ফেসবুকে বাংলা লিখতে ও পড়তে সমস্যা হয়। তাই ফেসবুকে বাংলা আরো সুন্দর ও ঝকঝকে করে লিখতে পড়তে
মজিলা ফায়ারফক্স গিয়ে নিম্নোক্ত পন্থা অনুসরণ করুন:
Tools > Option
Then
Default font হিসাবে Solaiman Lipi Selcect করুন
এরপর Advanced এ ক্লিক করুন
এরপর যে window আসবে তাতে নিম্নরূপ সেটিং করে নিন
Fonts For : Bengali
Proportional : Sans Serif
Serif : SolaimanLipi
Sans-serif : SolaimanLipi
Monospace : Vindra
এরপর ok , ok করে বের হয়ে আসুন।
এখন লিখুন এবং দেখুন ফেসবুকে সবকিছু বাংলায় ঝকঝকে এবং তকতকে।তবে বাংলা লেখার জন্য pc তে অবশ্যই অভ্র সফটওয়্যার টি ইন্সটল করে নিতে হবে।যদি আপনার pc তে SolaimanLipi front না থাকে তবে এই লিংক থেকে ডাউনলোড করে নিন। এরপর Start > Control Panel > Fonts এ গিয়ে ফ্রন্টটি পেস্ট করে দিন।
ধন্যবাদ। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পদটিকা: http://www.facebook.com/translations এ যান
এরপর আপনার ফেসবুক পেজ এর নিচে ডানদিকে Chatbox এর সাথে বিশ্ব আকৃতির যে গোল আইকন আছে তার উপর ক্লিক করুন এরপর এখান থেকে “বাংলা” সিলেক্ট করে দিন। এরপর দেখুন আপনার ফেসবুক বাংলা হয়ে গেছে।
আমি sohrab 2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“স্বপ্ন নয়, শান্তি নয় – ভালাবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়; আমি তারে পারিনা এড়াতে , সে আমার হাতে রাখে হাত; সব কাজ তুচ্ছ হয় –পন্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্যে মনে হয়, শূন্যে মনে হয়।’’
http://softmukut.blogspot.com/2011/04/icomplexto-watch-clear-bangla-language.html
এটা দেখুন