অভ্র ৫ কে আরো পরিপূর্ণ হতে মাত্র একটি টুইট করুন!

অভ্র এ আনসি সাপোর্ট এসেছে কিছুদিন আগেই। কিন্তু কিছু বাগ রয়ে গেছে। এই আনসি সাপোর্টে বেশ কিছু বাগ রয়ে গেছে। প্রায় ৯-১০টি হরফে সমস্যা করে। এই বাগটি সল্ভ করাতে চাইলে একটি সহজ উপায় আছে।

জাস্ট এই ম্যাসেজটি রিটুইট করুন।

RT if you want #new #SutonnyMJ support in #Avro5 @omicronlab @potasiyam

অভ্র ডেভেলপাররা কথা দিয়েছেন যদি পর্যাপ্ত টুইট হয় তাহলে নতুন এই ফিচারটি তারা ইম্পলিমেন্ট করতে রাজি আছেন। 🙂

যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন। So Keep Retweet 🙂

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক্ষুনি করতেছি। 🙂

    শুধু আপনি না ..অন্যকেও করতে বলুন।
    আর পারলে সবার নজরে আনার জন্য টেকটিউন্সে পিন করে রাখতে পারেন পোস্টটা 🙂

    আপনাকে এই তথ্যের জন্য মিষ্টি খাওয়ানো উচিত।

হুম টুইট করে দিয়েছি। তবে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হলো না, সাধারণ বাগ থাকলে তো জানামাত্রই সেটা ঠিক করার কথা আর নতুন ফিচার যুক্ত করতে চাইলে কারো আবেদন বা পরামর্ষ নিয়ে ভালোভাবে যাচাই করা যে সেটা আসলেই যুক্ত করার যোগ্য কিনা… এর সাথে টুইটের কি সম্পর্ক? টুইট করাটাকে কি ভোট হিসেবে নিচ্ছে তারা?

    হুমম। ভোটই বলা চলে। আসলে ANSI Support টা কতটুকু দরকার তারই একটা বহি:প্রকাশ। যদি পর্যাপ্ত টুইট হয় তাহলে ফিচারটি সংযুক্ত করা হবে। 🙂

করে দিলাম।

Level 0

আমি এই ব্যপারে অজ্ঞ।কেউ কি বলবেন এই ANSI জিনিস টা কি?নাম শুনেছি।কিন্ত জানিনা।

    বিজয়ে Ctrl+Alt+B চেপে যে মোডে লেখালেখি করেন ওটাই ANSI Mode.

হুম করে দিলাম।
দেখা যাক কি হয় ধন্যবাদ আপনাকে।

delam

Level 0

খুব সুন্দর ও কাজের একটি টিউন।

কিন্তু ভাই, আমি বলি কি? বাঙ্গালিদের কি ফনেটিক সিষ্টেমে বাংলা লেখা মানায় ? আমাদের নিজস্ব সর্ণমালা আছে। এই নিয়ম সেই সব ভাষাভাষীদের জন্য যাদের নিজস্ব কোন বর্ণমালা নেই, যেমন চাইনিজ। চাইনিজ ভাষায় কোন বর্ণ নাই। কেবল আছে ক্যারেক্টার। ধরেন, তারা লিখবে ‘’你 好 [ নি হাও ] = Hello/ভাল আছ’’
তাদের কম্পিউটারে লিখতে হবে ‘’Ni Haw'' তাহলে লেখা হবে 你 好 ( চাইনিজ লেখা দেখা যাচ্ছে ? )
অভ্রতে যেইভাবে বাংলা লেখা হয়।

আমি চাইনিজ কম্পানিতে কাজ করতাম, ওদের কম্পিউটারে লেখা আমি দেখেছি। একটু আধটু চাইনিজ জানতাম বলেই চাকরিটা পেয়েছিলাম। তাইএই ভাষাটির কথাই আপনাদের উদাহরন দিলাম।
জাপানিজ এ ’কানজি’ মিষ্টেমে ও এই নিয়ম। কানজিতেও চায়নিজের মত ক্যারেক্টার।

আমার কাছে মনেহয় এটা খুবই দুখঃজনক ও লজ্জাজনক যে আমরা আমাদের এই ভাষা লিখতে English ব্যাবহার করি। এটা কি খুব কঠিন শেখা ? আমার কাছে কিন্তু কঠিন মনে হয়নি। শুধু আমার কাছে না, আমার পরিচিত অনেককেই দেখেছি যারা দু এক দিনেই বিজয়, মুনির এর লে আউট মুখস্থ করে ফেলেছে। বিজয় ই যে ব্যাহার করতে বলছি তা না, লে আউট আছে এইরকম আরও অনেক সফটওয়ার ই আছে। সেগুলা ব্যাহার করেন।

সবাইকে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে লক্ষ করার জন্য বিশেষ অনুরোধ।

    Triple A ভাই
    আমরা বাংলা ই তো লিখছি তাই না !!! তাও সেটা বাংলিশ (যেমন Bangla likhte pari ami) লেখার চেয়ে অনেক ভালো।
    আর সেটা যেই সিস্টেমেই হোক না কেন… আমার মনে হয় এখানে বাংলা লেখাটা লিখতেছি এটা ই মুখ্য বিষয়।
    সহজে বাংলা লিখতে পারতেছি কেন এটা কে দুখঃজনক ও লজ্জাজনক ভাবতে হবে !!!
    আমার মনে হয় অভ্রতে তো প্রায় ৭০% মানুষ এখন বাংলা লিখছে।
    ভাই মানুষ সহজ ও বোধগম্যতার পুজারি… আর দুখঃজনক ও লজ্জাজনক নিয়ে ভাবার অবকাশ নাই

    Level 0

    ঠিক আছে ভাই, আমরা বাংলা লিখছি এটা ঠিক আছে। কিন্তু একটা ভাষার নিজস্ব বর্ণমালা থাকতে অন্য ভাষার বর্ণ ব্যাহার করে নিজের ভাষা লিখতে হবে ! এটা অবশ্যই দুখঃজনক। আর সবাই যদি সহজ ও বোধগম্যতার পুজারি হয় তবে এত কষ্টের ভাষা একদিন বিশ্ব থেকে হারিয়ে যাবে। কারন, বাংলা পৃথিবীর অন্যতম কঠিন একটি ভাষা।

    বলতে পারেন, এটা আমাদের কাছে কঠিন না, কারন এটা আমাদের মাতৃভাষা। হ্য, ঠিক আছে, কিন্তু আমরা প্রযুক্তিতে যতই এগুবো, ততই বাংলাকে পিছনে ফেলে যাবো; যদি শুধুমাত্র সহজ ও বোধগম্যতার পুজারি হই।

    আর আপনারকি মনে হয় ফনেটিক দিয়ে লেখা খুবই সহজ ? আমার কিন্তু মনে হয় না। দুইটাই ব্যাহার করেছি। দুইটা দিয়েই আমি সমান গতিতে লিখতে পারি। { আমার কাছে ফনেটিক এ লেখা এক কথায় পোলাপাইন্না মনে হয় }

    আশাকরি আমি যা বোঝাতে চেয়েছি তা বোঝাতে পেরেছি।

    ধন্যবাদ।

    শোনেন আমি কিন্তু বিজয় দিয়েই আগে লিখতাম… কিন্তু লেখার গতি খুব কম ছিলো।
    আর এটা সত্য যে বিজয় আসলেই অনেক টাফ যা আমি এখনো উপল্ভধি করি।
    হ্যা অবশ্যই ফনেটিক দিয়ে লেখা খুবই সহজ অন্তত বিজয়ের চেয়ে।
    আর অভ্র থাকাতে কিন্তু অন্তত তারাও বাংলায় লিখতে চেষ্টা করছে যারা বাংলিশ লিখতো। এটা কে কি আপনি ভালো চোখে নিচ্ছেন না ? আপনার কি মনে হয় যে নতুন কাউ কে বিজয় ধরায়া দিলেই সে বিজয় দিয়ে লিখতে পারবে !!!

    " ফনেটিক এ লেখা এক কথায় পোলাপাইন্না মনে হয় "
    এইসব কথার কোন ভিত্তি নাই যা মন গড়া।
    বাংলায় লেখা লিখতেছি এটা ই মুখ্য বিষয়, আর কিছু ভাবার প্রয়োজনই নাই।

    যাক আপনার মতামত আপনার কাছে আর আমার টা আমার কাছে।
    তর্ক কইরা কি লাভ বাঙালি বাংলায় লিখতাছি এটাই আমার কাছে মুখ্য।

    Triple A , আমরা বাংলাই লিখছি, ইংলিশ নয়।

    Triple A ভাই,
    এ বক্তব্যটা অভ্র বিজয় যুদ্ধের সময় কাগু দিয়েছিলেন। যেটার আসলে কোন ভিত্তি নেই, উলটা বিজয়ের বিরুদ্ধে যায়। বিজয়ের বেইস আসকি আর অভ্র এর ইউনিকোড। আশা করি ফন্ট সমপর্কে আপনার নূন্যতম জ্ঞান আছে আর সেটা থাকলেই জানবেন, ইউনিকোডে বাংলার জন্য আলাদা যায়গা আছে আর ইংরেজির জন্য আলাদা। কিন্তু আসকিতে ইংরেজি হরফকে বাংলা পোষাক দেয়া হয়। আমাদের বর্ণমালার সঠিক ব্যবহার কোনটাতে হচ্ছেনা? আসলে ফোনেটিক নয় আপনার বক্তব্যই আমার কাছে পোলাপাইন্না মনে হচ্ছে।

    আমার নিজেস্ব চিন্তা এরকম যে লে-আউটটা ব্যবসার একটা সিস্টেম। কারন কোন লে-আউট ব্যবহার করতে হলে সেই কী-বোর্ডটাও কিনতে হবে। বিজয় ব্যবহার করতে হলে বিজয়ের জন্য প্রিন্ট করা কী-বোর্ড কিনতে হবে। তাতে কাগু কিছু কমিশন পাবেন। এটা অবশ্য শুধু বিজয়ের ক্ষেত্রে না যেকোন লে-আউট সফটওয়্যারের জন্য প্রযোজ্য। আমার এই চিন্তা ধারার কারন আছে। আপনি কয়টা বাংলা লে-আউট সফটওয়্যার দেখাতে পারবেন যেগুলো রিসার্চ করে তৈরী করা?
    কাগু এই ব্যবসাটেকেই এখানে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। আসলে অভ্র সবদিক থেকে বিনামূল্যে রাখতে চেয়েছে তাই এই ফোনেটিক। কারন লে-আউট দিয়ে যেখানে খুশি লিখা যায় না। আপনি যেকোন যায়গায় পেনড্রাইভ দিয়ে অভ্র নিয়ে গিয়ে বাংলা লিখতে পারছেন। বিজয় হলে কী করতেন?
    আসল কথা হচ্ছে অভ্র লে-আউট জিনিষটাকে একারনে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু তারও একটা লে-আউট আছে, Avro Easy ।

    আসলে আপনার মত নৈতিক দিক থেকে চিন্তা করেন আর টেকনিকাল দিক থেক, অভ্র সবসময় বেস্ট।
    তাই বলে আমি কাউকে বিজয় বা অন্য সবকিছু ত্যাগ করে অভ্র ব্যবহার করতে বলছিনা। যার যেটাতে সুবিধা সে সেটাই ব্যবহার করেন। আর বাংলাকে এগিয়ে নেয়ার একান্ত ইচ্ছা থাকলে সেটা বিজয়ে সম্ভব নয় অভ্রতে আসতে হবে। তাহের ভাই বাংলিশের কথাতো বলেছেনই।

    আপনাকে আঘাত দেয়া আমার উদ্দেশ্য নয়। তাই মনে কিছু নিবেন না।

    Level 0

    হিমায়িত দিহান, Taher Chowdhury Sumon ও আদনান ভাই; আপনাদের ধন্যবাদ আমার বক্তব্যটা পড়া ও আপনাদের নিজেদের গুরুত্বপুর্ন মন্তব্য দেওয়ার জন্য।

    এবার আমার আরও কিছু কথা বলতে চাই।

    আমি বর্তমানে বিজয় বা অভ্র কোনটাই ব্যবহার করি না। আমি এমন একটা Tool ব্যাহার করি তাতে প্রায় সবকটি ভাষাই লেখা যায়। এটার নাম GooglePinYin. কেননা আমাকে বাংলা, English ও 中文 তিনটি ভাষাই লিখতে হয়। এটা International. এর bass হল Unicode. [ আমি Unicode আর ANSI খুব ভাল করে জানি, কেননা আমি একজন Engineer (B.Sc. on EEE)] আর print করা keyboard ব্যাহার করতে আমি খুব কম লোককেই দেখেছি। বেশিরভাগ মানুষের keyboard এই English বর্ণ
    গুলো পর্যন্ত থাকে না ব্যাবহার হরতে করতে। আম এখনতো Laptop এর যুগ Keyboard কেনার প্রশ্নই ওঠেনা।
    আমি যে tool টা ব্যবহার করি, সবাইকে বলছিনা সেটা ব্যাহার করতে। আর কাগু কি বলেছিলো আমার জানা নেই।

    আমি প্রথম থেকেই অভ্র ব্যবহার করেছি খুবই আনন্দের সাথে। Chinese দের সাথে কাজ করতে গিয়েই প্রথম এই বিষয়টা মাথায় আসে, তাইতো, ওদের বর্ণমালা নেই তাই বলেকি আমাদেরও নেই ? আমদের কেন ওদের মত লিখতে হবে ? আর তখন আনলাম বিজয় ৫২, এটাতে Unicode এ লেখা যায়। কিন্তু পরবর্তিতে Chinese ভাষাটা আরও ভাল করে শিখতে শুরু করায় Chinese লেখার শখ হল আর ওদের কাছ থেকে নিলাম ওই tool টা।

    আমি কি বোঝাতে চেয়েছি তা নিশ্চই বুঝেছেন।

    অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

    Level 0

    প্রথমে আমার পরিচয় দিই। আমি বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আপনার কথামত-
    ১/ "আমাদের নিজস্ব সর্ণমালা আছে। এই নিয়ম সেই সব ভাষাভাষীদের জন্য যাদের নিজস্ব কোন বর্ণমালা নেই, যেমন চাইনিজ।"

    হ্যা আমাদের ভাষার বর্ণমালাকে আন্তর্জাতিকভাবে একধরনের ক্যরেক্টারই বলে।

    ২/ "এটা কি খুব কঠিন শেখা ?"
    হ্যা বিজয় লিখতে খুবই কটিন লাগে। বলতে গেলে একদম সেকেলে লাগে।

    ৩/ "আমার কাছে মনেহয় এটা খুবই দুখঃজনক ও লজ্জাজনক যে আমরা আমাদের এই ভাষা লিখতে English ব্যাবহার করি।"
    অভ্র লিখতে ইংলিশ ব্যবহারিত হয় আপনাকে কে বলেছে? এটা আন্তর্জাতিক বর্ণমালার একটি ফর্মূলা যা অভ্রে অনেকখানি ব্যবহারিত হয়। আরো জানতে চাইলে ডঃ আব্দুল হাই এর বাংলা ধ্বনি বিজ্ঞানের বইটা পড়তে পারেন।

    ৪/ "বাংলা পৃথিবীর অন্যতম কঠিন একটি ভাষা।"

    কে বলেছে বাংলা পৃথিবীর অন্যতম কঠিন একটি ভাষা? আপনারা যদি প্রকাশ করার সময় একে কঠিন করে ফেলেন তাহলেতো কঠিন হবেই, কি জানি হয়ত কোন ব্যক্তি স্বার্থ লুকিয়ে আছে।

    Level 0

    @ CA ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেবার জন্য।
    [ আর আমার কি উচিৎ হবে আপনার সাথে তর্কে যাবার ? আপনি বাংলা সাহিত্যের লোক আর আমি Engineer, আমার থেকে আপনিই ভাষা সম্পর্কে ভাল বলতে পারবেন। তবুও বলতে হচ্ছে, যেহেতু মূল দন্দটা আমিই শুরু করেছি ]

    ১) ’’হ্যা আমাদের ভাষার বর্ণমালাকে আন্তর্জাতিকভাবে একধরনের ক্যরেক্টারই বলে।’’ আপনার আর আমার কথার মদ্ধে একটু তফাৎ আছে। আমি Chinese শেখার সময় শিখেছি, ওদের বর্ণমালা নেই, আশে কিছু শব্দ। সেই শব্দগুলোই এক একটি ক্যরেক্টার। উদাহরন স্বরুপ: 你 好. এখানে 你 (Ni=You) একটা ক্যারেক্টার আর 好 (Haw=Good) একটা ক্যারেক্টার। এখানে কোন বর্ণ নেই।

    ২) নিজের ভাষা শিখতে একটু কষ্ট কি করা যায় না ? আর কষ্ট মনে করলেই কষ্ট। [ আপনি বলেছেন সেকেলে লাগে, এই কথাটা আমাকে খুবই মর্মাহত করলো। এটা ঠিক সেই রকম যারা নিজের ঐতিয্যকে বাদ দিয়ে চিন্তা করে। আপনি একটু গভিরভাবে চিন্তা করেন, আপনি কি বলেছেন, বাংলা বানান করে লিখতে আপনার সেকেলে লাগে ? বাহ ! আপনারা যাদি বাংলায় পড়েন, তাইলে বাংলার যে কি হবে আল্লাহ ই মালুম ! ]

    ৩) আপনি কি অভ্রে লেখার সময় বানান করে লেখেন ? আ—-মা—র= আমার ? না। আপনি লেখেন Amar=আমার।

    ৪) বাংলা যে কঠিন না সহজ তা আমি-আপনি বুঝবো না। বুঝবে বিদেশিরা। আমার চাইনিজ কলিগদের মাঝে মাঝে বাংলা শিখাই। ওদের কাছে শুনি যে কি কঠিন লাগে। আমার পাশের বাসার বড়ভাই, আমার ভাইয়ার বন্ধু রাশিয়ায় থাকে। রাশিয়ান এক মেয়েকে বিয়ে করেছে। দু-এক বছর পর পরই বাংলাদেশে বেড়াতে আশে। সেও মোটামুটি বাংলা বলতে পারে, ভাই শিখাইছে। তার কাছেও শুনছি, বাংলা কতটা কঠিন।

    আপনাকে একটা উদাহরন দেই, আমরা অনেক সময় বলে থাকি ‘’ একটু সরেন দেখি ‘’ এই বাক্যটা আমাদের কাছে কতটাইনা সহজ। কিন্তু একটা বিদেশি যখন এটা বিশ্লেষন করবে, তিনটা শব্দের একটা বাক্যের মদ্ধে দুইটাই ভার্ব, আবার সারে যাওয়া দেখতে চায় ! কতটাইনা কঠিন ! এটা আপনি তখনই বুঝবেন যখন একটা বিদেশির সাথে কথা বলবেন।

    আমার বস এগারো বছর বাংলাদেশে আছে। চেহারাও বাঙ্গালিদের মতই হয়ে গেছে। তার বাংলা শেখার অগ্রহ প্রচন্ড রকমের, আমাদের বাংলা বলা সে যথেষ্ট ভাল বুঝতে পারে। কিন্ত আজ পর্যন্ত তাকে একটা জিনিস শেখাতে পারলাম না, ’’তুমি দেখ’’ আর ’আমি দেখি’’ সেলবে ’’তুমি দেখি’’

    এই ধরনের আরও অনেক আছে।

    আপনার সাথে ঝগড়া করার কোন মানুষকতা নেই, দয়া করে ভূল বুঝবেন না।

    ধন্যবাদ।

    আরেকটা লেয়াউটও তো সেই ইংরেজি কিবোর্ড দিয়েই লিখতে হবে তাই না? আপনার যুক্তি মানতে হলে তো বাংলা ভাষার আলাদা কিবোর্ড বানাতে হবে আর না হলে বিজয়ের বাংলা কিবোর্ড ব্যবহার করতে হবে। আর আপনি কি হুবহু ইংরেজি লিখছেন ফোনেটিক এ? আর এটা তো ইংরেজিকে ফলো করা না। IPA Symbol এর মত ব্যপারটা। আমরা জন্য লিখতে jonno লিখি না। আমাদের jonzo লিখতে হয়। তার মানে কি এটাও এক ধরনের লেয়াউটের মতই না? তো লেয়াউটে কতটুকু পালটাচ্ছে সেটা? যদি পালটাতেই হয় তো সেই ফরম্যাটে কিবোর্ডও ছাপতে হবে।

    Level 0

    প্রথমে বলে রাখি, বাংলাই আমার দরদ আছে বলেই আমি অন্যান্য বিষয় বাদ দিয়ে বাংলা বিভাগে এসেছি। যাক এসব আপনাকে বলার প্রয়োজন নেই, কাজের কথাই আসি-

    ১/ আমি সেকেলে বলেছি বিজয় লে-আউটকে এতে আপনার কষ্ট লাগার কোন কারণ দেখছিনা।
    ২/ আপনি বানান করে লেখার কথা বলেছেন এতে বাংলার প্রতি দরদ বাড়ে তাইনা, আপনি কি জানেন বাংলা ভাষায় আন্তর্জাতিক বর্ণমালা গ্রহণ করা হয়েছে?
    ৩/ আপনি কি জানেন ইংরেজ উইলিয়াম কেরী বাংলা শিখে উল্টো বাংলায় ব্যাকরণ রচনা করেছেন, কারন কি জানেন? এতে ইংরেজরা বাংলাকে আরো শোষণ করার জন্যে ইংরেজদের বাংলা শিখিয়েছেন। তাহলে এই ইংরেজ কিভাবে এতো বড় কাজ করতে পারলেন? যেখানে এতবড় বাঘা বাঘা কবি থাকতে? কিভাবে ডিরোজিওর মত বিদেশিরা বাংলা সাহিত্যে দাপিয়ে বেড়িয়েছেন? এটা কি বাংলা ভাষার দোষ?
    ৪/ আপনি বাংলাকে যে কঠিন ভাষা বলেতেছেন, সে হিসেবে আমি ইংরেজী, স্প্যানিশ,উর্দু কিংবা আরবিও কষ্টকর ভাষা হিসেবে বলতে পারি তাইনা? সেজন্যই বলতেছি যে বাংলা ভাষার মত ঐতিহ্যবাহী ভাষাকে সহজ ভাবে নেন এবং বাংলা ভাষার সাথে পৃথিবীর অন্যান্য ভাষার ব্যাকরণগত যে সাদৃশ্য আছে তা আমি এই ক্ষুদ্র পরিসরে আপনাকে বুঝাতে পারবনা। কোন ব্যক্তি সঠিক ভাবে চর্চা না করেই শুধুমাত্র হা করেলেই একটি ভাষা শিখতে পারবে? আমি ইংরেজি ডিকসনারির প্রায় ১০,০০০ শব্দ শিখেছি তারপরও ইংরেজী ভাল করে আয়ত্ত করতে পারলাম না, এটা যে কোন ভাষার ক্ষেত্রেই প্রজোয্য। আর বিদেশিরা বাংলা ভাষা শিখে তেমন লাভ হবেনা জেনেই এই ভাষার প্রতি তেমন গুরুত্ব না দিয়ে শুধু বাংলা ভাষা কঠিন, বাংলা ভাষা কঠিন বলে মুখে বুলি ছুড়ে।

    ৫/ আগে সাধু ভাষায় গদ্য রচনা হত এখন চলিত ভাষায়, আগে বিজয় ব্যবহার হত এখন অভ্র, কারণ কি বুঝে নেন।

    এবার একটা রেফারেন্স নেন প্রমথ চৌধুরীর "সাধু ভাষা বনাম চলিত ভাষা" গদ্য থেকে,

    "আমাদের রচনায় কতদূর পর্যন্ত আরবি পারসি, ইংরেজী শব্দের ব্যবহার সঙ্গত, সে বিষয়ে ললিতবাবু এ সিদ্বান্ত করেছেন যে,
    এক সময়ে বাংলা ভাষায় আরবি পারসি শব্দের প্রবেশ ঘটিয়াছে, এবং আজকাল ইংরেজী শব্দের প্রবেশ ঘটিতেছে। ইহা প্রাকৃতিক নিয়ম। সকল ভাষাতেই যাহা ঘটিয়াছে বাংলা ভাষাতেও তাহাই ঘটিয়াছে ও ঘটিতেছে।
    এক কথাই, প্রকৃতিক নিয়মের বিপক্ষতাচরণ করায় কোনো লাভ নেই।"

    আপনি কোন বিদেশি ল্যাপটপ কিনলে বাংলা কিবোর্ড পাবেননা একই সাথে মোবাইলের এস,এম,এস এর ক্ষেত্রেও।
    তাই আপনাকে বলি, বাংলাভাষার অগ্রযাত্রাকে কোন রকম বাধাগ্রস্ত না করে আমরা এই ভাষাকে প্রযুক্তিগতভাবে বিশ্বের সামনে তুলে ধরি এবং একুশের স্বপ্নের আলোকে বাংলা চর্চায় সবাইকে উদ্ভুদ্ধ করি।

    মনে হয় আপনাকে আর বুঝাতে হবে না। ধন্যবাদ

    @Triple A ভাই,আসলে যখন কেউ ফোনেটিকে অভ্যস্থ হয়ে যাবে তখন সে চাইলে অন্যগুলো খুব সহজেই শিখতে পারবে।কিন্তু অন্যগুলো দিয়ে নতুনরা লেখা শিখতে গেলে অনেক দুর্ভোগ পোহাতে হবে।এছাড়াও সময়ও অনেক লাগবে।যেমন,বিজয় দিয়ে লেখা শিখতে গিয়ে অনেকের মাসের পর মাস লেগেছে…আমিও শিখতে গেলে একই সময় লাগত…কিন্তু ফোনেটিক দিয়ে ২ দিনেই সে ভাল করে লিখতে পারবে।আর এগুলোর দিকে না তাকিয়ে আমাদের উচিত বাংলা ভাষাকে আরো বেশী সমৃদ্ধ করা,ওয়েবে বাংলাকে ছড়িয়ে দেয়া বিস্তৃতভাবে।কে কোন টুলস ব্যবহার করে লিখল সেটা গুরুত্বপুর্ণ নয়।যার কাছে যেটা সুবিধাজনক মনে হয়।বাংলা কিবোর্ড চালু হলে এমনিতেই ফোনেটিক উঠে যাবে।

    Level 0

    নিশাচর নাইম ভাইয়েস সাথে আমি একমত পোষন করলাম।

    CA ভাই, আপনার সাথে তর্ক করে আমি পারব না। আমি যেই জিনিসটি বোঝাতে চাচ্ছি তা আপনি তা বুঝতে চাচ্ছেন না। আমি দেখতে পাচ্ছি, বাংলা কম্পিউটিং আস্তে আস্তে চাইনিজ ভাষার অনূরুপ হয়ে যাচ্ছে। আমাদের (চাইনিজ কোম্পানির Engineer দের জন্য) জন্য ভালই হবে, চাইনিজ আর বাংলায় একই নিয়মে কম্পিউটিং করতে পারব !

    ভাই এইসব কি হচ্ছে এখানে :O

    মজা করলাম। 😉

    সবাইকে জানাই ধন্যবাদ বাংলাতে লিখার জন্য। তা যাই হোক, আমি কিন্ত লিখার সময় অভ্র ব্যবহার করছিলাম। এখনও করি কারন আমার কম্পিউটারে কাজ করার সময় ইংলিশ লিখতে হয় বেশী, তাই ইংলিশ কি বোর্ড ব্যবহার করি, আর যখন বাংলা লিখি ফনেটিক ব্যবহার করে লিখি। এতে আমার সময় বেছে যায়। আগে বিজয় ব্যবহার করে বাংলা লিখতেই পারতাম না, এখন লিখতে পারি 🙂 এতেই মন্দ কি?? ভালই তো হচ্ছে 😀

    Triple A ভাই আমার কিছু চাইনিজ বন্ধু দরকার 🙂 বন্ধুত্ব করতে চাই ওদের সাথে 😀 আমার ফেসবুক আইডি [email protected]

    Level 0

    সি‌.এম.তানভীর ভাই, বন্ধুত্য করার মত প্রানী ওরা না। আমি অনেক ভলবেশে চাইনিজ শিখেছিলাম, এইজন্যই চাইনিজ কমন্পানিতে চাকরি পাইলাম। কিন্তু পরে দেখছি ভূল করছি, মহা ভূল। হালারা 24 ঘন্টার মদ্ধে মনেহয় 30 মিনিটও ঘুমায় না আর আমাদেরও জাগায়া রাখে। ডাবল শিফ্ট ডিউটি একজনরে দিয়ে করায় কিন্ত বেতন দেয় অর্ধেক। আর ব্যবহারও ভাল না, যদিও আমি সামান্য একটু বেশি সমিহ্ পাইতাম ভাষাটা একটু আধটু জানার কারনে। আর কেউই চাইনিজ জানতোনা।

    আর আসল কথা আমি বর্তমানে চাকরিটা করছি না। সাইট এ অসুস্থ হয়ে যাবার পরে ছেড়ে দিয়েছি। ফেসবুকে আমার ঐ চাইনিজদের সাথে কিছু ছবি আছে, ইচ্ছ হলে দেখতে পারেন। http://www.facebook.com/media/set/?set=a.445988189044.232584.838739044

টপিকটির কার্যকারীতা শেষ। রিফাত ভাই বললেন ফিচারটি তারা নেক্সট রিলিজে এড করে দেবেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ যারা টুইট করেছেন। 🙂

    আমি তো টুইট করতেই পেলাম না।

    ষ্টিকি করার আগেই? যাক ভালই হলো। এতো তাড়াতাড়ি রাজি হওয়াতে 🙂
    এখন শুধু পরবর্তী ভার্সনের অপেক্ষায়…………………।

    ধন্যবাদ সাইফ।

Level 0

আচ্ছা ব্রাদার,

এই "বাগ" জিনিসটা কী?