আপনার হাতের লিখা কি খুব সুন্দর! তাহলে আপনার হাতের লিখা নিয়েই হতে পারে চমৎকার বাংলা ফন্ট!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহ।
সবাইকে ফাগুনের আগুন রং শুভেচ্ছা।

আমরা যাঁরা কম্পিউটারে নিজ মাতৃভাষা বাংলায় বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করি তাদের অন্যতম একটি সমস্যা হল ভাল হস্তাক্ষর নির্ভর বাংলা ফন্টের অভাব। আপনি নেটে গেলেই ইংরেজী বর্ণমালার হাজারো ফন্ট পাবেন। কিন্তু বাংলা  ফন্টের বেলায় একশো পার করতেই হাল শেষ। এই অভাব পূরণ করার লক্ষ্যে আমরা এফওএসএস বাংলাদেশ (http://www.fossbd.org) এর স্বেচ্ছাসেবীরা মিলে একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি। এই ভাষার মাসে আমার কিছু বাংলা হস্তাক্ষর নির্ভর ফন্ট সৃষ্টির মাধ্যমে অভাবটা কিছুটা হলেও পূরণ করতে চাই।

আর এজন্যে চাই আপনাদের সার্বিক সহযোগীতা, সহায়তা। যদি আপনি মনে করেন আপনার হাতের লেখা পরিষ্কার এবং ঝকঝকে বা সুন্দর তাহলে আপনি আমাদের এই ছোট্ট কাজের অপরিহার্য একজন সঙ্গী হতে পারেন।

এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
১। http://tinyurl.com/lwmk5sm এই লিংক থেকে নথিটি নামিয়ে নিন।
২। নথিটিতে বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণ এবং যুক্তাক্ষরের জন্য একটি ঘরে ঘর রয়েছে। প্রতিটি ঘরে আপনি নিজ হাতে বর্ণটি/যুক্তবর্ণ সমূহ লিখুন।
৩। নথিটিতে আপনার প্রয়োজনীয় তথ্য দিন একটি কার্যকর ইমেইল ঠিকানা সহ (মুঠোফোন নম্বরটা অতি জরুরী নয়, তবে আপনি চাইলে দিতে পারেন)।
৪। সব কিছু হয়ে গেলে নথিটি নিচের ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন।
এফওএসএস বাংলাদেশ
বাড়ী নং - ১, অ্যাভিনিউ - ৩,
ব্লক - সি, সেকশন - ২, মিরপুর
ঢাকা - ১২১৬।

আমাদের এই কার্যক্রমের সাথে সার্বিক সহযোগীতা-পরামর্শ-সহায়তা দিচ্ছেন কথা সাহিত্যিক রনদীপম বসু এবং আহমেদুর রশীদ টুটুল। টুটুল ভাই তাঁর প্রকাশনা সংস্থা "শুদ্ধস্বর"(এবারের বইমেলায় ১৭৪-১৭৬ নং স্টল) থেকেও আমাদের কার্যক্রমে সহযোগীতা দিচ্ছেন। আপনারা চাইলে বইমেলায় শুদ্ধস্বরের স্টলে সরাসরি আমাদের এই বর্ণ সংগ্রহের ছকটা ছাপানো অবস্থায় পাবেন এবং সরাসরি পূরণ করে দিতে পারবেন। বইমেলায় ঘোরাঘুরি করতে করতে একটু বিশ্রামের ফাঁকের নিজ ভাষার প্রযুক্তিগত অংশে নিজ অবদান রাখতে পারার সুযোগটা আশা করি অনেকেই বেশ আগ্রহ সহকারে নেবেন।

যদি আপনার দেয়া হাতের লেখা আমাদের ডিজাইনার টিমের পছন্দ হয় তবে সেটি আপনার নাম/ডাক নামেই প্রস্তুত করা হবে। এই ফন্টগুলো মুক্ত সফটওয়্যার ও ফন্ট (কপিলেফট, ক্রিয়েটিভ কমন্স, ওপেন ফন্ট ইত্যাদি) লাইসেন্স এর আওতায় বিনামূল্যে ব্যবহারের জন্য ওয়েবে উন্মুক্ত করা হবে। যে ফন্ট বা ফন্টসমূহ আগামী বইমেলা অবদি সর্বোচ্চ ডাউনলোড/জনপ্রিয় হবে সেগুলোর হাতের লেখা দানকারীদেরকে আগামী ১৪২২ বঙ্গাব্দের অমর একুশের বইমেলাতে পুরস্কৃত করা হবে।

আসুন ভাষার মাসে নিজের ভাষাকে প্রযুক্তি জগতে সমৃদ্ধ করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসি। ভাষার জন্য আপনাকে জীবন দিতে হবে না; আপনার হাতের লিখাটি দিলেই হয়ে যাবে।

যাঁরা নিজ হাতের লেখা অসুন্দর ধরে নিয়ে আমার মত আফসোস করছেন তাদের জন্য বলছি -- যদি আপনার আশেপাশে এমন কাউকে আপনি চেনেন যাঁর হাতের লিখা সুন্দর তাহলে তার কাছে আমাদের এই কার্যক্রম সম্পর্কে জানিয়ে দিন। কেননা তাঁর হাতের লেখাটি আমাদের পছন্দ হলে সেটা আপনার জন্যও গর্বের একটা কারণ হবে।

সবার উদ্দেশ্যে বলছি। আপনারা যতটা সম্ভব এই লেখাটি সবখানে ছড়িয়ে/সবাইকে জানিয়ে দিন। চাইলে নিজ নিজ ব্লগে/ফোরাম/ওয়েবসাইটে এই লেখাটির অনুলিপি করে ছড়িয়ে দিতে পারেন। আশা করি এতে করে পক্ষান্তরে আমাদের মাতৃভাষার জন্যেই বর্তমান প্রজন্ম হিসেবে কিছু অবদান রাখা হবে।

----
সগীর হোসাইন খান।
তথ্য ও গবেষণা সচিব
এফওএসএস বাংলাদেশ।

Level New

আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা তো নিজেই করা যায় । এত কষ্টের দরকার আছে নাকি ??

    Level New

    @green poison: আপনি এটা পারেন বলে আপনার কাছে সহজ। কিন্তু সবাই এটা পারে না। যারা পারে না কিন্তু সুন্দর হাতের লিখা রয়েছে তাদের জন্য আমাদের উদ্যোগটা কাজে দিবে। আর যারা পারে এবং হাতের লিখা সুন্দর তারা নিশ্চয় চিন্তা করবে আমি নিজেই করে ফেলি। দুই দিকেই আমাদের উদ্দেশ্য সফল হবে।

চমৎকার এই উদ্যোগটির জন্য সাধুবাদ জানাই 🙂
আশা করি আপনাদের এই প্রচেষ্টা আমাদের বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে।
এরকম ব্যতিক্রমী চিন্তাগুলোই আমাদের দেশকে এবং ভাষাকে সবার সামনে তুলে ধরতে সহায়তা করবে।
টিউনারকে ধন্যবাদ তার সুন্দর এই টিউনের জন্য।

    Level New

    @সানিম মাহবীর ফাহাদ:
    আপনার সাধুবাদ সানন্দে গ্রহণ করা হল।
    বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্যই আমাদের এই চেষ্টা। ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও আমরা সফল হব।
    আমরা সবাই মিলে চেষ্টা করলে দেশকে উপরে তুলতে খুব বেশী সময় লাগবে না।
    আপনাকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য়।

খুব সুন্দর উদ্যোগ,আশা করছি আপনারা অনেক রেসপন্স পাবেন এবং আমরা পাবো কিছু সুন্দর ফন্ট।

সবার জন্য সিস্টেমটাকে আরেকটু সহজ করতে ফর্মটি অন্য কোন ফাইল হোস্টিং সার্ভারে আপলোড করে দিতে পারেন এবং ফিলআপ করার পর যেন আরো সহজে আপনাদের কাছে পৌছে দিতে পারে তারজন্য অনলাইনের যেকোন মাধ্যম ব্যাবহার করতে পারেন।
স্ক্যান করে সফট কপিটা পাঠিয়ে দেওয়া সহজ বলে মনে হচ্ছে।

ধন্যবাদ। 😈

    Level New

    @Bootable Ishraque:
    অনেক সারা না পেলেও বেশ ভালই সারা পাচ্ছি। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই বেশ সারা পেয়েছি।
    এটি স্ক্যান করে দিতে বলিনি কারণ একেকজন একেক রেজুলেশনে পাঠাবে। তা থেকে ফণ্ট করতে গেলে আমাদের বেশ বেগ পেতে হবে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন। কাজ করতে হয় অন্য দিক থেকে সময় বাঁচিয়ে। সেখানে ঝামেলা বেড়ে গেলে কাজের সেই রকম অবস্থা দাঁড়ায়। বুঝতেই পারছেন। আমাদের কাজটি সহজ করার জন্য ডাকযোগে পাঠানোর কথা বলা হয়েছে।
    কারও যদি সরাসরি লিখে দিতে ইচ্ছে করে তাহলে বই মেলার স্টলের নাম্বার ও নাম দেওয়া আছে। সেখানে আমাদের নথিটি (ফমরটি) দেওয়া আছে। চাইলে সেখানে গিয়ে ফরম পুরন করে দিয়ে আসতে পারবেন। মেলাতেও ঘুরা হল আবার এই কাজও হল।

সত্যিই অসাধারন উদ্যোগ। বাংলার জন্য আমাদের প্রত্যেক্যেই কিছু করা উচিত।

    Level New

    @ব্লগার মারুফ:
    ধন্যবাদ মারুফ ভাই!
    আপনার আশে পাশে কেউ যদি সুন্দর হাতের লিখার অধিকারী হন তাহলে তাকে এই কার্যক্রম সম্পর্কে জানিয়ে দিতে পারেন।

উদ্যোগটি খুব ই ভাল ।

উদ্যোগ টা ভালো .আমি সামান্য বুঝতে পারছি ,পুরো বুজতে চাই .একটি ইমেল করলে ভালো হয় ,[email protected]

    Level New

    @ফাহাদ রাজিব: ফাহাদ রাজিব ভাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আপনাকে একটি মেইল করে দেওয় হয়েছে।

আসসালামু আলাইকুম। ভাই আমি সুন্দর হাতের লেখায় বহু পুরষ্কার পেয়েছি। জেলা ভিত্তিক, বিভাগীয়, জাতীয় পুরষ্কার পেয়েছি। আমি কী আপনার কোন কাজে আসতে পারি????

জানাবেন।
ধন্যবাদ।

    Level New

    @আব্দুল আহাদ মিয়া:
    ধন্যবাদ আপনাকে টিউনটি পড়ার জন্য।
    বুঝাই যাচ্ছে আপনার হাতের লিখা খুবই সুন্দর। আপনি আমাদের জন্য, বাংলা ভাষার জন্য অনেক কিছুই করতে পারেন। তাহলে আর দেরি না করে আমাদের হস্তাক্ষরের ফরমটিতে আপনরা হাতের লিখায় পুরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। বিস্তারিত পোস্টেই লিখা আছে। আশা করি বুঝতে সমস্যা হবে না।

    Level New

    @আব্দুল আহাদ মিয়া:
    আসসালামু আলাইকুম।
    ভাই! আপনি কি আমাদের ফরম পুরণ করে পাঠিয়েছেন? আমি আপনার ফরমের অপেক্ষায় আছি। আশা করি আপনার হস্তাক্ষরে প্রণীত ফন্ট আমাদের ভাষাকে প্রযুক্তি জগতে সমৃদ্ধ করবে।

আমার একজন শিখক আছে খুব সুন্দর তার হাতের লেখা।

    Level New

    @রাকিব হাসান: ধন্যবাদ রাকিব ভাই! তাহলে তার কাছে আমাদের এই কার্যক্রমের খবরটা একটু পাঠিয়ে দিন। এই সুবাদে আমাদের বাংলা ভাষা একটু উপকৃত হবে।

bro onk sundor uddeg. Apnar moto amra sobai try korlei amader bangla vasake onk upore uthate parbo & online e bangla vasake somriddho korte parbo.

ফন্ট টা কি তৈরি হয়ে গেছে ভাইয়া?

    Level New

    @রং নম্বর: ধন্যবাদ ভাই। পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।
    ফন্ট একটি নয়। একাধিক। মোট ২৬ টি হাতের লিখা পেয়েছি আমরা। সবগুলো নিয়ে ফন্ট তৈরী করা হবে। এর পর পিসিতে টাইপ করে দেখা হবে কোনটা কিরকম লাগছে। সেখান থেকে চুড়ান্ত ভাবে বাছাই করা হবে কোনটা কোনটা রাখা হবে।
    সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে অনেক সময় লাগবে। আমরা সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজটি করছি। নিজেদের সময় থেকে সময় বের করে কাজগুলো করতে হয়। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।