টেকটিউনস কে আমার অনেক অনেক ধন্যবাদ এবং টেকটিউনের সকল টিউনার ও ভিজিটর দের আমার সালাম/নমস্কার জানিয়ে আমি আমার প্রথম টিউন করতে চলেছি।
তার আগে আমি কিছু বলতে চাই...
টেকটিউনস এর সাথে আমার পরিচয় মাত্র ১ বছর। টেকটিউনস এ টিউন করার সব নিয়ম হয়ত আমি জানি না। তাই যদি কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন।
টিউনার দের টিউন করতে দেখে আমারও ইচ্ছা হয় নতুন কিছু নিয়ে টিউন করতে। কিন্তু টেকটিউনস এ এত কিছুর সমাহার যেখানে আপনাদের দেওয়ার মত নতুন কিছু আমার কাছে নেই। আর যেগুলো আছে তার চেয়ে হয়ত ভালো কিছু আছে টেকটিউনস এ।
যাইহোক... আমি যে সফটওয়্যার নিয়ে টিউন করছি সেটা হল None-Unicode বাংলা লেখার একটি সফটওয়্যার।
যার নাম “বাংলা ওয়ার্ড”।এর সাথে পাবেন মনকাড়া ১০০টি ফন্ট স্টাইল।
Just some of the many features of BanglaWord.
Dropbox Link : https://www.dropbox.com/s/hv1mu9wom1w17tz/BANGLA%20WORD.zip?dl=0
Box Link : https://app.box.com/s/anctkzxixbh4nwdfmzay
ডাউনলোড শেষে UnZip করুন। সাধারণ ভাবে ইন্সটল করুন।
সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট করুন-> Right Click করুন-> ইন্সটল এ ক্লিক করুন।
লিখতে আসুবিধা হলে Help মেনু থেকে User Guide এ ক্লিক করুন।
অসুবিধা হলে কমেন্ট করুন।
এই সফটওয়্যার টি নিয়ে বাংলার হৃদয় টিউন করেছিলেন, কিন্তু Download Link আমি পাইনি। জানিনা সাথে কোন ফন্ট স্টাইল ছিল কিনা।
ধন্যবাদ
আমি রবি দেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অভ্র-র থেকে ভাল নাকি খারাপ?