আমরা অনেকেই জানি গুগল ট্রান্সলিটারেশনের মাধ্যমে বাংলা লেখা যায় ওয়েব ব্রাউজার থেকেই। যারা আগে জানতেন না, কিংবা ট্রাই করে দেখা হয়ে ওঠেনি তাদের জন্যেই এই টিপসটি দিয়ে দিলাম।
১। প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজার খুলুন।
২। নতুন বুকমার্ক বানাতে হবে। তার জন্যে মেনু থেকে বুকমার্ক মেনু ওপেন করুন, রাইট ক্লিক করুন। নিউ বুকমার্ক এ ক্লিক করুন। Name এর জায়গায় লিখুন Google Trans অথবা যা খুশি। Location এর জায়গায় পেস্ট করুন নিচের অংশটুকু:
javascript:(t13nb=window.t13nb||function(l){var%20t=t13nb,d=document,o=d.body,c=”createElement”,a=”appendChild”,w=”clientWidth”,i=d(”span”),s=i.style,x=o[a](d(”script”));if(o){if(!t.l){t.l=x.id=”t13ns”;o[a](i).id=”t13n”;i.innerHTML=”Loading%20Transliteration”;s.cssText=”z-index:99;font-size:18px;background:#FFF1A8;top:0″;s.position=d.all?”absolute”:”fixed”;s.left=((o[w]-i[w])/2)+”px”;x.src=”http://t13n.googlecode.com/svn/trunk/blet/rt13n.js?l=”+l}}else%20setTimeout(t,500)})(’bn’)
৩। এবার সেভ ক্লিক করুন।
৪। যে সাইটে বাংলা লিখবেন(যেমন: ফেসবুক) সাইট ওপেন করুন। যে স্থানে লিখবেন তাতে ক্লিক করুন। এবার একটু আগে বানানো বুকমার্কটিতে ক্লিক করুন। সামান্য অপেক্ষা করুন (প্রায় ৫-১০ সেকেন্ড, আপনার ইন্টারনেট স্পিডের ওপর নির্ভর করে)।
৫। এবার লোড হয়ে গেলে দেখবেন লেখার স্থানে একটি 'অ' চিহ্ন চলে এসেছে !
৬। এবার ফনেটিকে লিখতে থাকুন বাংলায়, কোনো সফটওয়্যার ছাড়াই!
৭। আরো সহজে ওপেন করতে ফায়ারফক্সের view > toolbar > bookmark toolbar টি এনাবল করে তার পর বুকমার্ক বার-এ রাইট ক্লিক করে new bookmark খুলে ২ ও ৩ নাম্বার স্টেপ দুটো অনুসরন করুন। তাহলে এক ক্লিকেই বুকমার্ক বার থেকে জাভাস্ক্রিপ্টটি এনাবল করা যাবে।
লেখার পদ্ধতি:
আমার কাছে কখনো কখনো এটিকে অভ্র থেকেও সহজ মনে হয়েছে এর কারেক্টশন অপশনটির ইউজার ফ্রেন্ডলিনেস এর কারনে। এটি অভ্র থেকে এক জায়গায় আলাদা, আর তা হল অভ্রে আমরা 'amar' ইংলিশে লেখা সাথে সাথে বাংলায় আমার হয়ে দেখায়। কিন্তু এটিতে হয় লেখা শেষে, স্পেস(space) দেবার পরে। অর্থাৎ 'amar' লেখা শেষে আপনি যখন স্পেস দেবেন পরের শব্দটি লেখার জন্যে, তখনি দেখবেন 'amar'লেখাটি 'আমার' হয়ে গেছে। জাস্ট কয়েক মিলিসেকেন্ড সময় লাগে আর তা লাগে আপনার পিসি থেকে গুগলের কাছে ডাটাটি পাঠাতে আর আবার রিসিভ করতে।
আরো যেটা নতুন ইউজারদের জন্য সবচে উপকারি তা হল অভ্রে আমরা দেখি 'ট' আনতে গেলে 'shift + t' দেয়া লাগে, 'ঠ' আনতে 'shift + th' দেয়া লাগে, যা অনেকের কাছে বিরক্তিকর। এছাড়াও অভ্রে যুক্তবর্ণ হওয়া এড়াতে ' ` ' (টিল্ড) চাপা লাগে। (যারা উবুন্টুতে/মিন্টে(লিনাক্স) অভ্র দিয়ে লেখেন, অটো কারেক্ট অপশন না থাকায় তাদের তো জান বের হয়ে যায়। তার উপর আছে gedit থেকে বাংলা লেখাটি কপি পেস্ট করার ঝামেলা। উইন্ডসে আবার বেশ স্বাচ্ছন্দ্যময় :P)
বানান শুদ্ধ করা(খুবই কার্যকর):
লিখতে গিয়েছিলেন 'আশ্চর্য' অর্থাৎ আপনাকে 'ascorrzo' টাইপ করতে হবে(অভ্র) ইংলিশে। কিন্তু মোবাইল এস.এম.এস. সংস্কৃতির স্টাইলে লিখে বসলেন 'aschorjo', এখন কি হবে? অভ্রে দেখবেন লেখা এসেছে 'আসছরজ'(উইন্ডসে অভ্রের অটো কারেক্ট অপশন আপনাকে 'আশ্চর্য' করে দিতে পারে), কিন্তু আপনি যদি গুগলের জাভাস্ক্রিপ্টটি দিয়ে লেখেন, দেখবেন ঠিক ঠিক 'আশ্চর্য' ই লেখা হয়েছে।
তার পরেও বানান ভুল হয়েছে? কোনো ব্যাপার না। ভুল বানানটিতে ক্লিক করুন, দেখুন ড্রপ ডাউন মেনু ওপেন হয়েছে যাতে আপনার দেয়া বানানটির আরো কয়েকটি রূপ দেয়া আছে, শুদ্ধটি সিলেক্ট করে নিন চোখের নিমিষেই।
সীমাবদ্ধতা:
বোঝাই যাচ্ছে, এই জাভাস্ক্রিপ্টটি ইন্টারনেট ছাড়া কাজ করেনা। এটি দিয়ে শুধু ওয়েবেই বাংলা লেখা যাবে, অন্য কোনো টেক্সট এডিটরে নয়।
এই পোস্টে কিছু সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি।
**কমেন্ট করলে ভালো লাগবে, খারাপ লাগলে বকাবকি না করে বুঝিয়ে বললে আরো ভালো লাগবে। **
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ধন্যবাদ আপনাকে।