বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় ভিজিটর গন,
আসসালামুয়ালিকুম।
আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপুর্ণ সফটওয়্যার।আমাদের পেন্ড্রাইভ বা মেমরীতে নিত্যদিনই বিভিন্নভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবঙ্গের কারণে ফাইল শর্টকাট হয়ে যায়।মেমরী স্লো হয়ে যায় এবং এর ফলে বিভিন্ন সমস্যা হয়।পেন্ড্রাইভ বা মেমরী অনেক সময় নষ্টও হয়ে যেতে পারে।
আর এসব সমস্যার সমাধান করার জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম“USB Fixer” নামের এই সফটওয়্যার টি ! হয়ত এরকম আরো অনেক সফটওয়্যার আছে।তবে সবচেয়ে বড় কথা হলো এটি পুরোপুরি দেশী একটা সফত্বারে।আশা করি সবাই ব্যাবহার করে দেখবেন।
যা যা সুবিধা পাবেন এই সফটওয়্যারটি তেঃ-
*Recovering Files For Shortcut virus
*Stop Autorun Permanently
*USB Autorun Fixer With Vaccine
*Powerful USB Format
*Auto USB Copier
*Real time Protection For Autorun virus & Malicious Files
*Fix Registry
*Update
And Many More.................
Recovering Files For Shortcut virus:-এই সুবিধার মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার নশট হওয়া ফাইল গুলো।যেগুলো শর্ক্টা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।
Stop Autorun Permanently:-এটার মাধ্যমে আপনি আপনার পিসিতে অটোরান নামক আপশন টি চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন আপনি চাইলে রেজিস্ট্রি ফিক্সারের মাধ্যমে আবার ফিরেও আনতে পারবেন।এর অটোরান বন্ধ করে দিলে ভাইরাস ঢোকার আশংকা কম থাকে।
USB Autorun Fixer With Vaccine:-এর মাধ্যমে প্রায় ৫৫ রকমের অটোরান ভাইরাস মেরে ফেলা যায় এবং আপনার পিসিতে যত অটোরান ভাইরাস রয়েছে সবগুলোকে রিমুভ করা সম্ভব।এর ভ্যাক্সিনের মাধ্যমে পরে আর অটোরান ঢুক্তে পারে না।আপনি প্রথমে মেমরী/পেন্ড্রাইভ পিসিতে কানেক্ট করে ভ্যাক্সিন মেরে দিলে ওই পেন্ডারাইভ/মেমরী সুরক্ষিত থাকবে।
Powerful USB Format:-আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজে যে কোন ড্রাইভ ফরম্যাট করতে পারবেন।যা আরো দ্রুত করা সম্ভব।
Auto USB Copier:-এর মাধ্যমে আপনার পিসিতে মেমরী/পেন্ড্রাইভ কানেক্ট করার সাথে সাথে সেগুলো কপি হয়ে যাবে।অনেক সময় কাজের হয়ে দাঁড়ায় 😀
Real time Protection For Autorun virus & Malicious Files:-এর মাধ্যমে আপনার পিসিতে এন্টিভাইরাসের মত কাজ করবে।কোন রকম ভাইরাস ঢুকতে দিবে না।আপনি চাইলে ডিসেবলও করে দিতে পারবেন।
Fix Registry:-ভাইরাসের কারণে অনেক সময় পিসি ক্র্যাশ করে বা আপনাকে জ্বালানোর জন্য বিভিন্ন গুরুত্বপুর্ণ রেজিস্ট্রি কি গুলো নষ্ট করে দেয়।এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি রেজিস্ট্রি রিস্টোর করে নিতে পারবেন।
Update:-এবাউট মেনুতে থাকা আপডেট বাটনে চেপে নতুন ভার্সন সম্পর্কে জানতে পারএবন এবং ফ্রী ডাউনলোড করতেও পারবেন।
ডাউনলোড করে নিন
পরিশেষে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব।যদি কোন রকম সমস্যায় পরেন আমাকে মেইল করতে পারেন [email protected]
অথবা http://facebook.com/sizan.first
আরো জানতে চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। এখানে
আমি শিহাব সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা 16 জিবি ইউ এস বি আছে যা আমি কোন ভাবেই ফরম্যাট করতে পারছি না। ইউ এস বি থেকে কোন ফাইল আদান প্রদান করাও যাচ্ছে না। অনেক সফটওয়্যার দিয়ে চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় না। তাই আপনার টিউনটা পড়ে খুব ভাল লাগলো, সফটওয়্যারটাও ডাউনলোড করে রাখলাম। আপাতত কোন কমেন্ট করলাম না, ধন্যবাদ দিয়ে শেষ করলাম। ট্রাই করার পরে কমেন্ট করে জানাবো ইনশা আল্লাহ। ধন্যবাদ টিউনারকে, ধন্যবাদ টেকটিউনসকে।