বাংলা গেস্ট টিউনিং এর জন্য সেরা ৫ টি ওয়েবসাইট

ব্লগার এবং সার্চ ইঞ্জিন মার্কেটারদের জন্য গেস্ট টিউনিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি আপনাদেরকে ৫ টি সেরা বাংলা গেস্ট টিউনিং সাইট সম্পর্কে জানাবো। নিঃ সন্দেহে টেকটিউনস বাংলাদেশের সেরা সাইট যা সবাইকে গেস্ট টিউনিং এর সুযোগ দেয়। এই সাইটেই যেহেতু লিখছি তাই, টেকটিউনস বাদে ৫ টি সাইট সম্পর্কে ধারণা দেবো।

গেস্ট টিউনিং বলতে কি বুঝায়

এই প্রশ্ন স্বভাবতই অনেকের মাথায় ইতিমধ্যেই এসেছে, কারণ টেকটিউনস এর পাঠকদের অনেকেরই এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাদের জন্য এই সম্পর্কে একটু ধারণা দেয়া দরকার। আমরা জানি যেকোন ওয়েব পেজের র‍্যাংকিং এর জন্য ডু ফলো এবং হাই কোয়ালিটি ব্যাকলিংক দরকার। গুগলের পলিসি অনুযায়ী কোন সাইটের লিংক কেনাবেচা বা, বিনিময় করা যাবে না। টিউমেন্টে গিয়ে অকারণে লিংক দিলে সেটা স্প্যামিং হিসেবে বিবেচিত হবে।  তাই, সেরা পদ্ধতি হচ্ছে নিজের সাইটের নিশের সাথে মিল আছে এমন  অন্য সব বিখ্যাত সাইটে টিউন করে টিউনের মাঝে প্রাসঙ্গিক লিংক দেয়া। এটাকে বলা হয় গেস্ট টিউনিং।

কোন সাইট গেস্ট টিউনিং এর সুযোগ তখনই দেয়  যখন তারা লাভবান হয়।  টেকটিউনস আমাদেরকে এই সুযোগ দিচ্ছে কারণ তাদের নতুন কনটেন্ট তৈরি হচ্ছে এবং এই কনটেন্ট থেকে তারা গুগলের ভিজিটর পাবে। ইংরেজীতে অনেক সাইট আছে যেগুলো খুব ভালো মাণের কনটেন্ট না হলে এই সুযোগ দেয় না।

বাংলা গেস্ট টিউনিং সাইট

আমার পছন্দের পাঁচটি সাইট হচ্ছে-

১. সামহোয়ারইনব্লগঃ এই ব্লগটি তর্কসাপেক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ। আপনি যদি স্প্যামিং না করেন তাহলে এই ব্লগে লিখলে সেটি সরাসরি প্রথম পাতায় দেখানো হবে। প্রচুর ভালো ব্লগার এই ওয়েবসাইটে আছেন যারা এখানে নিয়মিত লেখালেখি করেন। সব ধরনের লেখাই এখানে প্রকাশ করা যাবে।

ওয়েবসাইটের ঠিকানাঃ সামহোয়ারইনব্লগ

২. লেখক ডট মিঃ অপেক্ষাকৃত নতুন এই সাইটটি সবাইকে লেখালেখির সুযোগ করে দিচ্ছে। এই সাইটেও সব ধরনের লেখা প্রকাশ করা যাবে। নাম দেখেই বুঝতে পারছেন গল্প, কবিতা, প্রবন্ধ এগুলোর জন্য এই সাইটটি একদম যথাযথ। এখানে আলোচনা কক্ষ আছে, আছে মেসেজ আদান প্রদানের ব্যবস্থাও। আবার লেখার রেটিংও দেয়া যায়।

ওয়েবসাইটের ঠিকানাঃ লেখক ডট মি

৩. লেখাপড়াবিডিঃ এই ব্লগটি লেখাপড়া সংশ্লিস্ট সকল আলোচনার জন্য উন্মুক্ত। যেহেতু এটি সব ধরনের লেখার জন্য উপযুক্ত নয়, তাই এখানে অনলাইনে আয় বিষয়ক লেখা প্রকাশ করা যাবে না। তবে, এখানে প্রকাশিত লেখার গুরুত্ব অন্য অনেক সাইটের চেয়ে গুগলের কাছে বেশী।

ওয়েবসাইটের ঠিকানাঃ লেখাপড়াবিডি

৪. গ্রাথোরঃ এই ওয়েবসাইটটিতে লেখার জন্য ওদের পলিসি অনুযায়ী ওরা টাকাও দেয়। তবে, সেটি অতি সামান্য। এর চেয়ে বরং এই সাইট থেকে একটি ভালো ব্যাকলিংক পাবেন এই আশায় ভালো কিছু আর্টিকেল লিখতে পারেন। ইংরেজীতে হাবপেজেস নামে একটি সাইট আছে এখানেও অনেকে একইরকম উদ্দেশ্য নিয়ে লেখালেখি করেন।

ওয়েবসাইটের ঠিকানাঃ গ্রাথোর

৫. প্রজন্ম ফোরামঃ এটি আসলে ব্লগ নয়, ফোরাম। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বেশী অথরিটির ফোরাম। এই সাইটটিও সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানেও বিভিন্ন বিষয় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করা যাবেম, বড় আর্টিকেলও লেখা যাবে। ইংরেজী সিগনেচার এর মতো সাইন করার অপশনও এই সাইটে আছে।

ওয়েবসাইটের ঠিকানাঃ প্রজন্ম ফোরাম

আমিও জানি আরো অনেক সাইট আছে যেগুলোতে লেখা প্রকাশ করা যায়। এসো আয় করি, টিউনারপেজ, পিসিহেল্পলাইনবিডি ইত্যাদি। কেউ কেউ আবার বাংলা কোরার নামও বলতে পারেন। আমি আরো কিছু সাইটকে এই তালিকায় রাখিনি কারণ, সেগুলোতে লিখলেই প্রকাশিত হয় না। বাংলা ব্লগিং আনন্দময় হোক।

Level 0

আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।

ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস