অনলাইনে ইংরেজী ভাষা থেকে বাংলা ভাষায় কনভার্ট করুন চোখের পলকে…

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

232

সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। একটি বিশেষ কারনে আমি উশৃঙ্খল থীম গ্রহন করেছিলাম… কিন্তু এখন আমি আপনাদের শুধুই আলমাস। যাক এসব কথা, আজ আমি আপনাদের একটি ওয়েব সাইটের পরিচয় দিতে যাচ্ছি, যাতে আপনারা সহজেই ইংরেজী ভাষা থেকে বাংলা ভাষায় কনভার্ট করতে পারবেন। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েব সাইটে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাই কিন্ত ইংরেজী ভাষায় দক্ষ্য না থাকার কারনে কষ্টো করে অনুবাদ করতে হয় আবার অনুবাদ ভুল হলে সব গোল্লায় যায়! তবে আসুন জেনে নেই এর থেকে মুক্তির উপায়…

  • প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
  • এখন English Text এর জায়গায় আপনার ইংরেজী লেখা পেষ্ট করুন।
  • এবার Translate/অনুবাদ এ ক্লিক করুন এবং দারুন ফলাফল দেখুন !!!

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারন কমেন্টই একজন টিউনারের প্রান।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা জানতাম এটার কথা।
কথা সেটা না কথা হল তুমি নিশ্চই কোন খারাপ টাইম কাটাচ্ছ…যাই করবে ভেবে চিন্তে করবে

Level 3

এটা আমার কম্পিউটারে আগেই বুকমার্ক করে রেখেছি। তবে অনুবাদের বিষয়টি এখনও মানসম্পন্ন নয়। তবে ভবিষ্যতে অনুবাদের বিষয়টি যাতে আরও মানস্পন্ন করা যায় এ বিষয়ে কর্তৃপক্ষ এবং যারা সাইটটিতে ভিজিট করবেন তারা অবদান রাখতে পারবেন। ধন্যবাদ সাইটির কথা আবারো মনে করিয়ে দেয়ার জন্য।

অনেক ভাল হয়েছে এই টিউন। খুব ভাল না হলেও মোটামুটি ভাল অনুবাদ করতে পারে।

হ্যাকিং ছাড়া আপনার যতগুলো টিউন আছে- সবগুলো টিউনই মজিলা’র স্ক্রীনগ্র্যাব দিয়ে সংগ্রহে রাখি আমি।

    অসংখ্য ধন্যবাদ রিপন ভাই 😛

    Level 0

    মজিলা’র স্ক্রীনগ্র্যাব দিয়ে ke vaba টিউনই সংগ্রহ koren please inform me

    Level 0

    মজিলা’র স্ক্রীনগ্র্যাব দিয়ে ke vaba টিউনই সংগ্রহ koren please inform me
    [email protected]

আমিও আগে জানতাম সাইটটির কথা খুব একটা মান সম্পন্ন অনুবাদ করতে পারেনা আশা করছি সাইটটির কতৃপক্ষ যথাযথ নজর দিবেন এই ব্যপারে,
আলমাস টিউন ভাল হইছে সন্দেহ নাই যারা আগে জানে নাই তারা তোমার মাধ্যমে নতুন করে জানতে পারবে,ধন্যবাদ তোমাকে ভাল থাকবে।

দারুন।তোমার টিউনতো আমি খুঁজে খুজেঁ পড়ি। অনেক শুভকামনা।

nice,good,well and jakkaj tune.
best of luck Almas vai

আমি আগে জানতামনা, খুব ভাল অনুবাদ না করলেও মোটামুটি চলে।

মান সম্পন্ন অনুবাদ হয় না !!
এটাতো পুরানো টিউন…….. https://www.techtunes.io/bangla-computing/tune-id/17974/

Level 3

আগে জানতাম । নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

অনেক আগে এই নিয়ে টিউন হয়েছে !! তবে মানসম্পন্ন অনুবাদ করা যায় না !!
মিমন ভাই এর টা দেখ

Level 0

মানসম্পন্ন অনুবাদ করা যায় না .

ধন্যবাদ শেয়ার করার জন্য !!

Execelent! very helpfull post. keep doing …

sundor tune
almas vai kemon achen?
chinlen?

    ধন্যবাদ জাকির ভাই।

    আর আমি ভাল আছি। মনে হয় চিনতে পারছি………..

    আলমাসের চিনা লাগব না, তার আগে কন আমারে চিনেন কিনা ? এই টিউনের পর তো আর টিউন দেখলাম না।
    ঘটনা গুলো ঠিক এরকম- মাঝি আমাদের অনেক আশা ভরসা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর নৌকা দিয়ে নদী পাড় করতে প্রস্তুত হয় , কিন্তু মাঝ পথে এসে মাঝি হারিয়ে যায়, তারপর নৌকা ডুবে যায়, ঠিক তখনি আমাদের আশা ভরসার মৃত্যু ঘটে। মাঝিকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, কেন আশা ভরসা দেখালেন ? তখন মাঝি নিবার্ক চোখে আমার দিকে চেয়ে থাকে।

    ভাই “সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও” আমি দুঃখিত এই জাকির সেই জাকির না । আমি কখনো টিউন করি নাই।
    আমাকে শুধু আলমাস ভাই চিনার কথা। (মানিকগঞ্জ)।

কেউ কি এমন সাইট জানেন যেটা বাংলা থেকে ইংরেজী অনুবাদ করে দেয় । জানলে দয়া করে কেউ জানাবেন ।

Level 0

আমার কাছে ভুয়া মনে হয়েছে। আমি কয়েকটি লেখা দিয়েছি। একটির অনুবাদও করতে পারেনি।

Level New

আগে জানতাম না ভালো টিউন ।

Level 0

মাইক্রোহ্যাকার_আলমাস ভাই , আগে জানতামনা ও খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে………..।

এরকম একটা সাইট আমি অনেক দিন থেকে খুজছিলাম।আলমাসের কারনে আজ তা স্বার্থক হল।তোমাকে অনেক ধন্যবাদ এমন একটা টিউনের জন্য।

জিনিসটা ভালোই, কিন্তু খুব একটা কাজের না। একে আরো অনেক পথ পেরুতে হবে। ধন্যবাদ।

Level 0

অনেক আগেই ব্যবহার করেছি, আংশিক অনুবাদ হয় এবং তেমন মান সম্পন্ন নয়। তার পরেও আপনাকে ধন্যবাদ।

Level 0

ভালো টিউন করেছো দাদা।

সারওয়ার

ধন্যবাদ জানানোর জন্য।

thankz, but i knew that earlier….

one more step to digi_TaL banglaDESH…

ভালো টিউন করেছো ।

ভাই ওয়েব সাইটি খুবই ভালো তবে বড় আকারের বা ১ পৃষ্ঠা অনুবাদে অপারগ।

সুন্দর টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

এমনটা অনেকদিন থেকেই খুঁজছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এইডা ই চাইছিলাম………………

কাজের টিউন। অসংখ ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ,অসংখ ধন্যবাদ

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level New

ভাই ধন্যবাদ। তবে অনুবাদ মোটামুটি হয়। আরও ভালো কোন অনুবাদক ওয়েবের খোঁজ পেলে জানাবেন।