কিছুদিন ধরেই অভ্র সম্পর্কে বিশিষ্ট এক আইটি স্পেশালিস্ট(!) এর বক্তব্য নিয়ে পুরো অনলাইন ওয়ার্ল্ডকে গরম করে ফেলেন তিনি... এর প্রতিবাদে বিভিন্ন ব্লগে, ফোরামে, ফেসবুকে, টুইটারে কোনখানেই এর প্রতিবাদ বাদ যায় নি! প্রতিবাদস্বরূপ বিভিন্ন ফোরাম, ব্লগে অভ্র সম্পর্কিত বিভিন্ন পোস্টার ব্যানার লাগানো হয়।
সেই ভাবনাকে কেন্দ্র করেই আরেকটু এগিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে।
এই হিসেবে অভ্রর জন্য টিশার্ট তৈরীর উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি নিয়েছে এদেশের জনপ্রিয় ফোরাম রংমহল
কোডনেম: অভ্র ৯
অন্যান্য হিসেবে এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেছেন। এটিও হতে পারে আপনাদের পছন্দ!
পাওয়ার জন্য একটি ফরম আপনাকে পূরণ করতে হবে।
এখানে আবেদন ফর্মটি দয়া করে পূরণ করুন।
এখানে একবারে একটি টিশার্টের জন্য আবেদন করতে হবে।
অন্যান্য বিভাগের গেন্জিটার জন্য ফর্মে অন্যান্য সিলেক্ট করে "লালের উপরে ঘুড়ি" লিখুন।
একটি টিশার্টের দাম বর্তমানে ১০০ টাকা ধরা হয়েছে। নিশ্চয়ই খুব বেশী না? কি বলেন? তবে এর সাথে পরিবহন খরচ অর্থাৎ কুরিয়ারে পাঠানোর টাকা এড হবে। অর্থাৎ সর্বসাকুল্যে ১৩০-১৪০ টাকা (স্থানভেদে কম বা বেশী হতে পারে) হবে।
ছোট, মিডিয়াম, বড় ও অতিরিক্ত বড় এই চারটি সাইজে পাওয়া যাচ্ছে।
আপনার হাতে গেন্জি পৌঁছানোর জন্য একটি ভাল ব্যাবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এজন্য আপনাকে ফরম পূরণ করে মোবাইলে ফ্লেক্সি করতে হবে। ফর্ম পূরণ করার পর নিশ্চিতকরণ মেইলে এই নম্বর আপনারে দেওয়া হবে। সুতরাং ঘরে বসেই পেয়ে যান অভ্রর গেন্জি!!!
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
টি শার্ট গুলু সত্যি সুন্দর এবং উদ্যগটাও ভাল।ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।