অসহায় ঝণ্টূকে বাঁচাতে এগিয়ে আসুন

এটি একটি নন টেকি মানবিক পোস্ট, এডমিন কে রিকোয়েস্ট পোস্ট টি মুছে না দিয়ে একটি মাস প্রথম পাতায় রেখে টেক টিউনস পরিবারের কাছে মানবিক আবেদন টি তুলে ধরতে। টেক টিউনস এর সহায়তায় হয়তো রক্ষা পেতে পারে একটি প্রান।

ঝনটু, পেশায় নাপিত। দুরারোগ্য কান্সারে আক্রান্ত।বেয়বহুল এই রোগের চিকিতসা ঝনটুর মত একজন অতি সাধারন মানুষের নাগালের অনেক অনেক  বাহিরে। ধার দেনা করে এই কঠিন পথ পারি দেবার চেষ্টা করছে অসুস্ত মানুষ টি আর তার পরিবার। ঝনটুর বড় ছেলে জনি (১৭)  পিতৃ পেশায় নিয়োজিত। আজ কঠিন বাস্তবতা এই ছেলেটিকে জটিল পরিস্তিতির মুখে দার করিয়েছে।

ঝনটুর চিকিৎসা চলছে মহাখালি ক্যান্সার হাসপাতালে। ৫ লাখ টাকার অধিক খরচ হয়েছে এখন পর্যন্ত। যার প্রায় পুরোটাই ঋণ। আরও অনেক টাকা প্রয়োজন থেরাপি চালিয়ে যাবার জন্য। যা চালিয়ে যেতে না পারলে ডাক্তার দের আশঙ্কা ২ মাসের বেশী বাঁচানো যাবেনা ঝনটুকে। চিকিৎসা চালিয়ে যেতে পারলে স্বাভাবিক জীবনটুকু ফিরে পেতে পারে এই অসহায় অসম্ভব ভালো মানুষটি।

যারা ঝনটুর পাশে দাঁড়াতে চান প্লিজ সাহায্য পাঠান  ঝনটুর স্ত্রীর একাউনটে। আর কিশরগঞ্জের অধিবাসীরা ঝনটুর ছেলে জনির (০১৯১৩৫৫৮১৮৪) সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ।  জনির সেলুন কিশোরগঞ্জ পুরাতন STADIUM এর  সামনে  শোমা  হেয়ার কাটিং সেলুন।   

আসুন আমরা এঈ অসহায় মানুষটির পাশে দাড়াই

ঝনটুর স্ত্রীর একাউনট –

সরস্বতী রানী বিশ্বাস

সঞ্চয়ী হিসাব নং- ১৬৬০২

ইসলামী ব্যাংক লিমিটেড

কিশোরগঞ্জ শাখা

কিশোরগঞ্জ, বাংলাদেশ।

Level 0

আমি Bahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a blogger, Writer And Reviewer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসুন সবাই একটু মানবি হয়।

মানুষ মানুষের জন্য একটু অনুভুতি কি মানূষ দিতে পারে না ????
আসুন আমরা সাহায্য করি

আল্লাহ আপনাকে তারাতারি সুস্থতা দান করুন।

Level 0

আশাকরি বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

Level New

akhon obosta ki? dead or alive?