এমএস ওয়ার্ড এ ব্যবহৃত কী-বোর্ড শর্টকাট

টিউন বিভাগ বাংলা কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

এমএস ওয়ার্ড-এ ব্যবহৃত  কিছু কীবোর্ড শর্টকাট –

কম্পিউটার কীবোর্ড ব্যবহার আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু কীবোর্ড শর্টকাট সম্পর্কে তেমন ধারণা রাখি না। আমাদের কম্পিউটার শর্টকাট কমান্ড সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকলে কম্পিউটারে যে কোন কাজ অল্প সময়ে সম্পাদন করা সম্ভব হয়।

এমএস অফিস একটি জনপ্রিয় ডকুমেন্ট সফটওয়্যার। অফিস, বাড়ী, স্কুল-কলেজ-মাদ্রাসা সর্বক্ষেত্রেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে শর্টকাট কমান্ডের বিকল্প নেই। আপনি মাউস ছাড়া দ্রুত অনেক কিছু করতে পারবেন যদি আপনার কী-বোর্ড কমান্ড জানা থাকে।

এই আর্টিকেলে আমরা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর ভিত্তিক ধারাবাহিকভাবে শিখবো। এই কীবোর্ড কমান্ডের মাধ্যমে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা সম্পর্কে ভালো করে জানতে পারবেন। MS Word এ বর্ণভিত্তিক শর্টকাট Key ছাড়াও বহুল ব্যবহৃত অনেক এডভান্স কিবোর্ড শর্টকার্ট রয়েছে। একজন কম্পিউটার অপারেটরের কাজ আরো দ্রুত এবং সহজ করে তুলতে কিবোর্ডের শর্টকাটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এমএস ওয়ার্ড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কী-বোর্ড কমান্ডগুলো এই লেখা থেকেই আয়ত্ত করে নিন।

এমএস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট
Ctrl+Aএকটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Bসিলেক্ট করা টেক্সটকে Bold করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Cসিলেক্ট করা যে কোন কিছু কপি করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Dফন্ট ডায়লগ বক্স ওপেন বা শো করতে ব্যবহৃত হয়।
Ctrl+Eসিলেক্ট করা টেক্সকে পৃস্টার মধ্যখানে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Fকোন সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Gনির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Hরিপ্লেস ডায়লগবক্স ওপেন করতে ব্যবহৃত হয়।
Ctrl+Iসিলেক্ট করা টেক্সকে ইটালিক বা বাঁকা করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Jসিলেক্টকৃত টেক্স জাস্টিফাই বা দু’দিক সমান করতে ব্যবহৃত হয়।
Ctrl+Kসিলেক্টকৃত যেকোন কিছুকে লিংক করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Lটেক্স পৃস্টার/টেক্স বক্সের বাম দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Mডান দিকে ট্যাব দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Nনতুন ডকুমেন্ট ফাইলন খোলা হয়।
Ctrl+Oপুরাতন বা সেভ করা ফাইল বা ডকুমেন্ট ওপেন/খোলার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Pযে কোন কিছু প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+Rটেক্স পৃস্টার/টেক্স বক্সের ডান দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+Sনতুন/পুরাতন ফাইল সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
Ctrl+Tবাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো
Ctrl+Uসিলেক্টকৃত টেক্স এর নীচে আন্ডারলাইন করতে ব্যবহার হয়।
Ctrl+Vকপি করা যে কোন কিছু পেস্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+Wপ্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত হয়।
Ctrl+Xনির্বাচিত বা সিলেক্টকৃত যে কোন কিছুকে কাট করেতে ব্যবহৃত হয়।
Ctrl+Yপরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo) ব্যবহৃত হয়।
Ctrl+Zপূর্বর্তী কাজ সমূহে যাবার জন্য (Undo) ব্যবহৃত হয়।

 

Level 0

আমি Md Golam Jilani। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস