আশা করছি সবাই ভাল আছেন। পড়াশোনা এবং পরীক্ষার চাপে নিয়মিত টিউন করতে পারি না। আর আজকে কনো ট্রিক বা মজাদার কিছু নিয়ে আসেনি। এসেছি নিয়ে কিছু জনপ্রিয় বাংলা লিরিক্সের ওয়েবসাইট এবং ব্লগ এর ঠিকানা । আমরা সবাই গান অনেক পছন্দ করি আর আমাদের জন্মভুমি বাংলাদেশ তো আদি থেকে সঙ্গিত এবং সাহিত্য চর্চা করে আসছে এবং আমরা অনেক সুনাম করেছি বিশের দরবারে। যে লিঙ্ক গুলো আমি শেয়ার করছি , যেনে রাখা ভাল যে এগুলো বেশ কয়েক মাস ধরে গুগলের প্রথম পাতাই স্থান করে রেখেছে। আপনার মনে করেছেন কি আবল তাবল একটা টিউন করলাম আমি , লিরিক্স কি কোনো প্রয়োজনিও জিনিস ? আমার মতে হা লিরিক্স প্রয়োজনীয়ো জিনিস কেননা লিরিক্স হচ্ছে একধরনের কবিতা যাতে সুরালাপ করে মিউযিক এ পরিনত করা হয়। এগুলো হচ্ছে একজন শিল্পির মেধা যাকে সংরক্ষন করা দরকার । আর এ জন্য এই ওয়েবসাইট গুলো প্রতিনিয়ত চেষ্টা করছে এগুলোকে টিকিয়ে রাখার যাতে আগামী প্রজন্ম এগুলো পরতে পারে আর আমাদের সংষ্কৃতি ধরে রাখতে পারে। আসুন দেখে নিয় এই ওয়েবসাইট গুলোর ঠিকানা-
If you liked it please let me know through comment......ধন্যবাদ
আমি অয়ন উপাধ্যায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটাও একটা ভালো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অরিজিত সিংএর বাংলা গানের লিরিক্স আছে।