অনেকদিন থেকেই অভ্র টিশার্ট তৈরী করা হবে হবে করে দিন পিছিয়েই যাচ্ছিল। অবশেষে অনেক দৌড়ঝাপ, ঝক্কি ঝামেলার পর গতকাল ২৭ মে ২০১০ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় তৈরী টিশার্ট গায়ে দিয়ে বাসায় ফিরেছেন মামুন সৃজন ভাই!
প্রিন্টের জন্য স্কিন তৈরী করা হয়েছে
একপাশে প্রিন্ট অন্যপাশে ড্রাইং চলছে
প্রিন্ট শেষ চলছে ড্রাইং এর কাজ
আগেরটা শেষ হতেই পরবর্তী ডিজাইনের কাজ শুরু
প্রিন্টের কাজ যখন শেষ তখন টিশার্ট আমি গায়ে দেবার আগেই যিনি টিশার্টগুলো প্রিন্ট করেছেন তিনিই গায়ে দিয়ে রেডি!
কোনটা কোনটা পাওয়া যাবে?
আপাতত আমরা অভ্র ৬
কোডনেম: অভ্র ৭
অভ্র ১১,
গতকাল রাতেই ধানমন্ডি ও তার আশপাশের এলাকার জন্য রংমহলের ফোরামিক “রংবেরং” এর কাছে কিছু টিশার্ট পৌছে দিয়ে আসলাম। ঐ এলাকা থেকে যারা সংগ্রহ করতে চান তারা 01673637463 নম্বরে যোগাযোগ করতে পারেন।
রংমহল ফোরামের এডমিনিস্ট্রেটর “ভবঘুরে”র সাথে যোগাযোগ করুন 01816013514 নম্বরে
যোগাযোগ করুন 01922483336 নম্বরে
এছাড়াও খুব শীঘ্রই কাকলী-বনানী, তেজগাঁও, রাজশাহী, সিলেট এর ঠিকানা/মোবাইল নম্বর জানিয়ে দেয়া হবে।
অভ্র’র টিশার্ট তৈরী উদ্যোগটা হয়তো বাস্তব রূপ পেত না যদি ভবঘুরে, মামুন সৃজন ভাই, সেলিম রাজদের মত মানুষ সর্বক্ষণ পাশে না থাকতেন। বিশেষভাবে বলতে হয় মাহমুদ হোসেন সাহেবের কথা যিনি এ কাজের জন্য মামুন ভাইকে সাহস যুগিয়েছেন সর্বক্ষণ। এছাড়াও সহকর্মী “বাপ্পী (গ্রাফিক্স ডিজাইনার)” যিনি এই উদ্যোগ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সবসমই সাথে ছিলেন তার কথাও না বললে অন্যায় হবে। কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়াস পাচ্ছি যারা এ উদ্যোগটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জুগিয়েছেন এবং এখনো জোগাচ্ছেন। তাদের কথাও অস্বীকার করা যাবে না যারা এ উদ্যোগের বিরোধিতা করেছেন। কেননা, বিপত্তি না থাকলেতো জয়ের আনন্দ থাকে না!
তো আর দেরী কেন? সংগ্রহ করুন আপনার টা!
পূর্বে আমার ব্লগে প্রকাশিত!
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
আমি ২ টা অর্ডার করেছিলাম।………
আমাকে নিতে হবে অই যে কালোর উপর ঘুড়ি
আমাকে কিভাবে নিতে হবে