সেরা ৫টি অডিও এডিটিং সফটওয়্যার নিন একেবারে ফ্রিতে।

আপনারা সবাই কেমন আছেন।

আশাকরি ভাল আছেন।

আবারো আপনাদরে সাথে প্রযুক্তিকে ভাগ করে নিতে চলে এসেছি।

আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ৫টি  অডিও ইডিটিং সফটওয়্যার নিয়ে। চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যারা একে বারে বিস্তারিত চান তার নিচের ভিডিওটি দেখতে পারেন।

 

বিভিন্ন শিক্ষা মূলক টিউটোরিয়াল পেতে আমাকে সাবসক্রাইব করুন।

 

১) প্রথমেই আমি আলোচনা করব Audacity নিয়ে এটি একটি, ফ্রি সফটওয়্যার। এবং অনেক ছোট তাই সব ধরণের পিসিতে চলবে।তার সাথে অনেক সহয।

 

২) এর পরেই আসব Adobe Audition নিয়ে এটিও অনেক ভাল। আপনারা জানেন যে, অ্যাডোবি মানেই ভাল কিছু। এটি অনেক অ্যাডভান্স মানের।

৩) এটির নাম Wavepurity। আমি নিজে এটা ব্যবহার করি। আমার অনেক প্রিয় একটি সফটওয়্যার।

৪) এবার আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব তার নাম হল। Wevepad। একটিও অনেক সহয। অনেটা Audacity এর মত।

৫) এর নাম হল Mixpad। এটি আপনারা ব্যবহার করতে পাবেন। একাধিক অডিও জোড়া দোয়া। এবং একসাথে বাজাতে রিমিক্স তৈরি তে। আমি মনে করি এটি অনেক ভাল এবং ব্যবহার ইউজার ফেন্ডলি। তাই আপনিও এটি ব্যবহার করতে পারেন।

এখন প্রশ্ন হল আমরা এই সফটওয়্যার গুলো পাব কোথায়। আপনি এখানে ক্লিক করুন এবং আপনার প্রয়োজনিয় সফটওয়্যারটি নাম লিখে সার্চ করুন। পেয়ে যাবেন, ফুল ভার্ষন।

ভাল থাকবেন। আর আমার টিউন যদি আপনাদের ভাল লাগে। তাহলে আমার। ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন।  (আমার চ্যানেল)

ভাল থাকবেন।

আসসালামুআলাইকুম।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস