গুগল স্ক্রীপ্ট কনভার্টারঃ বাংলা কম্পিউটিংসহ আন্তর্জাতিক সেতুবন্ধনে এক বিপ্লব

অভ্র হাতে পাবার আগে ইন্টারনেটে বাংলিশে অনেক লেখালেখি করেছেন? ভাবছেন, ইস! সেই লেখাগুলোকে যদি বাংলায় কনভার্ট করা যেত! হ্যা, আপনার জন্য এসে গেছে গুগল স্ক্রীপ্ট কনভার্টার। এর সাহায্যে বাংলিশ ( ইংরেজী অক্ষর দিয়ে বাংলা ) লেখাকে সহজেই বাংলা ইউনিকোডে রূপান্তরিত করতে পারবেন।


যেমন ধরুন, "ami vat khai" লিখে সেটাকে বাংলায় কনভার্ট করলে তা "আমি ভাত খাই" হয়ে যাবে।

শুধু তাই নয়, যে কোন ওয়েবপেজের লিঙ্ক গুগল স্ক্রীপ্ট কনভার্টারে দিয়ে দিলে তা পুরো পেজকেই আপনার পছন্দমতো অন্য ভাষায় ( অনুবাদ নয়, উচ্চারণ ) করে ফেলবে।

এটার একটা বড় সুবিধা আছে। যেমন- আমি হিন্দি শব্দ শুনলে তার অর্থ বুঝতে পারি, কিন্তু হিন্দি লেখা পড়তে পারিনা। এক্ষেত্রে আমি গুগল স্ক্রীপ্ট কনভার্টারের সাহায্য নিই। যেমন- " इस पृष्ट की बौछार के उपभोग के लिए " এখানে কি লেখা আছে সেটা আমি পড়তে পারিনা। কিন্তু গুগল স্ক্রীপ্ট কনভার্টারে এটার উচ্চারণ বাংলায় " ইস পৃষ্ট কী বৌছার কে উপভোগ কে লিএ " এবং ইংরেজীতে "is prisht ki bauchhar ke upabhog ke liye" থেকে সহজেই বুঝতে পারি এর অর্থ- "এই পৃষ্ঠার ফিচারগুলো উপভোগ করার জন্য" ।

এছাড়া পুরো ব্লগের লিঙ্ক দিয়ে পুরো ব্লগটাকেই অন্য ভাষায় (উচ্চারণ) রূপান্তর করতে পারেন আপনি। উদাহরণস্বরূপ হিন্দি এই ব্লগের কিছু অংশকে বিবেচনা করি-

স্ক্রীপ্ট কনভার্টারের সাহায্যে একে বাংলায় রূপান্তরিত করলে দেখায়-

ইংরেজীতে-

ফলে আমি সহজেই এটার অর্থ বুঝতে পারি।

নিজে নিজেই হয়ে যান ভাষাবিদ। সবগুলো ভাষাকে চষে বেড়ান আপনার ইচ্ছামতো।

আরেকটা কথা, কেউ তার নিজের ভাষার অক্ষরে অন্য ভাষার কাউকে গালি দিলে বা অন্য কিছু বললে সেটার অর্থও কিন্তু বের করা সম্ভব। যেমনঃ আপনি কাউকে "গাধা" বলে গালি দিলেন। প্রথমে স্ক্রীপ্ট কনভার্টারে এটাকে ইংরেজীতে রূপান্তরিত করলে আসে "gadha". এবার আরব্যান ডিকশনারীতে সেটার অর্থ খুঁজলে দেখায় "means donkey in hindi, used as an insult if someone does something stupid" । কাজেই সবধান।

বাংলায় সহায়ক অন্যান্য কিছু লিঙ্কঃ

  • গুগল ট্র্যান্সলেটরঃ উপরের স্ক্রীপ্ট কনভার্টার যেমন এক ভাষার অক্ষরে লেখাকে অন্য ভাষায় রূপান্তরিত করে, অনেকটা সেরকম ভাবেই এক ভাষার লেখাকে অন্য ভাষায় অনুবাদ করে। ( তবে দুঃখের বিষয় বাংলায় অনুবাদ করতে পারেনা। )
  • অনুবাদক অনলাইনঃ এটাকে গুগল ট্র্যান্সলেটরের বাংলা বিকল্প বলা যায়। অর্থাৎ ইংরেজী লেখাকে বাংলায় অনুবাদ করে। গুগল ট্র্যান্সলেটরে বাংলা না থাকায় বাংলার জন্য এই টুলটিই ব্যবহার করি আমি।
  • গুগল ডিকশনারীঃ এটা থাকলে অন্য কোন ডিকশনারীর দরকার আছে বলে আমার মনে হয়না। বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, বা যে কোন ভাষা থেকে অন্য আরেক ভাষার ডিকশনারী।
  • বাংলা টু বাংলা ডিকশনারীঃ সম্ভবত এটিই একমাত্র অনলাইন বাংলা টু বাংলা ডিকশনারী।

বাংলা বিষয়ক আরও কিছু লিঙ্কঃ

বাংলা ইউনিকোড কনভার্টার

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবেই গুরুতৃপুর্ন তথ্য শেয়ার করার জন্য ধন্য বাদ।

রনি ভাই জটিলস টিউন উপহার দিলেন ……………… আপনাকে রাজশাহীর ল্যাংরা আমের মত ধন্যবাদ 😉

    হা…… হা……
    আপনাকেও একই রকম ধন্যবাদ বাঁধন ভাই।

টিউনটি স্টিকি করবেন না……

সরাসরি নির্বাচিত করুন।

ধন্যবাদ রনি ভাই দারুন একটি টিউন করার জন্য।
এটিকে নির্বাচিত করার অনুরোধ জানাচ্ছি।

Great Tune……………..
😀 😀 😀

Level 0

রনি ভাইজান

আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই টিউনের জন্য। আপনার প্রতি মাসের নিয়মিত টিউন এখন দেখা যায় না কেন?

তাছাড়া আপনার তো দেখা মিলে না এইখানে। থাকেন কোথায় ?

    মাসিক টিউন দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। গত ২ মাস প্রচুর ঝামেলায় ছিলাম। ব্যক্তিগত কিছু কাজে অনেক সময় দিতে হয়েছে। তাই রেগুলার হতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

    আমি টুকটাক এখানে লিখি অবসর পেলে।

গুগল ক্রোম থাকলে আরো মজা … কিছুই করতে হয় না , ক্রোমই জিজ্ঞেস করে ট্রানসলেট করবে কি না 🙂
তবে স্ক্রীপ্ট কনভার্টারটা আসলেই চমতকার জিনিস , গুগল আসলেই বস !

    হুম। স্ক্রীপ্ট কনভার্টারের জাদুতে আমি মুগ্ধ 😀

জটিল টিউন হইসে ভাইয়া। অনেক কাজে লাগবে।

ধন্যবাদ!

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
আরবী লেখারে তো ভাল মত কনভার্ট করে না। অন্যগুলা ভালই করে। ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ।

চমৎকার টিউন । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

Level 0

ভাই লেখার অনুবাদের আগা-মাথা তো কিছুই বুঝতাছিনা।

    সমস্যা কোথায়?
    আপনি যদি হিন্দি একেবারেই না বুঝেন তাহলে অবশ্য সমস্যা হবার কথা। তবে আমাদের দেশের অনেকেই হিন্দি শুনলে বুঝতে পারে।

Level 0

জটিল টিউন. Thanks Rony

অসাধারন একটা তথ্য শেয়ার করলেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

thanks rony vai for your usefull tune.

Level 0

চমৎকার হয়েছে, ধন্যবাদ আপনাকে।

টেস্ট কমেন্ট

TEXT HERE

This will be bold and italics

your code here
    // Line wrapping has been disabled for this example. You will need to scroll to read all of this text. In addition, this example features no line numbering (gutter) and the toolbar hidden by using the "light" parameter.
    

Bordered text

ভাইয়া, আমি টিউনটি আপডেট করেছি , দেখে নিয়েন। দেইখা আপনার এই টিউনে একটা টেস্ট করে দেখেন, কাজ হয় কিনা।

    আপনি কমেন্টে যে বিভিন্ন কোড টেস্ট করতেছেন, লাভ নাই তো, টেকটিউন্স মনে হয় অনেক গুলা ডিসেবল করে রাখছে।আমি যেই ৯ টা দিসি খালি ঐ গুলাই সাপোর্ট করে।তবে টিউনে এটা কাজ হয়, বিভিন্ন জাভা script কাজ করে না।

    আপনি কমেন্টে যে বিভিন্ন কোড টেস্ট করতেছেন, লাভ নাই তো, টেকটিউন্স মনে হয় অনেক গুলা ডিসেবল করে রাখছে।আমি যেই ৯ টা দিসি খালি ঐ গুলাই সাপোর্ট করে।তবে টিউনে এটা কাজ হয়, বিভিন্ন জাভা script কাজ করে না। বক্সটা কাজ হয় কিনা দেখেন।

    ধূর! আর বইলেন না। ২ দিন আগেও তো মনে হয় পোস্টে কাজ করছিল। এখন পোস্টেও কাজ করেনা।
    অথচ আমার ওয়ার্ডপ্রেস ব্লগে ঠিকই কাজ করে। আজকের টিউনটা আমি আল্পনা লোহিত ফন্টে লিখেছিলাম, কিন্তু এখানে দেখায় না।

    আমার তো বেশ অসুবিধা হবে এখন মনে হচ্ছে। আমি সাধারণত ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য লিখি। ওখান থেকে HTML কপি করে এখানে পেস্ট করি। ডেভু এইটা কোন কাম করলো! (ব্যাপক রাগের ইমো)

    সাজানো মোটামোটি বন্ধ আরকি 😐 আজ কি হযেছে শুনেন । একটা পোষ্ট লিখলাম , div ট্যাগ দিয়ে সব পার্ট আলাদা করে সুন্দর করে সাজালাম । কিন্তি ও মা ! পোষ্ট করতে গিয়ে দেখি ট্যাগ থাকলে পুরোটা পোষ্টই হয় না !

    ঐ টা একটা , আরও আছে, যেমন- ইমেইল ঠিকানারে স্পাইবট থেকে বাচাঁতে আমরা যে HTML কোড ব্যবহার করি তাও কাজ করে না। আজব !!!

    আবার, flash player দিয়ে ব্রাউজারে গান , ভিডিও বিভিন্ন কিছু দেখা যায়, কিন্তু এখানে তাও কাজ করে না।
    সব বন্ধ করে রাখছে। আজব !!!

    @মেহেদী ভাই,
    সবগুলা বন্ধ করে দিলে তো আমরা ঝামেলায় পড়বো। 🙁
    খুব ক্ষতিকর নাহলে কিছু ট্যাগ অপেন করে দেন প্লিজ।। নাহলে এক পোস্ট আবার কষ্ট করে লিখতে হবে।

☺ for ☺
☤ for ☤
☉ for ☉
☀ for ☀
☆ for ☆
♬ for ♬

দারুন কিছু টিউন শেয়ার করলেন।আপ্নাকে ধন্যবাদ