এবার আসছে প্রথম দেশীয় এন্টিকিলগার

বাংলাদেশে তৈরী কোন এন্টি কিলগার নাই ! আমরা সাধারণত বিদেশে তৈরীকৃত এন্টি কিলগারগুলো ব্যবহার করে থাকি ! তাছাড়া বর্তমানে কিলগার একটি বিশাল সমস্যা। কিলগারের মাধ্যমে আপনার শত্রু বা হ্যাকাররা সহজেই হাতিয়ে নিতে পারে আপনার ফেসবুক,ইমেল,ক্রেডিট কার্ড সহ অন্যান্য গুরুত্বপুর্ণ তথ্য সমুহ।যারা জানেন না কিলগার কি তারা একটু জেনে নিন।

কি-লগার এমন একটি প্রোগ্রাম যা আপনার কম্পিউটারে বসে আপনার প্রতিটা কি-ষ্ট্রোক সংরক্ষন করে তা কোন একটি এফ.টি.পি.(ফাইল ট্রান্সফার প্রোটোকল) বা ই-মেইলে পাঠিয়ে দিবে। তার ফলে আপনার টাইপ করা সকল পাসওয়ার্ড ও গোপনীয় তথ্য অন্য কারো কাছে ফাস হয়ে যেতে পারে। আজকাল ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বেশির ভাগ হ্যাকারই এই প্রোগ্রামটি ব্যভার করে। যদি আপনার ফেইসবুক, ইয়াহু, জি-মেইল বা অন্যান্য অ্যাকাউন্ট যদি একই বারে হ্যাক হয় তাহলে তা কি-লগার দারা করে থাকার সম্ভাবনাই বেশি।
কি-লগারের তৈরি ভাল কাজের জন্যই শুরু হয়। পরে তার অপর‌্যবহার করা শুরু হয়। পরিবারে বাচ্চারা যাতে নষ্ট না হয়, তাই কি-লগার কম্পিউটারে ইন্সটল করে মাতা-পিতারা তাদের সন্তানদের সকল কাজের ওপর নজর রাখতেন। আবার, অনেক সময়, অফিসের মালিক তার কর্মচারীদের ওপর নজর রাখতে কম্পিউটারে কি-লগার লাগিয়ে রেখে দেন। তার ফলে কর্মচারীরা কাজের বাহিরে অন্যান্য কাজ থেকে বিরত থাকত।
এখন কি-লগার অনেক বিপদজনক হয়ে গেছে। অনেক পে-প্যাল অ্যাকাউন্ট, ইয়াহু অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইত্যাদি হ্যাক হচ্ছে শুধু এই কি-লগার দারা।

১. কি-লগার বিশেষ করে কি-বোর্ডে টাইপ করা সবকিছু সংরক্ষন করে।

২.প্রতিটি কি-ষ্ট্রোক ধরে ফেলে।সিস্টেম হুকিং এর মাধ্যমে এটি করা সম্ভব।
৩. ইন্টারনেটে অনেক হ্যাকিং সফ্টওয়্যার ডাউনলোডের সময় লিখা থাকে যে আপনি আপনার ভাইরাস স্ক্যান বন্ধ করতে হবে। এই ভুল ভুলেও করবেন না। আপনার ভাইরাস স্ক্যান সবসময়ে আপডেটেড রাখবেন ও কখোনো বন্ধ করবেন না। যদি কিছু ডাউনলোড করার সময় ভাইরাস স্ক্যান তা বন্ধ করতে চায় তাহলে নিশ্চিন্ত হয়ে ডাউনলোডটি বন্ধ করে দিবেন।
৪. ইন্টারনেট থেকে কখনো কোন হ্যাকিং সফ্টওয়্যার ফ্রিতে ডাউনলোড করবেন না কারন বেশির ভাগ সময়ই সেগুলোতে কি-লগার বাইন্ড করা থাকে।
যাই হোক আপনাদের জন্য এই সবকিছু ভেবে চিনতে টিম ইরর তৈরী করছে এন্টি-কিলগার।যেটি দেশের প্রথম এন্টি-কিলগার সফটওয়্যার হিসেবে গন্য হবে।আর আমাদের এই এন্টি কিলগারে ব্যাবহিত টেকনোলজি খুব দ্রুত কাজ করে এবং সর্বাধিক কিলগার ধরতে সক্ষম হয়।

যেসব ফিচার্স থাকছে

১/আকর্ষনীয় ডিজাইন ও স্বল্প মেমরি শেয়ার

২/সব ধরণের কিলগার ধরতে সক্ষম

৩/হিউরিস্টিক প্রোটেকশনের মাধ্যমে কিলগার ডিটেক্টশন

৪/সহজেই সকল প্রকার কিলগার ব্লকিং এবং অটো কিলগার প্রোটেকশন

৫/রিয়েলটাইম প্রোটেকশন

৬/কিলগার সহ প্রায় ১২০ রকম ইউএসবি ভাইরাস এটা ডিটেক্ট করতে পারে।

৭/স্বয়ংক্রিয় ভাবে অটোরান ভাইরাস রিমুভ।

৮/বিশ্বস্ত সফটওয়্যার গুলো ডিটেক্ট করে (যেমনঃঅভ্র,বিজয় ইত্যাদি)

৯/অন্যান্য সফটওয়্যারগুলোর মত ঝামেলা করে না এবং সহজেই ব্যবহার যোগ্য।

১০/অন স্ক্রিন কিবোর্ড(যার মাধ্যমে গুরুত্বপুর্ণ তথ্য লেখা যাবে)

১১/পুরোপুরি ফ্রী এবং ফুল ভার্সন

১২/পিসিকে স্লো করে না।

১৩/যেকোন অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার এর সাথে খাপ খাইয়ে নিতে পারে।

সবচেয়ে বড় কথা হলো দেশীয় সফটওয়্যার।

কাজ চলছে এটার।সবার মতামত গ্রহণযোগ্য।

চোখ রাখুন টেকটিউনসে এবং টিম ইরর অফিশিয়াল ওয়েবসাইটে

টিমটির অফিশিয়াল ওয়েবসাইটসমুহ

http://teamerror.org

ফেসবুকে

সবাইকে সালাম জানিয়ে বিদাই নিলাম !

আমি ফেসবুকে

আমি শিহাব সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটি একটি ভালো উদ্যোগ। এতে হ্যাকিং কিছুটা হলেও কমবে। যারা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করেন তারা এটি ব্যবহার করলে অনেকটাই নিরাপদ থাকবেন।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

কমেন্টের জন্য ধন্যবাদ #হৃদিতা হক ভাই

দেশীয় বলে কথা, মাথায় তো তুলে নিতে হবে।