ক্রোম ব্রাইজার
আমার উইন্ডোজ ৭ এ ক্রোম ব্যবহার করতে গেলে বাংলা ফন্ট গুলো এরকম বক্স হয়ে আসে। অভ্র ইনস্টল করে, ক্রোম সেটিং এ আমি বাংলা ফন্ট সিলেক্ট করেও দেখেছি, লাভ হয়নি।
বাইদু ব্রাউজার
আর বাইদু ব্রাউজারে বাংলা আসেই না।
অভিজ্ঞ ভাইয়েরা আমাকে এই সমস্যার একটা সমাধান দিন। গুগল সার্চ করে এখন পর্যন্ত এই সমস্যার সমাধান পাইনি...
টিউন করার ক্ষেত্রে কোন ভুল হলে এডমিন ভাইয়েরা মাফ করে দিবেন। আমি কোন উপায় না পেয়েই টিউনটা করেছি...
আমি Canvas of Life। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি অভ্র কীবোর্ড ইন্সটল করেন (লেটেস্ট ভারশন), ইন্সটল করার সময় সিয়াম রুপালী ফ্রন্ট টাও ইন্সটল করে নেন ( লেটেস্ট ভারশনএ ইন্সটলেশন এর সময় থাকবে)।
তাও যদি না হয় তবে Solemon Lipi ফ্রন্ট টা ইন্সটল করতে পারেন।