বাংলা ফন্ট সমস্যার আসল সমাধান জানুন

টিউন বিভাগ বাংলা কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

একসময় Web Browsers গুলিতে বাংলা ফন্ট দেখাই যেত না, ওয়েব ডেভেলপমেন্টের উন্নতির সাথে সাথে ওয়েবসাইটে ঝকঝকে বাংলা ফন্ট শো করানোটা অনেক সহজ হয়ে গেছে।

এরপরও মাঝে মধ্যে বাংলা ফন্ট নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেক সময় ওয়েবসাইটের বাংলা লেখার মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর দেখা যায়। এই পোস্টটি তাদের জন্য যারা ওয়েব জগতে একদম নতুন কিংবা হেলার কারনে বিষয়টি অগুচরে রয়ে গেছে। আপনি এই পোষ্টটি থেকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Mozilla Firefox এবং Google Chrome ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।

এই পোষ্টটি থেকে গুগলসহ যে কোন ওয়েবসাইটের বাংলা লেখা পরিষ্কার এবং ঝক ঝকে দেখতে পাবেন। এখানে Mozilla Firefox, Google Chrome এবং Opera মোট তিন টি Browser এর বাংলা ফন্ট সমস্যার সামাধান করার পদ্ধতী দেখানো হবে। ভিডিওটি পেতে ক্লিক করুন।

 আমার ব্লগে পরিষ্কার বাংলা ফন্ট দেখার জন্যঃ

আমার ব্লগে ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Solaiman Lipi ব্যবহার করেছি। সে জন্য কারও কম্পিউটারে যদি এ ফন্টটি ইনস্টল থাকে, তাহলে কম্পিউটার থেকে ভিজিট করার সময় আমার ব্লগের বাংলা ফন্ট দেখতে কোন সমস্যা হবে না।

  • প্রথমে এই লিংক থেকে Solaiman Lipi ফন্টটি ডাউনলোড করুন।
  • তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে Install করুন।

এতটুকো করলেই আমার ব্লগের সকল বাংলা ফন্ট পরিষ্কারভাবে দেখতে পাবেন। উল্লেখ্য যে, বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট "প্রথম আলো, কালের কন্ঠ এবং যুগান্তর"  ছাড়াও সকল ভালমানের বাংলা ওয়েবসাইটসহ প্রায় ৯০% এর বেশী ওয়েবসাইট ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Solaiman Lipi ব্যবহার করছে। কাজেই এই ফন্টটি আপনার কম্পিউটার ইন্সটল করা থাকলে আপনি ৯০% এর বেশী বাংলা ওয়েবসাইট পরিষ্কারভাবে পড়তে পারবেন। এ ছাড়া অন্যান্য বাংলা ওয়েবসাইট যারা নির্দিষ্টভাবে কোন বাংলা ফন্ট ব্যবহার করছে না, তাদের ব্লগ/ওয়েবসাইট দেখার জন্য নিচের ভিডিওটি অনুযায়ী পদ্ধতীগুলি অনুসরণ করুন।

ভিডিওটি পেতে ক্লিক করুন।

যারা এই পোস্টটি মনদিয়ে পরলেন তাদের অনেক ধন্যবাদ আমার ভুল হলে মাফ করবেন।

আমি নিয়মিত নানান টিপস ও কৌশল আপনাদের জানানোর জন্য একটি Online Help Center নামে ইউটিউবে চ্যানেল তৈরী করেছি আপনার সেটা দেখে আশাকরি উপকৃত হবেন আমার ভুল হলে মাফ করবেন. আমি সবুজ আহম্মেদ সুমন.আল্লাহ হাফেজ।

আরো দেখুন-
বাংলা ফন্ট সমস্যার সমাধান-
ফেইসবুক একাউন্ট খুলুন-
ফেইসবুক বাঁচান-
জিমেইল একাউন্ট খুলুন-

Level 2

আমি সুমন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস