ইন্টারনেট ব্যাবহারকারীদের ভেতর অনেকেই অভিযোগ করেন বাংলা ফন্টগত সমস্যা নিয়ে। আপনি হয়তো বিভিন্ন উপায়ে এ সমস্যার সমাধান করেন, অথবা করার চেষ্টা করেন। যদিও বিষয়টি অনেক কমন তারপরেও অনেক সময় এই সমস্যা নিয়ে অনেক নাজেহাল অবস্থার ভেতর পড়তে হয়। এই সমস্যার সমাধানে আজকের এই টিউটোরিয়াল।
বাংলা লেখা এবং পড়ার জন্য যেমন বাংলা ফন্টের প্রয়োজন হয় ঠিক তেমনি ওয়েবে বাংলা ফন্ট দেখা এবং লেখার জন্য ইউনিকোড ফন্টের প্রয়োজন হয়। আমরা সাধারণত কম্পিউটারে বিজয় ইন্সটল দেয়ার মাধ্যমে বাংলা ফন্টগত সমস্যার সমাধান করে থাকি। ঠিক তেমনি ভাবে কম্পিউটারে ইউনিকোড ফন্ট ইন্সটল দিলেই ওয়েবের বাংলা দেখা এবং লেখা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। তো আসুন দেখে নেই কীভাবে এই সমস্যার সমাধান করা যায়...
এ বিষয়ে অনেক টিউটোরিয়াল এবং ভিডিও রয়েছে ইন্টারনেটে, তারপরেও নতুনদের জন্য সহজ এবং সাবলীল ভাষায় টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতেই পারে, আপনাদের উৎসাহ আমাকে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে অনুপ্রেরনা যোগাবে।
এই ভিডিও এবং ভিডিওতে দেখানো সফটওয়ার, ফন্ট সবগুলো একসাথে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা, শুধু সফটওয়ার ডাউনলোড করে এখানে (উইনডোজ এক্সপি) এবং এখানে (উইনডোজ- ৭/৮) ক্লিক করুন।
টিউটোরিয়াল সংক্রান্ত কোন প্রশ্ন, মতামত, অভিযোগ থাকলে কমেন্ট জানাতে পারেন। অথবা-
আমায় পেতে ফেসবুকে নক করতে পারেন
আমি Mostafizur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Currently I'm teaching myself. I try to learn a new skill every day and I am so passionate about my work that I won't give up until I am fully satisfied with the outcome.