.gulishtaner underground marcket er sobai mobile valo kore abar nokia care eo mobile enginner ase.kintu gulishtaner maker konodin jemon nokia care e chakri pabe na temoni diploma dharirao bsc er sathe tulonio hobe na

    Level 2

    @biplob.haque: @biplob.haque: apnito jobbor faltu lok,, oi mia apnake k bolece amra bsc somoman hote caici,, mia na bujhe khali fal paren,,

ha ratul saheb apnara sob e poren kintu ektu ektu kore.sob e janen but kom kom.apnar deploma life e joto chemistry boi porsen sobgulor sathe hsc er chemistry boi tulona kore dekhun tofat ta bujhte parben

    Level 2

    @biplob.haque: @biplob.haque: তুই শালা পুরাই ভুদাই। ভুদাই না হলে না বুঝে শুনে এত ভুদাই মার্কা কথা বলতিসনা।

Level 0

সকলের কমান্ডই পড়লাম অনেক জ্ঞানও আহরণ করলাম৤ তবে আমার মনে হয় এবার সরকারের একটু নড়েচড়ে বসা দরকার৤ কারণ আমার মনে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি একটু অবিচার করছে৤ তার কারণ হচ্ছে চার বছর পরার পর যদি কেউ ফেল করে তাহলে তাকে আবার শুরু থেকে পড়তে হবে৤ এটা কারও পক্ষেই সম্ভব নয়৤ তারপরও যদি কেউ পাশ করে বের হয় তাহলে তাকে যা দেওয়ার তাও দেবেনা৤ তাহলে চার বছর পরে কি লাভ? এর থেকে ইন্টার পাশ করে এক দুই বছরের কোর্স করাই ভাল৤

    Level 2

    @biplob.haque: tui akhono prothom alor news nia pore asis,,?? tui ki gu khas,,,? bujhisna sorkar nijeder dos dhama capa dauar jonne eisob bolce,,

Level 0

এই বিপ্লবের কি তার টার কাটা আছে? আমরা কখন বল্লাম যে আমাদের বি এস সি লেবেলের চাক্রি দিতে হবে? বিপলপকে গাধা মনে হচ্ছিলো এবার নিজেই প্রমানও দিয়ে দিলো। গাধার সাথে এতখন বক বক করছে সবাই।

Level 0

biplob is a ছাগু ফাইটার। প্রুভড

Level 0

আর বিপলব সাহেব মানুষ মাত্রই সব কিছু আস্তে আস্তেই শিখে। আপনার মত পন্ডিত না আমরা এটা মানছি। এবং আপনার মত মায়ের পেট থেকে সব শিখে আসতে পারিনি

Level 0

আমাদের প্রয়োজন যতটুকু আমদের কেমেস্ট্রি ফিজিক্স সিলেবাস তত টুকূই দেয়া। আপনাদের মত আমরা মেডিসিন কোম্পানির এস আর হই না যে কেমেস্ট্রিতে হাফেজ হতে হবে।

Level 0

আমেরিকা কে দেখেন চীন কে দেখেন এরা এত উন্নত কিভাবে? একবার আপনার ছাগু ব্রেইন দিয়ে ভেবে দেখবেন। এরা উন্নত কারন এরা প্রোকশল খাতকে সব থেকে বেশী গুরুত্ব দেয়। বাংলাদেশ ওদের কাছে ফকিরের সমতুল্ল একমাত্র আপনাদের মত ছাগু ফাইটারদের জন্য। সাপোস আপনাদের কথা মেনে নিলাম যে আমাদের যোগ্যতা অনুযায়ী সিলেবাস ছোট। তো এর সমাধান কিভাবে করতে হবে? আমাদের মান কমায় দিয়ে লেবেলে আন্তে হবে? গাধা কথাকার কেন সিলেবাস বড় করে দেক না তাহলেই তো হয়। আপনারা নিজেদের অনেক গানি ভাবেন? আসলে আপনারা সব থেকে বড় বোকা চোদা। আপনাদের মত বোকা চোদারা দেশ চালাই তাই বাংলাদেশ আজ ফকির। বিদেশের ভিক্ষা ছারা কিছুই করতে পারেনা।

Level 0

Shobai dekhen ei Einstein “biplob.haque” pore BSC tao abar english medium e. Or proti ta
reply e dekhen koto spelling bhul:
1. “marcket”
2. “intermidiet”
3. “physis”
4 . “chaptar”
5. ” politacnic”
6. “intrrmidiet

Je polytechnic spelling pare na tar sathe abar jukti kisher?
He is an asshole.

HSC এর student যারা বড় বড় বুলি ঝারতেছেন তাদের বলি৷ হুদাই চিল্লাস কেন তোরা ভাই৷ ডিপ্লোমারা BSC না করে প্রকৌশলী লিখতে চাচ্ছেনা৷ চাইতেছে ডিপ্লোমা প্রকৌশলী হিসেবেই থাকতে৷

Diploma Engineer ar dabi mane neasa. Kentu gari vangchur kora thik hoyne.

    Level 2

    @apon_adhora: না ভাংলে তো আমাদের দাবি সরকারের চোখেই পড়তোনা।

R বই???? ডিপ্লোমারা এপ্লাইড ম্যাথ,ফিজিক্স,রসায়ন,হিসাব বিজ্ঞান কম/বেশি পারে. HSC এর science er kojon হিসাব বিজ্ঞান পারে?? r commrce erkojon এপ্লাইড ম্যাথ,ফিজিক্স,রসায়ন পারে?? arts er কথা বাদ ই দিলাম. ভাল- খারাপ সব জাগাতেই থাকে. তার মানে এই না যে ডিপ্লোমাদের ছোট করে দেখবেন.

Level 0

@ Imran :P:P:P:D।

বিটিভিতে নিচ দিয়ে স্ক্রোলিং হচ্ছে biplob.haque নামের এক নিরিহ ইংলিচ মিতিয়ামের বি.এত.চি ইস্টুটেন্ত টেকটিউন্স নামের বাংলা ব্লগে গন ধর্ষনের শিকার হন!!!! এজন্য আমরা মর্মাআহত

ha ha ha ami ki kokhono bolesi j ami bsc porsi.jahok apnader dabi mone hoy mite gese.akhon kotha holo apnader jtuku morjada setuku mene cholen r ha developing country te apnader obodan onsikarjo.asha kori apnara sunam boye anben desh o jatir jonno.apnara koidin theke ja korlen tao kintu kora uchit hoini.nijeder manush kore gore tulun not only diploma engineer.

bluberry fasgi dabi korsi amak dhorshon korar ovijoge.aj theke omuk chottre fashir dabite sob polytechnic er students ra gari vangchur utshob palon korse

Level 2

শুধু মুখে দাবি মেনেছে । লিখিত ভাবে না দেউয়া পর্যন্ত আমারা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের এক হউয়ার আহব্বান জানাচ্ছি।

Level 2

শুধু মুখের কথাই আমরা আন্দোলন থেকে পিছু যাবনা। আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরেছে সেই রক্তের উপযুক্ত দাবি আদায় না করা পর্যন্ত আন্দোলন চলবে।

http://www.facebook.com/sun.rahman.33

Level 0

@biplob.haque আপনি বি এস সি তে পড়েন না? 😮 কিন্তু আপনার বুলি গুলা শুনে তো মনে হচ্ছিলো আপনি পি এইচ ডি করা কেও একজন। লেট মি গেস… ওহ আপনি তাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? অকে সরি ভাইয়া ভুল বুঝেছিলাম।

biplob.haque এখন কিন্তু স্পেলিং এর উপর খুব সতর্কতা অবলম্বন করছে… :p আমার মনে হয় সামনে ডিকশেনারি নিয়ে বসেছে টাইপ করতে :p

যাই হোক সরি বিপ্লব ভাই অনেক উলটা বাল্টা কথা বলে ফেলেছি… আপনার শেষের কথাটা ভাল লাগল। বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ।

একটা কথা মনে রাখবেন এই দেশকে উন্নত দেশে পরিনত করতে হলে টেকনলজি খাতে সব থেকে বেশী গুরুত্ব দিতে হবে। আজ যারা উন্নত দেশ তাদেরকে খেয়াল করে দেখুন তারা শুধু মাত্র টেকনলজির যোরে আজ এতটা উন্নত হয়েছে। যেমনঃ আমেরিকা, জাপান, চীন। জাপানে আমেরিকা পরমানু হামলা করে কি অবস্থায় করেছিল। তারপর তারা আবার আজ এই অবস্থানে ঊঠে আসতে পেরেছে একমাত্র টেকনোলজির যোরে। তাই ইঞ্জিনিয়ারদের কখনই ছোট করা উচিত না। আপনার অভিযোগ যেটা বলেছেন তারা নাকি কম বুঝে… ইঞ্জিনিয়াররা কম বুঝে তাহলে তার সমাধান যদি তাদের মান কমিয়ে দিয়ে করতে যান এটা হবে সব থেকে বড় বোকামু। সরকার তাদের পড়াশুনার মান ভাল করার জন্য কঠোর ব্যবস্থা নিলেই তো পারতো বা পারে… তারা যেন বিভিন্ন গবেষোনা মূলক কাজ করতে পারে সে ব্যবস্থা সরকার করে দিতে পারতো, ডিপ্লোমা পাশ করে সে যেন সহজে বি এস সি কমপ্লিট করতে পারে সে ব্যবস্থা করা উচিত। কেন তারা কম বুঝবে কারন কি? আর সবাই পারে তারা কেন পারবে না? এগুলা দেখা বাদ দিয়ে মান কমিয়ে দিতে চাচ্ছেন আপনারা। হাহাহা এটাই হচ্ছে উন্নত জাতির চিন্তা ভাবনা। বাংলাদেশ কেন উন্নত দেশ না এটার উত্তর এটাই যে বাংলাদেশের জনগন খারাপ শিক্ষিত মুর্খ+ দেশ পরিচালকতাই… যাই হোক অনেক কথা বলে ফেললাম। তাড়াতাড়ি লিখতে গিয়ে ঠিকভাবে বুঝিয়ে লিখতে পারলাম না।

    Level 0

    @BluBerry: @ BluBerry. Ha. Ha. Vi apnar kotha shune onek moja pailam. biplob.haque kintu aibar polytechnic spelling thik e likhse. Amar mone hoy tini HSC pass kore admission coaching kortesen.

Level 0

বাংলাদেশের মানুষদের মধ্যে একটা জিনিস খেয়াল করা যায়… আমরা নিজেদের অনেক জ্ঞানী ভাবী। কিন্তু আসলে আমরা মোটেও জ্ঞানী নই। এর প্রমান আমরা যদি জ্ঞানী জাতি হতাম তাহলে আমাদের দেশের অবস্থা এমন কেন? শুধু উচ্চ শিক্ষাই শিক্ষিত হলেই জ্ঞানী হওয়া যায়না। আমাদের দেশে যদি সত্যি জ্ঞানী মানুষ থাকত তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কম বুঝে বলে তাদের মান কমিয়ে দিতে চাইতো না। ব্যাপারটা সঠিক সমাধান ঠিকই বার করত। পড়াশুনার মান বাড়ানোর উদ্যোগ নিতো, কমানোর না।

সবাই পরাশুনা করে একটা ভাল সার্টিফিকেটের ই জন্য। সিলেবাসে কি আছে, কি শিখছে এটা এখানে কথা না। ৪ টা বছর ডিপ্লমা পরে যদি তার সার্টিফিকেট না দেয়া হয় তাহলেতো এটা এ্কটা মারাক্তক অন্যায়।
আমি BSC পরতেছি , আমাকে যদি শেষে ডিপ্লমার সার্টিফিকেট দে তো কি? চলবে ভাই?
আমারা কিছু বন্ধু HSC এর পর Math এ ভর্তি হয়েছিলাম, অনেকে অনার্স ছেড়ে ডিপ্লমা তে ভর্তি হয়েছে , ডিপ্লমাতে অনেক HSC পাশ করা ছাত্র আছে। তাহলে Diploma and HSC নিয়া কেন কথা বলছি। এখানে তো প্রাপ্য নিয়া কথা হবে only । পরাশুনা নিয়া ডিপ্লমার ছোট ভাইদের আমিও ক্ষাপাই তো কি হয়েছে। সার্টিফিকেট এর জন্যই লড়াই ভাই।
কি শিখলাম কি? শিখছি এটা কথা নয়, সবাই পরিক্ষা পাসের জন্য পরে, সার্টিফিকেট দরকার। কর্মক্ষেত্রের জন্য সবাই নিজেকে তৈরী করে নেবে।

Level 0

জেনারেল লাইনে যেমন ভাল ছাত্র খারাপ ছাত্র উভয় আছে। তাই বলে কিন্তু আমরা খারাপ ছাত্ররা কম বুঝে বলে ভাল ছাত্রদের এটা বলিনা যে তোরা কম বুঝিস।

তেমনি ইঞ্জিনিয়ারিং লাইনেও খারাপ ছাত্র ভাল ছাত্র উভয় আছে।

আর মানুষকে কখনই ছোট করে দেখবেন না। হোক না কেন সে অশিক্ষিত মুর্খ। হইতো সেই অশিক্ষিতোর মাঝেই এমন কিছু আছে যা অনেক বড় শিক্ষিতদের মধ্যেও থাকেনা। যেমনঃ Thomas Alva Edison. সে যদি না থাকতো তাহলে আজ আমাদেরকে হয়তো অন্ধকারে থাকতে হতো। তার জীবনি পড়ে নিবেন লিঙ্ক দিলাম।
http://memory.loc.gov/ammem/edhtml/edbio.html

Diploma Engineering 14 years age 3 years course cilo saita 4 years kora hoisilo kano kau ke janen????????????????????

Level New

এই পেজের সব কমেন্ট পড়লাম । এ তো সাব্জেক্ট বিহীন কথা পড়ে সাধারন মানুষ অনেক বিভ্রান্তির শিকার হবে । আমার পরিচয় আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ছি । বাকি পরিচয় ফেজবুক এ পাবেন । “আশা ছিল ডিপ্লোমা ENGINEER হব”—- এই টাই তো সাব্জেক্ট না কি ?????
আমাদের আন্দোলন চলছে । পোস্ট লেখকের ইচ্ছা সার্থক হবেই ইনশাআল্লাহ
১। ডিপ্লোমা ENGINEER হবেন
২। ডিপ্লোমা ENGINEER হয়ে আমরা কাজের যোগ্যতা মত চাকরি নিয়ে বাকি পড়াশুনা করতে পারবো
৩। আপনার যোগ্যতা মত সম্মান পাবেন
৪।আপনার যোগ্যতা মত বেতন পাবেন
এই জিনিস গুলা চাওয়া অন্যায় নয় তাই না ।
এই চাওয়া গুলা কেন দরকার
১। ডিপ্লোমা ENGINEER হয়ে প্রফেশনাল কাজ শুরু করতে পারা
২। ডিপ্লোমা ENGINEER তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী জব করে বাকি পড়াশুনার খরচ চালানো । কারন ডিপ্লোমা ENGINEERING একটা স্বয়ং সম্পুরনো সারটিফিকেট যার পরে আপনি আপনার সাবজেক্ট এর পছন্দের জবে খুজতে পারবেন ।
৩। ডিপ্লোমা ENGINEER তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী স্কিল বাড়ানো ।
৪। সব শেষে নিজের প্রতিষ্ঠান বানানো ।

এস এস সি আর ডিপ্লোমা ENGINEER নিয়ে বহুত কথা দেখলাম এই পেজে । ২ টা ২ দিক এই টা যে বুঝে না তারা কেন মন্তব্য করে ?? এরকম ১০০+ সাব্জেক্ট আছে যা নিয়ে আজীবন বিতর্ক করলে ও সমাধান পাবেন না । উদাঃ সাইন্স – কমার্স , ইঞ্জিনিয়ার- ডাক্তার , ঢাকা ভার্সিটি – বিদেশে পড়াশুনা ব্লা ব্লা । এগুলা নিয়ে চা এর আড্ডা তে তর্ক করা যায় কিন্তু বাস্তবতায় নিজের চয়েজ আসল । তাই যার যেখানে ইচ্ছা পড়েন । আমাদের আমাদের মত থাকতেদেন । আমাদের যে যোগ্যতা থাকার দরকার তা সরকার দিয়ে দিলে আর এগুলা নিয়ে প্রব্লেম হবে না । 🙂

অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।

এবছরের পলিটেকনিক এডমিশনের জন্য আবেদন করার জন্য এখানে দেখুন
Polytechnic admission