শ্যামলী পরিবহন থেকে সাবধান(আজকে আমি অপমানিত)

আজকের ঘটনা, ঈদ এ বাড়ি যাব তাই অগ্রিম টিকেট কাটতে গিয়েছিলাম খাজা সুপার মার্কেট,কল্লানপুরের শ্যামলী কাউনটার এ গিয়ে কাউনটার এর ম্যানেজার কে বললাম রংপুরের টিকেট হবে ২০ তারিখের উনি বললেন বসেন আমি প্রায় ২০ মিনিট ধরে বসে থাকার পর বললাম ভাই আর কতক্ষন থাকব উনি টিকেট বের করে আমাকে ডাকলেন আমি গেলাম বললেন ৪৫০ টাকা দেন আমার একটু সন্দেহ হল যে এত কম ভাড়া,আমি বললাম আমি রংপুরের টিকেট চাই উনি আমাকে পাগল সাব্যস্ত করলেন এবং যাতা ভাসায় গালি গালাজ শুরু করলেন আর বলতে লাগলেন তুই জানিস না এখানে শুধু রাজশাহীর টিকেট দেয়া হয় আমি বললাম আমি তো আপনাকে আগেই বললাম রংপুরের টিকেট হবে আপনি বসতে বললেন আমি পাগল না আপনারই কানে সমস্যা আছে উনি চিৎকার করে বললেন এই খান...র পোলারে ধরতরে বলে ৩ জন মিলে আমাকে ধরে ধাক্কা ধাক্কি এবং এক পর্যায়ে মারলেন আমি একা কিছুই করতে পারলাম না এবং আমি জিবনে মারামারি করিনি তাই সহজে মানুষের গায়ে হাত তুলতে পারি না এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে গেল আমার কাছে শুনতে চাইল কি ঘটনা সেই মুহূর্তে এক জন লোক আমার হাত ধরে পাশের কাউনটার এ টেনে নিয়ে গিয়ে সান্তনা মুলক বলল আপনি শুধু দেখেন ৩দিনের মধ্যে আমি ওর কি অবস্থা করি ও এর আগেও অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওনার নাম জিজ্ঞেস করলাম ইনি বললেন আলাল,আপনি টিকেট নেন আমি দিচ্ছি আমি বললাম না ভাই আমি আর জিবনেও শ্যামলী পরিবহন এ যাতায়াত করবো না আমি সাথে সাথে আমার পুরনো দিনের টিকেট বের করে শ্যামলী পরিবহন এর হেড অফিস এ অভিযোগ করলাম ০২৯১২৪১৩৯ নাম্বারে ওনারা সব ঘটনা শুনে আমার ফোন নাম্বার নিলেন নিয়ে বললেন ঠিক আছে আমরা দেখছি আমার ভীষণ মন খারাপ techtunes আর আপনারা ছাড়া এই মুহূর্তে আর কাকে বলব এই দুঃখের কথা, আপনাদের কারো যদি খারাপ লেগে থাকে আপনারাই বলুন এর বিরুদ্ধে আমাদের মত সাধারন যাত্রীরা কি করবে এই বিষয়ে আমাদের সরকারের কোন ভুমিকাই নেই ওরা ইচ্ছা মত ভাড়া বাড়াচ্ছে আমার মত কত সাধারন মানুষ কে নির্যাতন করছে, অপমান করছে,মারছে,চুরি, ছিনতাই করছে এই ঈদ এ হাজার হাজার ঘর মুখি মানুষ যে কত প্রকার ঘটনার সম্মুখিন হচ্ছে তা দেখার কেউ কি নেই?সরকারের কি উচিৎ নয় সাধারন মানুষ যাতে দুর্ভোগে না পরে বিপদে না পরে তার নিরাপত্তার ব্যবস্থা করা (ক্ষমা করবেন কারন এটা কোন টেকনোলজি বিষয়ের টিউন নয়)

Level 0

আমি nirob। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিকই বলেছেন ভাই শ্যামলীর কাউন্টার এর লোকরা আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে। আসলে আজকাল কোন পরিবহনের কাউন্টারের লোকেরাই ভাল না। এদের কাছ থেকে ভাল ব্যবহার আশা করা জায় না।

Level 0

আসুন রংপুর বাসী ,সকলে মিলে শ্যামলী পরিবহন বয়কট করি ।

এটি একটি টেকটিউন না হলেও সচেতনতা মুলক, ঢাকার বর্তমান অবস্থা যা তাতে শুধ টেকি হলেই হবেনা ভীষন মাত্রায় সচেতন হওয়া প্রয়োজন। আপনার মন ভালো হওয়ার জন্য কিছু কথা বলছি, যদিও এই ট্রমা কাটতে আপনার কয়েক সপ্তাহ লাগবে । আল্লাহ আপনার সহায় হোন।

দেখুন যেকোন ঘটনা থেকে পজিটিভ দিকটা দেখার চেষ্টা করুন আর শিক্ষা নিন। অন্তত একটু তো হলো আপনি খারাপ একটি পরিবহনকে জানতে পেরেছেন, যার জন্য আপনাকে অবশ্য মূল্য দিতে হয়েছে। কিন্তু এই মূল্য থেকে আপনার যে মূল্যবোধ হলো সেটা কিন্তু অনেক দামি।

বর্তমানে আমি অনেক ধৈর্যশীল, সহজে রাগিনা, দেখছি বেশভালো আছি। আপনি যদি মুসলিম ভাই হোন রাস্তায় বের হবার সময় ঘর থেকেই বলবেন আল্লাহ আপনি আমাকে পথেঘাটে নিরাপদে রাখুন আর ইজ্জত রক্ষা করুন। নিরাপদে বাড়ীতে ফিরিয়ে আনুন। অথবা যে ধর্মের ই হোন আপন সৃষ্টি কর্তাকে স্মরন করুন।

আমার ব্যক্তিগত অভিঞ্জতা, আমি জীবনে ২ বার শ্যামলীতে বগুড়া গেছি, সেটাও একবার তাড়া ছিলো আর অন্যবার টিকেট না পেয়ে। শ্যামলীর সুনাম আছে আপনি যদি জলদি কোথাও যেতে চান তো শ্যামলীতে যান কেননা তারা এত দ্রুত গাড়ী চালায় আর নিয়ম ভংগ করে যে অতি দ্রুত ৩/৪ টা দুর্ঘটনা ঘটিয়ে গন্তব্যে দ্রুত চলে যায়।

আমি সাধারন যাত্রী, এসআর পরিবহনের মালিক নই, তদুপুরি বলতে পারি উত্তর বংগের শ্রেষ্ঠ পরিবহন। সুপারভাইজার ভাইরা শিক্ষিত, আমি ভীষন প্রসংশা করি এদের এবং সবসময় এসআর এই যাতায়াত করি।

হাসুন, মন খারাপ করে কি করবেন? আপনার বিষয়টি বুঝতে পারছি, আমার সাথে একবার এমন হয়েছিলো গুলিস্থানে, ৩০০ টাকা নিয়ে পকেটে একটি নষ্ট ঘড়ি দিয়েছিলো, আল্লাহর রহমত সংগে সংগে পকেটে হাত দেইনি, যারা তক্ষনি পকেটে হাত দেয় তারা সাথে সাথে মাইর খায়। আমি বিষয়টা জানতে পারি বাড়ী ফেরার পর।

vai sob bus er lokerai kangal ar tokai theke e porjae ashse kajei tader kas theke valo behave expect kora jai na

jodio ei dhoroner post techtunes er jonno onupojogi, tarporew apnar ghotona shune ami shotti dukkhito. kono shovvo shomaje ki egula hota pare!! beshirvag counterer lokgulai eirokom bejat!!!

আমি আপনার কথা শুনে হতবাক !! যাত্রীদের সাথে এরকম ব্যাবহার করার স্পর্ধা পায় কোথা থেকে ?

Bai ticket katte giye onek oniom onek durvoger kotha sunci. But mair khaite hoi eita aji prothom sunlam. Amader e esob bodlate hobe na hole desh bodlabe kivabe?

Level New

No tension? It’s a common problem in our country!

Level 0

ভাই ঘটনা টা শুনে খুব খারাপ লাগল ।। এগুলাও দেখবেন এইভাবেই মার খাবে সেই রকম মানুষের পাল্লায় পরলে ।।

বয়াদপি মাপ করবেন । আমার এখন ইচ্ছা হচ্ছে হালার পুত রে গিয়া দোলাই দি !

SALA RA EID ALAE E DANDAMI SORO KORA.TARA MONA KORA PUBLIC AR SOB TAKA POYSA BOJI,ODAR BAP DADAR SOMPOD.

শুনে খুব খারাপ লাগলো , খুব কষ্ট পেলাম

আমি শ্যামলী তে নিয়মিত আপনার এই ঘটনা জানার পর এখন শ্যামলী তে আর যাব না থিক করলাম। এরা যাত্রীসেবা নামে এরকম ব্যবহার করার সাহস পায় কোথায়।

ভাইয়া এখন সরকার বদল হলেই আগের সব লোক চাটাই করে সরকার দলীয় ক্যাডারদের নিয়োগ দেয়া হয়। আমার বাসার কাছাকাছি বাসস্ট্যান্ড, দেখলাম সরকার বদল হওয়া মাত্রই সবগুলো কাউন্টারের আগের লোক সবাইকে বের করে দিয়ে নতুন সরকারের ক্যাডাররাই সার্ভিস দিচ্ছে। যারা সারা জীবন ক্যাডারি করে বেড়ায় তারা কেমন যাত্রী সেবা দিবে তাতো আন্দাজই করা যায়।

oy manager ar kopal ta valo je oo amar shate amon kore nay,afsos lagtese shune,jodi amar shate amon korto tahole or counter tow ase e,shate or gayeo caroshin mere agun dhoriye ditam..Uff ghotona ta shune hat ta kemon jani issh pissh kortese. 🙁

এ জাতীয় পাবলিকদের কে -ই- গণ দোলায় দেয়া দরকার না হয় সামান্য একটা কাউনটার এর কর্মরত ব্যক্তি কি ভাবে এমন কাজটা করতে পারে !!!!! হায়রে বাংলাদেশের মানুষ

আজকাল ন্যায় অন্যায় কি তা যেন একেবারে ভুলে গেছি । আসলেই আপনার সাথে বাস কাউন্টার এর লোকের ব্যবহার খুবই খারাপ করেছে।

সত্তি ভাই, দু:খ জনক ব্যাপার। শুনে খুব খারাপ লাগল, শুধু বাস কাউন্টারে নয়, সুতার দোকান হতে সোনার দোকান সব খানেই এই রকম ব্যবহার। আসলে এরা যে কোন ধরনের মানুষ তা শুধু আল্লাহ ই জানেন।

Level 0

vi amar sata kharap behave korcha, amaka ticket katanor por 1 houres por bolcha vi busti chola gasa

ভাই শুধু কি শ্যামলী, আজ উত্তরা থেকে আশাদ গেট আসতেছিলাম ২৭এ নাম্বার বাস এ । ২জন স্টুডেন্ট এর সাতে ভারা নিয়ে এমন খারাপ ব্যাবহার করল বাস এর হেল্পার শেষে তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দিলো বিজয় সারণীতে। আসলে আমাদের সকলের উচিৎ এদের বিরুধে প্রতিবাদ করা।

bodle jao bodle daw……………… Stand Against the Illegal work…

কোন শালা ভাই এটা? খালি নামটা বলেন, এর চৌদ্দগুষ্টির বারোটা বাজামু! এমন মাইর দিমু না, হালায় নিজের বাপ নাম মনে করতে পারবে না। এমনিতেই, আমি মার্শাল আর্ট শিখছি 😀

Level New

আমি ঘটনা শুনে মর্মাহত।

Level 0

যাত্রীদের সাথে এ কেমন আচরন। যাত্রীরা কি বিনা টাকায় বাসে উঠে? বাস এর লোকেরা কি মাঙনা গাড়ীতে তোলে? আমার মনে হয় এখনি এই অভিযোগ যোগাযোগ মন্ত্রী বরাবর প্রেরন করা উচিত। আজ না ঠেকালে আগামীতে আরো যাত্রীর সাথে এ ধরনের আচরন তারা করবে।

Level 0

ভাই দলীয় ক্যাডার বলেন আর কোন হেডমের চেট ই হোক, আজ আপনার মত সরল মানুষের কপালে পরছে বলে বেচে গেছে। একদিন না একদিন এমন একজনের হাতে পরবে, বাপের নাম ভুলে যাবে। চোরের ১০ দিন গ্রিহস্তের ১ দিন। ধরা সালায় খাইব। ভুলে জাবেন না, উপরে মহান আল্লাহ তা’আলা আছেন। সে সব দেখে সব শোনে।

এটা শুধু শ্যামলী পরিবহন নয়। সারা বাংলাদেশের চিত্র এটা। পরিবহন শ্রমিক নামের সন্ত্রাস বাহিনীর হাতে ভদ্র যাত্রী সমাজ আতঙ্কিত। না কিছু বলা যায়ম, না সহ্য করা যায়। এদের বিরুদ্ধে কথা বললেও মান খুয়াতে হয় আর না বললেও। অপরদিকে তাদের সাহসের কারন হলো স্বার্থলোভী রাজনৈতিক চরিত্র, যারা পরিবহন সেক্টর থেকে বিপুল পরিমান উৎকোচ নিয়ে শ্রমিকদের সাহস এতটা বাড়িয়ে তুলেছেন।

Level 0

খুব খারাপ লাগল

নীরব ভাই ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো। আপনার আরও অনেক অনেক বেশি খারাপ লাগবে এটাই স্বাভাবিক। তবে আপনাকে বলবো আপনি কেন শুধু শুধু মন খারাপ করবেন ? আপনারতো কোন দোষ ছিল না। ওই বেটা তার অন্যায়ের শাস্তি অবশ্যই পাবে। মাঝখান থেকে আপনি কেন এইরকম একটা লোকের ব্যাবহারে নিজে নিজে কষ্ট পাবেন ? একদম ভুলে জান ঘটনাটা। ভালো থাকবেন।

Level 2

Rangpur Bashi Hishebay , Bisoy Ta Ami Bangladesh Motor Malik Somiti Porjontto Dibo Inshallah ! They Must take actoin on This Matter ! 🙁 🙁

Level 0

নিরব ভাই আমার সাথে একদিন চলেন ব্যাটারে মাইর দিয়া আসি…আর ভাই মন খারাপ কইরেন না কারন খারাপ মানুষ অনেক দিন বাচলেও বেশী দিন ভালো থাকেনা ।

যদি কেউ সেবার নামে যদি দুর্নিতি করে, তাহলে তো তিনি মানুষ নন……………….

আমি শ্যামলী তে আর যাব না থিক করলাম। এরা যাত্রীসেবা নামে এরকম ব্যবহার করার সাহস পায় কোথায়।

আসুন সকলে মিলে শ্যামলী পরিবহন বয়কট করি ।

Level 0

চলুন উত্তর বংগের সকলে শ্যামলী পরিবহন বয়কট করি ।

Level New

ki korben bolen… Bangalira aj zekhane sekhane oniyom kore etai niyom hoye dariyeche. Ei dukkho rakahar ba dhakar kono upay jana nei mar o . Kichu din age deshe esechilam. Ek khalato choto adorer bon k niye Shishu Park gelam sekhane dekhlam oniyom. Lokjon line venge dhukche. Ek lok line er majhkhan a dhukte gelo ami bollam “Ei vai ki koren? Plz line dhoren, unar sathe ekta may o chilo” zai hok uni amak j dialogue marlen ta banglider majhe ekta oti common dialogue. uni bollne “Tui amak chinos? Tui chinosa amaray? ” Bangalira ei dialogue ta eto easily boley j sune money hoy uni khub e porichito ek bakti hoytoba president er chele .. unak sobai chine but ami chinina.. tai ami vul korey unak ei kotha bole felechi. R o bollo “karo somossa nai tor ki somossa? R sathe thaka mayti tar ei kotha suney etoi moja pelo j tar hasi jano r thamena.. Se ki hasi unar…” Tara j dujonei ovodro family er cilo tate knoi sondeho nai Kichu bolte parini lokta k karon tara chilo 4/5 jon er group r ami chilam eka r sathe chilo 8 bochorer ek choto bon. Sedin okhan theke montai kharap hoye gelo.. Ei ghotonar kotha bollam karom bangalira jene suney oniom kore .. Puro desei ei rokom oniyom. Praay 2 bochor dhorey USA thaki Software Engineer er job kori… Kintu USA te ami kokhn o kono bidesi k dekhlam na karo sathe ei rokom ovodro babohar korte. Ora j koto vodro r sovvo jati ta na dekhle bujhte parben na. Ei jonnoi aj ora kothay r amra kothay… Chokh diye amar pani ase. … Onek din por dese esechilam r choto bontao zed dhorlo j Shishu Park zabo… Hoyto wonderland ba Fantasy Kingdom ei zete partam nijer gari chaliye.. kintu sedin amar o chotobelar kotay mon a porlo .. koto giyechi okhane babar sathe, aj baba beche nei. Chotobelay chotobelar smriti amak nostaljik kore tulecilo sedin. Tai choto bon ta k niye Shishu Park ei rowna diyesilam. Kintu firlam ek tikto oviggota niye. Nirob vai ekta kotah money rakhben bangali jati zoto porznto na vodrota sikhbe toto porznto apni r amar moto manusder kosto peye osohay er moto tectunes er mto site ei sei dukkhota prokash korte hobe. Ami o bangali r e jonnoi amar lojjata besi. karon sotto kotha holo bideshi ra mader murkho , osikkhito, ovodro r bisser ek number durnitibaj chor zatti bolei jane. Ji vai amar comment pore zarai amar ei kotahatar birodhita koren na kan ami kno palta zobab dibo na. karon sotto etai… R eta pani r ami amra sobai valo jani.. Ekta line bole ses kori “Amra etoi niche neme gechi j Aj amader lojja dhakar chador tuku o r oboshisto nei”

Level 3

Salara khub kharap. Manuser durbolotar sujog neya sujoger sadbebohar kore? Post ti pore gayer rokto groom hoye gelo.

Sad, Very Sad

Sad Story 🙁

khub e kosto onubhob korchi bhaia , amra kee kori ? ke amader save korbe ? keu kee nei eder onnay ke protirodh korar ?

Sorry 4 You brother 🙁

Level 0

https://www.techtunes.io/reports/tune-id/157569 amar post keno pending kora holo?

ভাই আমি নিজেও অপমানিত হয়েছিলাম, সাম্প্রতিক টিউনও করেছি । https://www.techtunes.io/reports/tune-id/157304 ঘটনাটি পড়ে দেখতে পারেন ।

only boycott korle hobe na, oder dhore mair dite hobe. eivabe boycott korata simple shasti hoye jai.

Level 0

আমাদের সকল কে এক সাথে এই শ্যামলী পরিবহন বয়কট করা দরকার । আল্লাহ যদি বড় কোন বিপদে না ফেলে তা হলে আমি তো উঠবনা।

nirob vai ami apnar ghotonay mormohoto .apnar ghoto nay khub kharap laglo , apnar dukher vagidar hoyar jonno samoli ke porihar korlam . aj theke samoli base konodin chorbo na .

শুনে খুব খারাপ লাগলো , খুব কষ্ট পেলাম