কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন icon smile Computer Refresh করুন হাতের ছোঁয়া ছাড়া । যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেখাব। টিপসটি হল কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায়। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না। এজন্য আপনাকে যা করতে হবে:
Start Menu -> Run এ গিয়ে regedit লিখে ok করুন। Registry Editor চালু হবে। HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode। এটাতে ডাবল ক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন। কম্পিউটার রিস্টার্ট করুন। ব্যাস হয়ে গেল। এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।
বাজারে এখনো উইন্ডোজ ৮ আসেনি তার আগেই ধারনা করা হয়ে গেছে উইন্ডোজ ৮ কেমন হবে। আরো মজার কথা হল যে টিউনারপেজের পক্ষ থেকে সবার জন্য স্পেসাল গিফগ এটা, বাজারে আসার আগেই উপভগ করুন সম্পূর্ণ উইন্ডোজ ৮ এর মজা, পুরোপুরি উইন্ডোজ ৮ এ রূপান্তর করুন আপনার উইন্ডোজ ৭ ও ভিস্তা কে। এটি হল Windows 8 Themes for windows 7 and vista এটা ইন্সটল করা পর আপনার চির যেনা উইন্ডোজ সেভেন অথবা ভিস্তা হয়ে যাবে পুরোপুরি উইন্ডোজ ৮। মজার না জিনিসটা? যেই জিনিস এখনো আসেনি সেটাই আপনি ব্যাবহার করে ফেলবেন। ত আর দেরি কেন? আপনি কি রেডি আছেন?
Sagir Ahmmed
আমি Sagir Ahmmed Saad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘটনা কি কিছুই বুঝলাম না!