আজকের ঘটনা, ঈদ এ বাড়ি যাব তাই অগ্রিম টিকেট কাটতে গিয়েছিলাম খাজা সুপার মার্কেট,কল্লানপুরের শ্যামলী কাউনটার এ গিয়ে কাউনটার এর ম্যানেজার কে বললাম রংপুরের টিকেট হবে ২০ তারিখের উনি বললেন বসেন আমি প্রায় ২০ মিনিট ধরে বসে থাকার পর বললাম ভাই আর কতক্ষন থাকব উনি টিকেট বের করে আমাকে ডাকলেন আমি গেলাম বললেন ৪৫০ টাকা দেন আমার একটু সন্দেহ হল যে এত কম ভাড়া,আমি বললাম আমি রংপুরের টিকেট চাই উনি আমাকে পাগল সাব্যস্ত করলেন এবং যাতা ভাসায় গালি গালাজ শুরু করলেন আর বলতে লাগলেন তুই জানিস না এখানে শুধু রাজশাহীর টিকেট দেয়া হয় আমি বললাম আমি তো আপনাকে আগেই বললাম রংপুরের টিকেট হবে আপনি বসতে বললেন আমি পাগল না আপনারই কানে সমস্যা আছে উনি চিৎকার করে বললেন এই খান...র পোলারে ধরতরে বলে ৩ জন মিলে আমাকে ধরে ধাক্কা ধাক্কি এবং এক পর্যায়ে মারলেন আমি একা কিছুই করতে পারলাম না এবং আমি জিবনে মারামারি করিনি তাই সহজে মানুষের গায়ে হাত তুলতে পারি না এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে গেল আমার কাছে শুনতে চাইল কি ঘটনা সেই মুহূর্তে এক জন লোক আমার হাত ধরে পাশের কাউনটার এ টেনে নিয়ে গিয়ে সান্তনা মুলক বলল আপনি শুধু দেখেন ৩দিনের মধ্যে আমি ওর কি অবস্থা করি ও এর আগেও অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওনার নাম জিজ্ঞেস করলাম ইনি বললেন আলাল,আপনি টিকেট নেন আমি দিচ্ছি আমি বললাম না ভাই আমি আর জিবনেও শ্যামলী পরিবহন এ যাতায়াত করবো না আমি সাথে সাথে আমার পুরনো দিনের টিকেট বের করে শ্যামলী পরিবহন এর হেড অফিস এ অভিযোগ করলাম ০২৯১২৪১৩৯ নাম্বারে ওনারা সব ঘটনা শুনে আমার ফোন নাম্বার নিলেন নিয়ে বললেন ঠিক আছে আমরা দেখছি আমার ভীষণ মন খারাপ techtunes আর আপনারা ছাড়া এই মুহূর্তে আর কাকে বলব এই দুঃখের কথা, আপনাদের কারো যদি খারাপ লেগে থাকে আপনারাই বলুন এর বিরুদ্ধে আমাদের মত সাধারন যাত্রীরা কি করবে এই বিষয়ে আমাদের সরকারের কোন ভুমিকাই নেই ওরা ইচ্ছা মত ভাড়া বাড়াচ্ছে আমার মত কত সাধারন মানুষ কে নির্যাতন করছে, অপমান করছে,মারছে,চুরি, ছিনতাই করছে এই ঈদ এ হাজার হাজার ঘর মুখি মানুষ যে কত প্রকার ঘটনার সম্মুখিন হচ্ছে তা দেখার কেউ কি নেই?সরকারের কি উচিৎ নয় সাধারন মানুষ যাতে দুর্ভোগে না পরে বিপদে না পরে তার নিরাপত্তার ব্যবস্থা করা (ক্ষমা করবেন কারন এটা কোন টেকনোলজি বিষয়ের টিউন নয়)
আমি nirob। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিকই বলেছেন ভাই শ্যামলীর কাউন্টার এর লোকরা আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে। আসলে আজকাল কোন পরিবহনের কাউন্টারের লোকেরাই ভাল না। এদের কাছ থেকে ভাল ব্যবহার আশা করা জায় না।