বাংলা লিখুন সফটওয়্যার ছাড়া অনলাইনে

আপনি যদি প্রশ্ন করেন, সফটওয়্যার ছাড়া সত্যি কি বাংলা লিখা যায় ?

তার উত্তর এ আমি বলব ১০০ % লিখা যায়, যদি আপনার কাছে থাকে শুধুমাত্র নেট কানেকশন । আর যারা টেকটিউনস এ ঘুরাফেরা করেন, আমার মনে হয় তাদের মাঝে ১০০ % ই নেট কানেকশন আছে।

সফটওয়্যার ছাড়া লিখার ১ টাই উদ্দেশ্য সেটা হল সফটওয়্যার ইন্সটল দেয়া লাগবে না। সফটওয়্যার ছাড়া বাংলা লিখতে পারবেন |

এবার কাজের কথাতে আসি,  সেটা হল আপনি =পিপীলিকা.কম= এর সাহাযে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র ওদের সাইট এ গিয়ে অনুসন্ধানের বক্স এ টাইপ করে অনায়েসে বাংলা লিখতে পারবেন

ওদের ফিচার গুলো হল

আমি আবার ও বলে রাখছি সফটওয়্যার দিয়ে বাংলা লিখা ভাল এবং সহজ। কিন্তু এভাবে সফটওয়্যার ছাড়া ও বাংলা লিখা যায়।

আর ১ টা কথা হল  =পিপীলিকা.কম= আমাদের বাংলাদেশ এর অনুসন্ধান ইঞ্জিন | তাই এর সুষ্ঠ ব্যবহার করা আমাদের দায়িত্ব

যদি কনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা প্রার্থী |

Level 2

আমি রাহাতুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 605 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অফলাইনে বাংলা না লিখে অনলাইনে বাংলা লেখার মত সস্তা নেটের খরচ হয়নি।

    @writerbuddha: সহমত। কিন্তু লিনাক্সে মাঝে মাঝে এছাড়া আর কোন উপায় থাকে না।

    Level 2

    @writerbuddha: ভাই জান পিপীলিকা.কম তে লিখতে আপনার কোনো খরচ হবে না । কারন পিপীলিকা.কম এর পেজ লোড হতে বেশি নেট খরচ হয় না| এটা অনেকটা গুগল এর মত, গুগল এর পেজ লোড হতে যে নেট খরচ হয়, ঠিক সেই পরিমান নেট খরচ করে লিখা যায়।

Level 0

অই মিয়া খালি =পিপীলিকা.কম= এ বাংলা লিখলে অইব। অন্যান্য সাইটগুলোতে কী করুম।

    Level 2

    @আলম: মিয়া ভাই অন লাইনে হাজার হাজার ট্রিকস আছে। আমি এই টুকু জানি, তাই শেয়ার করলাম, আপনি ও শুরু করেন। আমরা আছি আপনার পাশে……. কথা দিলাম !!!