এবার আপনিও পারবেন খুব সহজেই বাংলা লিখতে !

আসসালামু আলাইকুম । সকল টিউনার ও পাঠক ভাই বোনেরা আশা করি ভালো আছেন । টেকটিউনস অথবা যে কোন বাংলা ব্লগ বা ফোরামে লেখালেখি করতে গেলে বাংলাতে লেখালেখির দরকার হয় । আমরা যারা বিজয় দিয়ে লিখতে জানি তারা বাংলা লিখি ।কিন্তু যারা বিজয় দিয়ে লিখতে জানি না তারা ইংরেজিতে লিখি । এটা দেখতে খুবই অশোভন লাগে।

তাই তাদের সাথে আমি ছোট্ট একটি সফটওয়্যার শেয়ার করছি । সফটওয়্যারটির নাম অভ্র কিবোর্ড । এটা অভ্রর সর্বশেষ ভার্সন ।

ডাউলোড করতে এখানে ক্লিক করুন।

উল্লেখ করা প্রয়োজন অভ্র ব্যাবহার করার জন্য কোন পূর্ব অভিগগতা লাগে না ।

যেমন,

আপনি হয়ত ''আমার'' শব্দটি লিখতে চান....তাহলে আপনি ইংরেজিতে ''Amar'' শব্দটি লিখলে অটোমেটিক্যালি ''আমার'' লেখা হয়ে যাবে ।

আরো জানতে এখানে ক্লিক করুন।

-----

এটা আমার প্রথম টিউন ।ভুল গুলো সংশোধন করিয়ে দেয়ার অনুরোধ রইল ।

আপনাদের উৎসাহ পেলেই আমি ভবিষ্যতে ভালো ভালো টিউন উপহার দিতে পারব ।

আল্লাহ হাফেজ ।

Level 0

আমি Abir_rahaman_tithi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউনটা একদম basic হয়ে গেল। এখানে যারা লেখালেখি করে, বা বাংলায় comment করে তারা সবাই অভ্র দিয়ে লেখে।

dont mind. আপনাকে techtunes এ স্বাগতম। আপনার কাছ থেকে আরো টিউন আশা করি।

নেক্সট টিউন এর আশায়।

Level 0

অই মিয়া………।আমরা সবাই বাংলা লেখি কি দিয়া জানেন?

অভ্র দিয়া।এই সব এখানে না লিখে অন্য জায়গায় লিখুন যেখানে মানুষ এর সম্মন্ধে জানেনা.

যেমন এখানে দেখুন http://softmukut.blogspot.com/2011/04/write-bangla-with-avro-keyboard.html

    ভাইয়া,
    আমি এ বছর এসএসসি দিয়েছি ।আপনার থেকে বয়সে অনেক ছোট ।আপনি আমাকে এভাবে না বলে একটু সুন্দর করেও বলতে পারতেন ।চমৎকার একটা অভিজ্ঞতা হলো প্রথমদিনেই, তা হলো কারও টিউন ভালো না লাগলে তাকে ধমক দিয়ে নিজের ব্লগের লিংক ধরিয়ে দিতে হয় ।
    আপনাকে ধন্যবাদ কারন টেকটিউনে আমার প্রথম শিক্ষক আপনি ।

      @Abir_rahaman_tithi:
      abir vai, mon kharap korben na. Techtunes a friendly manushikotar Tuner ar pashapashi pagol chagol type ar kichu commenter o ache. Tader kothay kichu mone korben na. Tiun chaliye jan. Amra pashe achi..

    Level 0

    দুঃখিত…।

    Level 0

    আশা করি ভালো রেসাল্ট করবেন।
    ১২মে রেসাল্ট দিবে

    Level 0

    কথা কওয়ার সময় আর মাথা ঠিক থাকে না 😐

নতুন টিউনার যেহেতু তাই সবার মন্তব্য করার সময় চিন্তা করা উচিৎ!

আশা করি সামনে আরও ভাল টিউন উপহার দিবেন। 🙂

    একমত।

    ভাইয়া…।আমি আপনার সাথে সহমত।

    Level New

    @ হাসান যোবায়ের (আল-ফাতাহ্)
    আপনার সাথে সম্পূর্ন একমত ।
    আসলে এই টিউনটি পড়ার পর যখন কমেন্ট পড়লাম তখন খারাপই লাগলো ।একটা কথা হলো ভাই……এখানে কিছু কিছু লোক আছে যাদের কোনদিনও মানুষকে ভালো কমেন্ট দিতে দেখিনি ।প্রথমেই একজন লোক আমাদের কাছ থেকে এই রকম অভ্যর্থনা পেলে তার মনে হওয়াটা কি স্বাভাবিক নয় যে এই জায়গাটা মনে হয় এরকমই ।সবার যে সবকিছু আগে থেকেই শিখে আসতে হবে এমন তো নয় ।
    যা হোক সমালোচনারও দরকার আছে তবে তা যেন গঠনমূলক হয় , কারো হৃদয়ে যেন আঘাত না লাগে ।

    আপনাদের সবাইকে ধন্যবাদ ।আপনাদের কমেন্ট পেয়ে বুঝেছি হাতের ৫ আঙ্গুল সমান না ।

    আর আমিও বুঝলাম আমার হাতের আঙ্গুল পাঁচটা ঠিকই আছে 😀

    হি হি হি হি………………. :mrgreen:

    Level 0

    আমার কিন্তু দুই হাতে দশ আঙ্গুল মনে হয় দশটাই অসমান 😀

আপনি অন্যের উপকার করতে চান জন্যই এটা শেয়ার করেছেন – আপনাকে ধন্যবাদ।

তবে বিজয় আর অভ্র ছাড়াও বাংলা লেখা যায়। যেমন, আমি লিখছি প্রভাত কীবোর্ড ব্যবহার করে। আপনি http://ekushey.org এ গেলে এমন আরো কিছু কীবোর্ডের সন্ধান পাবেন। মজার ব্যাপার হল, উইন্ডোজে সেগুলো ব্যবহার করতে চাইলে আপনার কোন বড় সফটওয়্যার ইনস্টল করা লাগবে না — মাত্র ২-৩শ কিলোবাইটের একটা ফাইল ইনস্টল করলেই সিস্টেম কীবোর্ডের সাথে বাংলা সেই কীবোর্ডটা যুক্ত হয়ে যাবে।

অভ্র'র নতুন ভার্সনের সাথে দেয়া স্পেলচেকার এবং সাজেশন দেয়ার পদ্ধতিটা অনন্য।

Level 0

হুম, বুঝলাম। আরো ভাল টিউন চাই……যাই হোক খারাপ হয় নাই……।

অভ্র নতুন ভারসন বের হয়েছে জানতাম না।জানানর জন্য ধন্যবাদ।আপনার টিউন করা খুব ই সুন্দর হয়েছে।সামনের বার অবশ্যই ভাল ভাল বিষয় নিয়ে টিউন করবেন।আপনি চেস্টা করলে অবশ্যই পারবেন।আশা করি ভাল থাকবেন। 🙂

    ধন্যবাদ ভাইয়া ।আপনি ও ভালো থাকবেন ।

Level 0

স্বাগতম টিউনার ওয়ার্ল্ডে,উপস্থাপনা ভালো। তবে ভাইয়া, এখন সবাই অভ্র দিয়েই(এবং বেশির ভাগই লেটেস্ট ভার্সন দিয়ে) লেখে কারণ এটা বহুল প্রচলিত ও প্রচারিত সফটওয়্যার।
যেহেতু নতুন টিউনার,তাই কিছু ব্যাপারে আশা করি পরিপূর্ণ ধারণা রাখবে। ডি জে আরিফের https://www.techtunes.io/tutorial/tune-id/65156/ এই টিউনটা আশা করি মনোযোগ দিয়ে পড়বে। ধন্যবাদ।

স্বাগতম আপনাকে টেকটিউনসের টিউনিং জগতে, আপনি যে বিষয় নিয়ে টিউন করেছেন তা টেকটিউনসের প্রায় সবাই জানে, তবুও প্রথম টিউন সাহস করে করতে পেরেছ তাই অনেক, আশা করি নিয়মিত হবে এবং আমাদেরকে নতুন নতুন অনেক কিছু শেয়ার করবে… ধন্যবাদ… শুভ কামনা রইলো তোমার জন্য…

এমন কিছু টিউন করুন যা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি,

ধন্যবাদ।স্বাগতম টিটিতে। আমি মাঝে মাঝে টিউন করতে চাই এতটায় ব্যস্ত যে নেটেও আর আসা হয়না।তবে আগামী বৃহস্পতিবার রাতে আমি একটি টিউন করবো

তোমাকে তুমি করেই বলছি, আমরা সবাই কোন না কোন সময় শুরু করি….তুমিও শুরু করেছ, আশা করি ভাল ভাল টিউন নিয়ে তোমার যাত্রা অব্যাহত রাখবে, পরীক্ষার জন্য শুভকামনা…

আমি লিখি গুগল দিয়ে………..

Soft-টি বহুল প্রচলিত হলেও আপনার ১ম Tune হিসেবে আপনি ভালোই লিখেছেন…
আশা করি Techtunes-এর সাথে নিয়মিত থাকবেন…

ধন্যবাদ আপনাকে 🙂

আপনাকে অনেক ধন্যবাদ । লেখাটি আমার কাজে লেগেছে। এই প্রথম বাংলাতে লিখতে পারতেছি। অনেক অনেক ধন্যবাদ ।

valo hoyachj. kintu bijoy keyboard dila valo hoto.

আমার অভ্রর ফন্ট দরকার। আব্দুর রব শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ০১৭২২৫০২৪৫১ কেউ সাহায্য করবেন।

সুন্দর হয়েছে খুব সুন্দর ভবিষ্যতে আর সুন্দর হবে আশা করি, চালিয়ে যান।

Level 0

ধনবাদ।আপনার টিউন থেকে অভ্র ব্যবহার করা শুরু করলাম,আনেক ভালো লাগছে বাংলায় লিখতে পেরে।আবার ও ধন্যবাদ।