কি লিখব খুজে বুঝে পাচ্ছি না। তাই প্রথম পোস্টে নিজের কিছু কথাই বলি ।
টেকটিউনসে আমি নতুন। আজ খেয়ালি টিউনার এর ব্লগ লাইফ শুরু হল। অনেক দিন লিখব লিখব করে লিখা হয় না। তবে আজ সাহস করে আইডি খুললাম । ৩০ মিনিট আগে ও ভাবি নাই আমি এখনে ব্লগ লিখব ।
তবে যে ভাবে হোক আমি আমার প্রথম পোস্ট লিখচ্ছি।আমার এত সাধের লেখা আপনাদের বিরক্ত করছে নাকি । বিরক্ত হন আর নাই হন আপনি কষ্ট করে দুলাইন পড়েছেন । সেটাই বা কম কিসে ।
অনেক কথা বলার ছিল ,থাকবে ও আজীবন কারন আজ যে বন্ধন তৈরি হল আপনার আমার সেটা আমাদের সম্পর্ক অটুট রাখবে অনন্ত কাল। আমরা টিউনাররা এক সুরে গাইব ।
বিভিন্ন ব্লগে ঘুরাফিরা করা অভ্যাসে দাঁড়িয়েছে। তখন থেকে এই ভাবাটা আকাঙ্খা হয়ে দাঁড়িয়েছে। টেক্সট বইয়ে মন নাই , ফেসবুক বোরিং আর টেকনিকালি আমি অলস।ব্ লগ লেখা আমার জন্য আদর্শ কাজ নাকি বলতে পারছি না। তবে আশা করি আমার আলতু ফালতু পোস্ট করে আপনাদের নিয়মিত বিরক্ত করেবে।মানে আপনাদের বিরক্ত হওয়ার বোধ সতেজ করবে। হয়ত শাস ভাই আমার পোস্ট পড়ে বিরক্ত হবার ১০১ উপায় রিআরেঞ্জ করবেন ।
আর কি লিখব ?এত ছোট পোস্ট অপলোড দিলে দেখতে ভাল লাগে না । এবার বলি এখানে লিখছি কেন অন্য কথাও কেন নয়। আসল কথা হল জানি না । তবে কয় একটা বিষয় কারন হিসেবে দাড় করানো যায়। প্রথমত টেকতিউনস এ আমার আনা গোনা বেশি । দ্বিতীয়ত পৃথিবীর সবচেয়ে বড় ইউনিকোড বেজড ওয়েবসাইট । তৃতীয়ত টিউনাররা খুব ভাল ।আশা করি পাম গুল আপনারা বুঝতে পারেন । তবে গুগল যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সেটা বলতে নতুন করে বলা লাগে না।
একটা পোস্ট পরছিলাম অনেক আগে তাতে বলা ছিল পোস্ট এ যেন অন্তত একটা ভাল পিকচার থাকে আউল ফাউল পোস্টের জন্য জুতসই পিকচার পাওয়া মুশকিল । যাই হোক আপলোড দিলাম একটা সুন্দর পিকচার (বিনা শর্তে)। ডাউনলোড নিতে পারেন ।
নিকোণ এর অ্যাড দিলাম ।খুব সুন্দর ক্যামেরা এটা ক্লিক দিলেই ছবি ঊঠে ।
টাগের হাত থেকে নিরীহ টিউনারদের মুক্তিদেন।হাতের ডাণ পাশের পোষ্ট ট্যাগ অপশন না দেখলে আমার ব্লগার হওয়া মাটি হইত।
ও একটা বড় বিষয় মনেপড়ছে...............আমাকে ফে স বু কে এই লিঙ্কে পাবেন ।দোয়া করবেন যেন আগামি পোস্ট করার আগপ্রজন্ত যেন বেঁচে থাকি ।
ভবিষ্যৎ সাথে নিয়ে বিদায় দেন ।
আল্লাহহাপেয
আমি খেয়ালি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.facebook.com/disgruntledtuner
ভবঘুরে লেখা বার্তার স্থান টেকটিউনস অবশ্যই নয় .
তথ্য প্রযুক্তি টেকনোলোজি নির্ভর আরো সুন্দর সুন্দর টিউন করার প্রতাশা থাকলো.
টেকটিউনসে টিউন করা শিখতে এখানে ক্লিক করুন। >https://www.techtunes.io/review/tune-id/43637#learn-to-tune