অভ্র হাতে পাবার আগে ইন্টারনেটে বাংলিশে অনেক লেখালেখি করেছেন? ভাবছেন, ইস! সেই লেখাগুলোকে যদি বাংলায় কনভার্ট করা যেত! হ্যা, আপনার জন্য এসে গেছে গুগল স্ক্রীপ্ট কনভার্টার। এর সাহায্যে বাংলিশ ( ইংরেজী অক্ষর দিয়ে বাংলা ) লেখাকে সহজেই বাংলা ইউনিকোডে রূপান্তরিত করতে পারবেন।
যেমন ধরুন, "ami vat khai" লিখে সেটাকে বাংলায় কনভার্ট করলে তা "আমি ভাত খাই" হয়ে যাবে।
শুধু তাই নয়, যে কোন ওয়েবপেজের লিঙ্ক গুগল স্ক্রীপ্ট কনভার্টারে দিয়ে দিলে তা পুরো পেজকেই আপনার পছন্দমতো অন্য ভাষায় ( অনুবাদ নয়, উচ্চারণ ) করে ফেলবে।
এটার একটা বড় সুবিধা আছে। যেমন- আমি হিন্দি শব্দ শুনলে তার অর্থ বুঝতে পারি, কিন্তু হিন্দি লেখা পড়তে পারিনা। এক্ষেত্রে আমি গুগল স্ক্রীপ্ট কনভার্টারের সাহায্য নিই। যেমন- " इस पृष्ट की बौछार के उपभोग के लिए " এখানে কি লেখা আছে সেটা আমি পড়তে পারিনা। কিন্তু গুগল স্ক্রীপ্ট কনভার্টারে এটার উচ্চারণ বাংলায় " ইস পৃষ্ট কী বৌছার কে উপভোগ কে লিএ " এবং ইংরেজীতে "is prisht ki bauchhar ke upabhog ke liye" থেকে সহজেই বুঝতে পারি এর অর্থ- "এই পৃষ্ঠার ফিচারগুলো উপভোগ করার জন্য" ।
এছাড়া পুরো ব্লগের লিঙ্ক দিয়ে পুরো ব্লগটাকেই অন্য ভাষায় (উচ্চারণ) রূপান্তর করতে পারেন আপনি। উদাহরণস্বরূপ হিন্দি এই ব্লগের কিছু অংশকে বিবেচনা করি-
স্ক্রীপ্ট কনভার্টারের সাহায্যে একে বাংলায় রূপান্তরিত করলে দেখায়-
ইংরেজীতে-
ফলে আমি সহজেই এটার অর্থ বুঝতে পারি।
নিজে নিজেই হয়ে যান ভাষাবিদ। সবগুলো ভাষাকে চষে বেড়ান আপনার ইচ্ছামতো।
আরেকটা কথা, কেউ তার নিজের ভাষার অক্ষরে অন্য ভাষার কাউকে গালি দিলে বা অন্য কিছু বললে সেটার অর্থও কিন্তু বের করা সম্ভব। যেমনঃ আপনি কাউকে "গাধা" বলে গালি দিলেন। প্রথমে স্ক্রীপ্ট কনভার্টারে এটাকে ইংরেজীতে রূপান্তরিত করলে আসে "gadha". এবার আরব্যান ডিকশনারীতে সেটার অর্থ খুঁজলে দেখায় "means donkey in hindi, used as an insult if someone does something stupid" । কাজেই সবধান।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
খুবেই গুরুতৃপুর্ন তথ্য শেয়ার করার জন্য ধন্য বাদ।