মাইকেল জ্যাকসনের নামে ওয়েবসাইট তৈরি করে কপিরাইট লঙ্ঘন করছেন হাওয়ার্ড ম্যান। এ থেকে তিনি অবৈধ মুনাফা অর্জন করছেন।
এ কারণে হাওয়ার্ড ম্যানের অধীনে থাকা মাইকেল জ্যাকসনের দুটি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হলো। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালত এক রায়ে এ নির্দেশ দেন। খবর ওয়াশিংটন পোস্টের।
বিভিন্ন বিখ্যাত ব্যক্তির স্মৃতিচিহ্ন নিয়ে কাজ করা হাওয়ার্ড ম্যান প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের নাম ব্যবহার করে চালু করেছিলেন দুটি ওয়েবসাইট। michaeljacksonsecretvault.com ও MJgives.com নামে চালু করা এ দুটি ওয়েবসাইট সাবেক তারকার মেধাস্বত্ব লঙ্ঘন করেছে বলে রায় দেন আদালত।
এ বিষয়ে বিচারক দিয়ান প্রেজারসন রায়ে বলেন, মাইকেল জ্যাকসনের নামে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট চালুর মাধ্যমে সেখান থেকে মুনাফা করতে চেয়েছিলেন তিনি। তার নাম ও নামের আদ্যক্ষর এ কারণেই তিনি ব্যবহার করেছেন। তার দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
মাইকেল জ্যাকসন মারা যাওয়ার ১৮ মাস পর গত বছরের ১১ জানুয়ারি তার সম্পত্তির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিরা এ মামলা করেন। বিখ্যাত এ পপতারকার গান ও ছবির কপিরাইট এবং অন্যান্য বিষয় দেখাশোনা করেন তারা।
আদালতের রায়ের পর হাওয়ার্ড ম্যানের দুটি ওয়েবসাইটই বন্ধ করে দেয়া হয়।
আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর কত চলবে এগুলো…?