কথা থেকে লিখা! অবাক হবেন না, ব্যাপারটা সত্য

আশাকরি ভাল থাকেন আপনার আব্বু আম্মুর জন্য দোয়া করি, আমার আব্বু আম্মুর জন্য এবং আমার জন্য দোয়া করবেন, যেন উনারা দীর্ঘায়ু পান এবং উনাদের আমি সেবা করতে পারি, আমি এখন যে বিষয়টি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি বাংলায় লিখতে চান অথবা ইংরেজিতে লিখতে চান অথবা হিন্দিতে লিখতে চান সে ক্ষেত্রে সচরাচর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা হাতে-কলমে বসেই লিখি অথবা কম্পিউটারে কম্পোজ করি কিন্তু যদি এমনটা হয় আপনি লিখবেন না হাতে-কলমে অথবা কম্পোজ করবেন না কিন্তু লিখা হয়ে যাবে কেমন হবে ব্যাপারটা? সেটা আমি আপনাকে এখন দেখাতে অথবা বলতে যাচ্ছি, একটি ওয়েবসাইট খুঁজে পেয়েছি আমি এটি হচ্ছে আপনি বাংলায় বলবেন খুব সুন্দর এবং শুদ্ধ বাংলা লেখা হয়ে যাবে ইংরেজি বলবেন খুব সুন্দর এবং শুদ্ধ ইংরেজি লিখা হয়ে যাবে হিন্দিতে বলবেন খুব সুন্দর হিন্দি লেখা হয়ে যাবে, মজার ব্যাপার তাই না? নিশ্চয়ই আপনি ভাবছেন এটি একটি অবিশ্বাসযোগ্য কথা! আমার কাছেও প্রথমে তাই মনে হয়েছিল যে এটা কি করে সম্ভব আমি বলব আর সে লিখে ফেলবে এটা কেমনে সম্ভব, ব্যবহার করলাম এই ওয়েবসাইটটি আমি আমার প্রত্যেকটা বাংলা ইংরেজি আর্টিকেল অথবা রচনা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সুন্দরভাবেই লিখতে পারি, তবে হ্যাঁ প্রথমদিকে আমার প্রবলেম হতো লেখাগুলো আসতো না পরে আমি আবিষ্কার করলাম যে আমি খুব দ্রুত গতিতে বলে যেতাম, সেই কারণেই আমার লেখাগুলো কিছু আসতো না, পরে যখন আমি বুঝতে পারলাম যে সেই ওয়েবসাইটে আমাকে লিখতে হলে আস্তে আস্তে বলতে হবে কেননা ওয়েবসাইটটিতে যখন আমি কথা বলব মাইক্রোফোন অন করে তখন মাইক্রোফোন যেন আমার কথাগুলো কে ধরতে পারে এবং বুঝতে পারে এবং সফটওয়্যার যেন ওকে ভালোভাবে রিড করতে পারে সেজন্য আমি আস্তে আস্তে বলা শুরু করলাম তখন দেখলাম যে আমি যাই বলছি তাই সুন্দরভাবে নিখুঁত এবং শুদ্ধ বাংলা অথবা ইংরেজিতে লেখা হয়ে যাচ্ছে,

আমি যেহেতু হিন্দি জানি না সুতরাং হিন্দি লেখা হচ্ছে কিন্তু কি লেখা হচ্ছে সেটা আমি পড়তে পারছিনা, হিন্দি লেখাটা এখানে হয় আপনি যদি হিন্দি লিখতে জানেন অথবা বলতে জানেন আপনি হিন্দি এখানে বলে যান সুন্দরভাবে হিন্দি লেখা হয়ে যাবে, অবাক করা বিষয়টা আমি রিয়েলি অবাক হয়েছি যখন আমি এই ওয়েবসাইটটি প্রথমবার পেয়েছিলাম আশা করছি আপনাদেরও ভাল লাগবে.

মজার ব্যাপার হলো এই যে, যে লেখাটা আপনি এতক্ষণ ধরে পড়লেন এই লেখাটিও ওয়েবসাইটের মাধ্যমেই লিখা আমি কিন্তু হাতে কলমে অথবা কম্পিউটারে টাইপ করে লিখিনি, বলে গিয়েছি এই ওয়েবসাইটে সেই আমাকে লিখে দিয়েছে যার কারণে পুরা লেখা টি আমার দুই থেকে তিন মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে এইজন্যে সাইটটিকে আমি এত পছন্দ করি বলেই আপনার সাথে সাইটের ব্যাপারে পুরা বিষয়টা শেয়ার করলাম ধন্যবাদ

  1. বাংলা কথা থেকে লিখা: https://unicodeconverter.info/voice-to-bangla-text-converter.php?pgn=9
  2. ইংরেজি কথা থেকে লিখা: https://unicodeconverter.info/voice-to-english-text-converter.php?pgn=10
  3. হিন্দি কথা থেকে লিখা: https://unicodeconverter.info/voice-to-hindi-text-converter.php?pgn=11

 

ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এমন কিছু অবাক অথবা শিক্ষামূলক অথবা সহযোগিতামূলক কিছু উপকরণ আপনার সাথে আমি সব সময় শেয়ার করতে পারি আসসালামুয়ালাইকুম

Level 0

আমি মঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস