ইনসার্ট রিবন/ট্যাবের 2য় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছেন। গত পর্বতে দেখানো হয়েছিল ইনসার্ট রিবনর প্রথম চার কমান্ডগ্রুপের কাজ। আজকে পরের তিনটা কমান্ড গ্রুপ হেডার ফুটার (Header & Footer), টেক্সট (Text), সিম্বলস (Symbols) দেখানো হবে। আশা করি শেষ পর্য্ন্ত সাথে থাকবেন।
হেডার ফুটার (Header Footer): এই কমান্ডগ্রুপে মোট তিনটা অপশন আছে। (2007 Version). এগুলো হলো হেডার ফুটার এবং পেজ নম্বর। এর মধ্যে হেডার অপশনের উপর ক্লিক করলে আপনাকে হেডার যুক্ত করার জন্য বেশ কয়েকটি অপশন দেবে। এর মধ্যে ব্ল্যাং, আলফাবেট, আন্যনুয়াল ইত্যাদী হেডার এর ডেমো দেওয়া আছে। এগুলো মধ্যে থেকে আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আপনার হেডার। ধরুন আপনি হেডার এ কিছু টেক্সট লিখতে চান তাহলে ব্ল্যাং হেডার সিলেক্ট করে লিখতে পারেন। ধরুন আমি আমার হেডারে বেসিক কম্পিউটার কোর্স লিখতে চায় তাহলে আমাকে হেডার অপশনে গিয়ে ব্লাং অপশনে গিয়ে লিখতে পারবো আমার হেডারটিকে অথবা পেইজ এর উপরের ফাঁকা অংশে গিয়ে দুইবার ক্লিক করলেই হেডার অপশন চলে আসবে। এছাড়াও ডেমো থেকে চাইলে আপনি আপনার পছন্দের হেডারটি সিলেক্ট করে কাজ করতে পারবেন। এর জন্য প্রত্যেকটি একবার করে দিয়ে দেখতে পারেন।
Full Course Link: https://omarsabbircomputer.blogspot.com/2020/10/microsoft-word-tutorial-in-bangla-part.html
আমি ওমর সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।