আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আবার বিরক্ত করতে এসে পড়লাম আপনাদের |
আমরা সাধারনত বাংলায় লিখি অভ্র দিয়ে আর অনেকে বিজয়ে | অন্যান্য লে-আউট ব্যবহার করিনা বললেই চলে| আজকে একটা পুরোনো উপায়ে বাংলা লেখাত নতুন রিলিজ হওয়া সফটওয়্যার নিয়ে লিখছি। তা হল গুগল বাংলা ট্রান্সলিটারেশন।
অভ্র এরকম অনেক কিছু আপাত দৃষ্টিতে ভুল দেখায় যা সমাধান করা যায় গুগল বাংলা ইনপুটের মাধ্যমে| বাংলা লেখা যে কত সোজা হতে পারে এই গুগল বাংলা ইনপুট ব্যবহার করলেই বোঝা যাবে|
এখান থেকে সফটওয়ারটির ইনস্টলার ফাইলটা ডাউনলোড করে নিন ডাউনলোড করে নিন আর ইনস্টলের পরে রান করুন| মাত্র ১/২ মেগাবাইট ডাউনলোড হবে হয়ে গেলে আপনার উইন্ডোজ পিসির টাস্কবারে দেখবেন ল্যাঙ্গুয়েজ বাটন এসেছে| এখন left alt + shift চাপলেই বাংলা, আবার চাপলে ইংলিশ কি বোর্ড পাওয়া যাবে| এই কি-প্রেস নিজের মোট করে কাস্টমাইজও করে নেয়া যাবে|
পরিশেষে বলি অভ্র আমাদের বাংলা লেখার জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে| এই লেখার উদ্দেশ্য অভ্র কে বাদ দিতে উৎসাহ দেয়া নয় বরং যারা একদমই কাচা তাদেরকে সহজে বাংলায় লেখার প্রতি আগ্রহী করে তোলা|
আর গুগলের আজ পর্যন্ত যত মজার মজার লোগো বের হয়েছে দেখতে ব্রাউজ করুন এখানে।
টেকটিউনস এর স্লো-স্পিড আর যখন তখন বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোন পোস্ট করবনা এখানে। সবকিছু ঠিক হলে হয়ত আসব। এডমিনদের কাজ কর্মের প্রতি আমার এই প্রতিবাদ।
ভালো থাকুন|
প্রতিশ্রুতি মত অভ্রের নির্মাতা ও প্রোগ্রামার মেহদি ভাই নতুন রিলিজ হওয়া অভ্রে উপরোক্ত সব সুবিধাই রেখেছেন।
আর তাই নিচে নতুন অভ্রের ঠিকানা দিয়ে দিলাম ৯ মেগাবাইট ডাউনলোড করে নিন এক্ষুনি !!
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
লেআউট হিসেবে প্রভাতই ভাল লাগে। হাফ ফিক্সড, হাফ ফনেটিক।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত