আমরা আমাদের কম্পিউটারে কাজ করার সময় যখন একই সাথে বেশী প্রোগ্রাম Open করে কাজ করি তখন অনেক সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। যাতে করে আমাদের কাজ বিঘ্নতা ঘটে থাকে। আর আমরা তখন কম্পিউটার Refresh করি, কিন্তু আপনি কি জানেন সাধারনত আমরা যে বারবার Refresh করি সেটি শুধুমাত্র আমাদের কম্পিউটারের C: Drive টি Refresh হয় কিন্তু অন্য Drive গুলো Refresh হয় না। তাই আজ আমরা জানবো আমাদের কম্পিউটারের সকল Drive গুলো একই সাথে কী ভাবে Refresh করা যায়।
1 Step: প্রথমে আপনি আপনার Destop screen চলে জান এবং Right বাটন ক্লিক করে Text Document লেখাতে ক্লিক করুন-
2 Step: এবার আপনার Destop থাকে Mouse দিয়ে Left বাটন Double ক্লিক করে Text Document টি Open করুন।
3 Step: এবার আপনার Text Document টি Open হবে।
এবার Document টিতে লিখুন নিচে আমি যে ভাবে দেখিয়েছি-
Echo off
cd/
tree
4 Step: এবার নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন, এখানে প্রথমে My Computer -এ ক্লিক করে আপনার Drive গুলোর আবস্থান দেখুন, যেমন-আমার এখানে ৬টি Drive আছে C: D: E: G: H: J আপনার কম্পিউটারে এটি ভিন্ন থাকতে পারে এজন্য নিচের চিত্রের মত আপনি আপনার গুলো দেখে নিন এবং Text Document টিতে Drive গুলো প্রথম থেকে সাজিয়ে লিখুন, ঠিক আমি যে ভাবে লিখেছি।
5 Step: এবার নিচের চিত্রটির মত Text Document টি File-এ ক্লিক করে Save As এ ক্লিক করুন।
6 Step: এবার আপনার সামনে আপনার কম্পিউটারের একটি Dialog box Open হবে এখান থেকে আপনি Destop সিলেক্ট করুন।
7 Step: এবার আপনি File Name লিখুন Refresh.bat এবং Save বাটনে ক্লিক করুন। ঠিক নিচের চিত্রের মত।
8 Step:এখন আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে, নিচের চিত্রের মত Refresh নামের একটি Icon লক্ষ্য করবেন এবং এখান প্রতিবার Mouse দিয়ে Double Click করলে আপনার কম্পিউটার সকল Drive Refresh হয়ে যাবে।
বন্ধুরা আপনারা আমার এই Tips and Tricks টি কাজে লাগিয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ করবে, নিচে আমি আপনাদের জন্য Text Document টি ডাউনলোড করার লিঙ্ক দিয়েছি আপনার উপরের নির্দেশনা অনুযায়ী আপনাদের Drive অনুসারে সাজিয়ে নিবেন। আর ভালো লাগলে আবশ্যই শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী Tips and Tricks প্রাপ্তির জন্য।
আমি ফার্স্ট অল টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ ভাই