বর্তমানে প্রায় প্রতিটি ওয়েবসাইটেই সোশ্যাল শেয়ারিং বাটন ও উইজেট লক্ষ্য করা যায়। কারন ওয়েবসাইটের একটি ভার্চুয়াল সামাজিক অবস্থান তৈরি করা ও ভিজিটর বৃদ্ধি করতে এটি এখন প্রায় অপরিহার্য। এ সমস্ত শেয়ারিং বাটনের মধ্যে Facebook Like, Digg, Twitter, Google +1 এর ব্যবহার সবচেয়ে বেশি। আর এর সবগুলো সাইটই ইংরেজি ভাষা ভিত্তিক, আবার কিছু কিছু সোশ্যাল শেয়ারিং সাইটে বাংলা সাপোর্ট করে না। তাই এবার আপনার ওয়েব সাইটে যুক্ত করুন সম্পূর্ন বাংলা ভাষা ভিত্তিক সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট বার্তা ভুবনের ভোট বাটন ও বুকমার্ক বাটন।
বার্তা ভুবন বাংলা ভাষায় নির্মিত প্রথম সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট। পূর্বে এ বিষয়ে একটি টিউন করা হয়েছে। প্রচারনা শুরু হওয়ার পরে মাত্র ১ মাসের মধ্যে সাইটটি Alexa বাংলাদেশ বিভাগের সেরা ৫০০ টি ওয়েবসাইটের তালিকার যুক্ত হতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে প্রতিয়মান হয় যে এ ধরনের একটি সাইট বাংলাদেশের ইন্টানেট ব্যাবহারকারীরা সাদরে গ্রহন করেছেন। বার্তা ভুবনের নিয়মিত ভিজিটরের সংখ্যা নেহায়েৎ কম নয়, এর সিংহভাগ ভিজিটই বাংলাদেশ থেকে হয়ে থাকে। আপনাদের সহযোগীতা ও অংশগ্রহণে প্রতিনিয়ত এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বার্তা ভুবনে বুকমার্ককৃত লিংক পোষ্ট শিরোনামের নিচে প্রদর্শিত হয়, ফলে প্রথম পাতা থেকেই মূল লিংকটি ভিজিট করা যায় এবং নিবন্ধিত সদস্যরা তাদের প্রফাইলে বার্তাটি সংরক্ষণ করতে ও ভোট দিতে পারেন।
এছাড়া বাংলা ভাষায় ব্লগ চর্চার ক্ষেত্রে যে কপি-পেষ্ট সংস্কৃতির প্রচলন রয়েছে তা মূলত একটি সামাজিক যোগাযোগের প্লটফর্মের অভাবে। কেননা অধিকাংশ ব্লগাররা কপি-পেষ্ট করে থাকেন একটি নিদ্রিষ্ট ওয়েবসাইটের প্রচারনা ও ভিজিটর বৃদ্ধির উদ্দেশ্যে। বার্তা ভুবন কিছুটা হলেও এই আভাব পূরন করতে সক্ষম হবে।
বার্তা ভুবনে যে ধরনের লিংকগুলো সাবমিট করা যাবে তা হল-
উল্লেখ্য যে, শিরোনাম ও বিবরন অবশ্যই বাংলায় লিখতে হবে।
সর্বমোট দুই ধরনের বার্তা ভুবন ভোট বাটন থেকে আপনি আপনার ওয়েবসাইটের সাথে মানানসই যে কোন একটি বেছে নিতে পারবেন। ভোট বাটন ছাড়াও আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন বার্তা ভুবনের বুকমার্ক বাটন। নিচে বাটনের উদাহরণ ও কোড দেওয়া হল -
বার্তা ভুবন ভোট বাটন Large:
<script src="http://bartavubon.com/modules/buttons/buttons.js" type="text/javascript" charset="utf-8"></script> <a class="PliggButton PliggLarge" href=""></a>
বার্তা ভুবন ভোট বাটন Small:
<script src="http://bartavubon.com/modules/buttons/buttons.js" type="text/javascript" charset="utf-8"></script> <a class="PliggButton PliggSmall" href=""></a>
বার্তা ভুবন বুকমার্ক বাটন 32px:
<a href="javascript:q=(document.location.href); void(open('http://bartavubon.com/submit.php? url='+escape(q),'','resizable,location,menubar,toolbar,scrollbars,status'));"> <img src="http://bartavubon.com/bvimage/bartavubon32.jpg" alt="bartavubon button" /></a>
বার্তা ভুবন বুকমার্ক বাটন 52px:
<a href="javascript:q=(document.location.href); void(open('http://bartavubon.com/submit.php? url='+escape(q),'','resizable,location,menubar,toolbar,scrollbars,status'));"> <img src="http://bartavubon.com/bvimage/bartavubon52.jpg" alt="bartavubon button" /></a>
নোট: বুকমার্ক বাটন হিসাবে আপনি আপনার পছন্দ মত সাইজের ইমেজ ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের ইমেজটি রিসাইজ করে হোষ্ট করুন এবং ইমেজ লিংকটি ৪নং লাইনে (img src="ইমেজ লিংক") বসিয়ে দিন।
এছাড়াও আপনি নিদ্রিষ্ট কোন ওয়েরসাইট, পোষ্ট লিংক বা ফেসবুক পেইজের জন্য বাটন কোড জেনারেট করতে পারবেন। এজন্য নিচের কোডটি লক্ষ্য করুন। Small বাটন ব্যবহারের ক্ষেত্রে ৩নং লাইনে PliggLarge এর জায়গাতে PliggSmall লিখুন।
<script src="http://en.bartavubon.com/modules/buttons/buttons.js" type="text/javascript" charset="utf-8"></script> <a class="PliggButton PliggLarge" href="লিংক লিখুন" title="শিরোনাম লিখুন" rel="ট্যাগ১, ট্যাগ২, ট্যাগ৩"> <span style="display:none">বিবরন লিখুন</span></a>
ডেভলপারদের সুবিধার্থে সবগুলো কোড একটি নোট প্যাডে লিখে দেওয়া হল। ফাইলটি এখান থেকে ডাউনলোড করুন।
নতুনদের সুবিধার্থে ওয়ার্ডপ্রেস ও ব্লাগারের সাইডবারে বার্তা ভুবন ভোট বাটন ও বুকমার্ক বাটন যুক্ত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল। পরবর্তিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইডবারে বার্তা ভুবন ভোট বাটন যুক্ত করার জন্য আপনাকে একটি Plugins Install করতে হবে। Plugins টির নাম "HTML Javascript Adder"। Plugins টি ডাউনলোড করতে পারবেন এখান থেকে । Plugins টি Instal করে, এটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইডবারে যুক্ত করুন। এরপর Title এর স্থানে বার্তা ভুবন ভোট বাটনের শিরোনাম এবং Content এর জায়গাতে বার্তা ভুবন ভোট বাটনের কোড লিখে Save করুন। সবকিছু ঠিক থাকলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বার্তা ভুবন ভোট বাটন প্রদর্শিত হবে।
প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটে Log In করুন। এরপর Design অপশনটি সিলেক্ট করুন। আপনি যে স্থানে বার্তা ভুবন ভোট বাটন যুক্ত করতে চান সেখানের "Add a Gadget" বাটনটি ক্লিক করুন।
এরপর "HTML/JavaScript" - Gadgetটি Add করুন।
নতুন একটি Window আসবে। সেখানে Title এর স্থানে বার্তা ভুবন ভোট বাটনের শিরোনাম এবং Content এর জায়গাতে বার্তা ভুবন ভোট বাটনের কোড লিখে Save করুন।
সবকিছু ঠিক থাকলে আপনার ব্লগার ওয়েবসাইটে বার্তা ভুবন ভোট বাটন প্রদর্শিত হবে।
বার্তা ভুবন সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন http://bartavubon.blogspot.com। এছাড়া বার্তা ভুবন ওয়েবসাইট সম্পর্কে আপনার যে কোন মতামত ও পরামর্শ বা কোন ভুল ত্রুটি চোখে পড়লে জানানোর অনুরোধ রইল। "প্রযুক্তি সব কিছু হোক আমাদে প্রিয় মাতৃভাষা বাংলায়"। সাবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
আমি বার্তা ভুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি তথ্য-প্রযুক্তির সমূদ্রে হারিয়ে যেতে।
শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি নতুন ব্লগ বানাতে চাই কাজে লাগবে।