আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহ।
সবাইকে ফাগুনের আগুন রং শুভেচ্ছা।
আমরা যাঁরা কম্পিউটারে নিজ মাতৃভাষা বাংলায় বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করি তাদের অন্যতম একটি সমস্যা হল ভাল হস্তাক্ষর নির্ভর বাংলা ফন্টের অভাব। আপনি নেটে গেলেই ইংরেজী বর্ণমালার হাজারো ফন্ট পাবেন। কিন্তু বাংলা ফন্টের বেলায় একশো পার করতেই হাল শেষ। এই অভাব পূরণ করার লক্ষ্যে আমরা এফওএসএস বাংলাদেশ (http://www.fossbd.org) এর স্বেচ্ছাসেবীরা মিলে একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি। এই ভাষার মাসে আমার কিছু বাংলা হস্তাক্ষর নির্ভর ফন্ট সৃষ্টির মাধ্যমে অভাবটা কিছুটা হলেও পূরণ করতে চাই।
আর এজন্যে চাই আপনাদের সার্বিক সহযোগীতা, সহায়তা। যদি আপনি মনে করেন আপনার হাতের লেখা পরিষ্কার এবং ঝকঝকে বা সুন্দর তাহলে আপনি আমাদের এই ছোট্ট কাজের অপরিহার্য একজন সঙ্গী হতে পারেন।
এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
১। http://tinyurl.com/lwmk5sm এই লিংক থেকে নথিটি নামিয়ে নিন।
২। নথিটিতে বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণ এবং যুক্তাক্ষরের জন্য একটি ঘরে ঘর রয়েছে। প্রতিটি ঘরে আপনি নিজ হাতে বর্ণটি/যুক্তবর্ণ সমূহ লিখুন।
৩। নথিটিতে আপনার প্রয়োজনীয় তথ্য দিন একটি কার্যকর ইমেইল ঠিকানা সহ (মুঠোফোন নম্বরটা অতি জরুরী নয়, তবে আপনি চাইলে দিতে পারেন)।
৪। সব কিছু হয়ে গেলে নথিটি নিচের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন।
এফওএসএস বাংলাদেশ
বাড়ী নং - ১, অ্যাভিনিউ - ৩,
ব্লক - সি, সেকশন - ২, মিরপুর
ঢাকা - ১২১৬।
আমাদের এই কার্যক্রমের সাথে সার্বিক সহযোগীতা-পরামর্শ-সহায়তা দিচ্ছেন কথা সাহিত্যিক রনদীপম বসু এবং আহমেদুর রশীদ টুটুল। টুটুল ভাই তাঁর প্রকাশনা সংস্থা "শুদ্ধস্বর"(এবারের বইমেলায় ১৭৪-১৭৬ নং স্টল) থেকেও আমাদের কার্যক্রমে সহযোগীতা দিচ্ছেন। আপনারা চাইলে বইমেলায় শুদ্ধস্বরের স্টলে সরাসরি আমাদের এই বর্ণ সংগ্রহের ছকটা ছাপানো অবস্থায় পাবেন এবং সরাসরি পূরণ করে দিতে পারবেন। বইমেলায় ঘোরাঘুরি করতে করতে একটু বিশ্রামের ফাঁকের নিজ ভাষার প্রযুক্তিগত অংশে নিজ অবদান রাখতে পারার সুযোগটা আশা করি অনেকেই বেশ আগ্রহ সহকারে নেবেন।
যদি আপনার দেয়া হাতের লেখা আমাদের ডিজাইনার টিমের পছন্দ হয় তবে সেটি আপনার নাম/ডাক নামেই প্রস্তুত করা হবে। এই ফন্টগুলো মুক্ত সফটওয়্যার ও ফন্ট (কপিলেফট, ক্রিয়েটিভ কমন্স, ওপেন ফন্ট ইত্যাদি) লাইসেন্স এর আওতায় বিনামূল্যে ব্যবহারের জন্য ওয়েবে উন্মুক্ত করা হবে। যে ফন্ট বা ফন্টসমূহ আগামী বইমেলা অবদি সর্বোচ্চ ডাউনলোড/জনপ্রিয় হবে সেগুলোর হাতের লেখা দানকারীদেরকে আগামী ১৪২২ বঙ্গাব্দের অমর একুশের বইমেলাতে পুরস্কৃত করা হবে।
আসুন ভাষার মাসে নিজের ভাষাকে প্রযুক্তি জগতে সমৃদ্ধ করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসি। ভাষার জন্য আপনাকে জীবন দিতে হবে না; আপনার হাতের লিখাটি দিলেই হয়ে যাবে।
যাঁরা নিজ হাতের লেখা অসুন্দর ধরে নিয়ে আমার মত আফসোস করছেন তাদের জন্য বলছি -- যদি আপনার আশেপাশে এমন কাউকে আপনি চেনেন যাঁর হাতের লিখা সুন্দর তাহলে তার কাছে আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানিয়ে দিন। কেননা তাঁর হাতের লেখাটি আমাদের পছন্দ হলে সেটা আপনার জন্যও গর্বের একটা কারণ হবে।
সবার উদ্দেশ্যে বলছি। আপনারা যতটা সম্ভব এই লেখাটি সবখানে ছড়িয়ে/সবাইকে জানিয়ে দিন। চাইলে নিজ নিজ ব্লগে/ফোরাম/ওয়েবসাইটে এই লেখাটির অনুলিপি করে ছড়িয়ে দিতে পারেন। আশা করি এতে করে পক্ষান্তরে আমাদের মাতৃভাষার জন্যেই বর্তমান প্রজন্ম হিসেবে কিছু অবদান রাখা হবে।
----
সগীর হোসাইন খান।
তথ্য ও গবেষণা সচিব
এফওএসএস বাংলাদেশ।
আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো নিজেই করা যায় । এত কষ্টের দরকার আছে নাকি ??