অভ্র টিশার্ট! লাগবে নাকি আপনার???

কিছুদিন ধরেই অভ্র সম্পর্কে বিশিষ্ট এক আইটি স্পেশালিস্ট(!) এর বক্তব্য নিয়ে পুরো অনলাইন ওয়ার্ল্ডকে গরম করে ফেলেন তিনি... এর প্রতিবাদে বিভিন্ন ব্লগে, ফোরামে, ফেসবুকে, টুইটারে কোনখানেই এর প্রতিবাদ বাদ যায় নি! প্রতিবাদস্বরূপ বিভিন্ন ফোরাম, ব্লগে অভ্র সম্পর্কিত বিভিন্ন পোস্টার ব্যানার লাগানো হয়।

সেই ভাবনাকে কেন্দ্র করেই আরেকটু এগিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে।

এই হিসেবে অভ্রর জন্য টিশার্ট তৈরীর উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি নিয়েছে এদেশের জনপ্রিয় ফোরাম রংমহল

নীচে টিশার্টের মডেলগুলো দেওয়া হল:

কালর উপলে লাল

কোডনেম: অভ্র ৬
http://farm2.static.flickr.com/1420/4608745396_d4e8f43450_b.jpg

লালের উপরে সাদা

কোডনেম: অভ্র ৯
http://farm4.static.flickr.com/3413/4611251693_b836dc9fe1_b.jpg

লালের উপরে কালো

কোডনেম: অভ্র ১০
http://farm5.static.flickr.com/4013/4611866520_7bdc5498bb_b.jpg

কালোর উপরে হলুদ (Avro 7)

কোডনেম: অভ্র ৭
http://farm2.static.flickr.com/1061/4608825062_d71126b3da_b.jpg

শাদার উপরে খয়েরী

কোডনেম: অভ্র ১১
http://farm5.static.flickr.com/4052/4614687720_c7dee3f19e_b.jpg

শাদার উপরে হলুদ

কোডনেম: অভ্র ১২

অন্যান্য:

অন্যান্য হিসেবে এই ডিজাইনটা অনেকেই পছন্দ করেছেন। এটিও হতে পারে আপনাদের পছন্দ!
http://farm2.static.flickr.com/1262/4603136507_635e18038b.jpg

কিভাবে পাবেন???

পাওয়ার জন্য একটি ফরম আপনাকে পূরণ করতে হবে।
এখানে আবেদন ফর্মটি দয়া করে পূরণ করুন।
এখানে একবারে একটি টিশার্টের জন্য আবেদন করতে হবে।
অন্যান্য বিভাগের গেন্জিটার জন্য ফর্মে অন্যান্য সিলেক্ট করে "লালের উপরে ঘুড়ি" লিখুন।

দাম কত?

একটি টিশার্টের দাম বর্তমানে ১০০ টাকা ধরা হয়েছে। নিশ্চয়ই খুব বেশী না? কি বলেন? তবে এর সাথে পরিবহন খরচ অর্থাৎ কুরিয়ারে পাঠানোর টাকা এড হবে। অর্থাৎ সর্বসাকুল্যে ১৩০-১৪০ টাকা (স্থানভেদে কম বা বেশী হতে পারে) হবে।

সাইজ

ছোট, মিডিয়াম, বড় ও অতিরিক্ত বড় এই চারটি সাইজে পাওয়া যাচ্ছে।

আপনার হাতে গেন্জি:

আপনার হাতে গেন্জি পৌঁছানোর জন্য একটি ভাল ব্যাবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এজন্য আপনাকে ফরম পূরণ করে মোবাইলে ফ্লেক্সি করতে হবে। ফর্ম পূরণ করার পর নিশ্চিতকরণ মেইলে এই নম্বর আপনারে দেওয়া হবে। সুতরাং ঘরে বসেই পেয়ে যান অভ্রর গেন্জি!!!

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টি শার্ট গুলু সত্যি সুন্দর এবং উদ্যগটাও ভাল।ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

    Level 0

    কিন্তু যদি এটা FREE/মুক্ত ভাবে সবাইকে দিত তাহলে উদ্দোগটি আরো সফল হত

    LuckyFM ভাই কে কারে মাগনা দেয় বলেনতো,আর যাহারা এই উদ্যগটা নিয়েছে তারাও কিন্তু ব্যবসার জন্যই করছেন(কেউ কিছু মনে কইরেন্না চুপি চুপি বলতেছি এমনকি হচ্ছে নাকি যে কোম্পানি ভাইয়েরা এভ্রুর জনপ্রিয়তা কাজে লাগিয়ে কিছু হাতিয়ে নিচ্ছেন?)।

    Level 0

    1. তাত ঠিকি বলেছেন

    ভাই ! আপনারা যারা এর সাথে ব্যাবসার তুলনা করছেন তারা কি ভেবে বলছেন আমি জানি না। যে এই উদ্যোগটি নিয়েছন তিনি সর্বপ্রথম বিনামূল্যেই বিতরণ করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের মত কিছু মানুষ তাকে বলে কয়ে কিছু টাকা নিতে রাজি করাতে পেরেছি। আপনারা কি জানেন এই এক একটি টিশার্ট্ই যেখান থেকে তৈরী হয় সেখান থেকেই যে আরো গেন্জি তৈরী হয় সেগুলো বিভিন্ন অভিজাত দোকানে 400-450 টাকায় বিক্রি হয়? আপনি কি জানেন এক একটা গেন্জির কস্টিং কত পড়েছে??? দুভার্গ্যজনক হলেও সত্য আমরা এখনো নিজেরাই জানি না একটি একটি গেন্জির কস্টিং কত হচ্ছে! এজন্যই দাম এখনো ফাইনাল হিসেবে নির্ধারণ করা হয় নি। যখন সব প্রসেস শেষ করতে পারব তখন জানতে পারব কস্টিং কত পড়েছে। শুধুমাত্র যত কস্টিং পড়বে ততটুকুই টাকা নেওয়া হবে। একটা টাকাও বেশী নেওয়া হবে না। আমরা মুস্তাফা জব্বারের মত না যে ভাষা নিয়ে ব্যাবসা করব! আতাউর ভাই আপনি যেটা বলেছেন সেটা কি ঠিক বলেছেন??? আরেকবার ভেবে দেখুন তো!!!

    পুরো প্রক্রিয়াটাই শুধুমাত্র অভ্রকে ছড়িয়ে দেওয়ার জন্য করা হচ্ছে! যেন মানুষ অভ্র সম্পর্কে আরো বেশী জানে! আরো আগ্রহী হয়!!!

    সাইফ দি বস ৭ ভাই আমি কিন্তু বলেছিলাম মনে কিছু নিয়েন্না,আর আমি এই উদ্যগটাকে স্বাগতম জানিয়েছিলাম সবার আগে।আর আমি জানতামনা আপনি এই কাজটার সাথে জড়িত আছেন তাই আপনার দুঃখ পাওয়াটা স্বাভাবিক,ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তার পরেও আমি বলব মাগনা আসলে কেউই দেয়না এবং দেওয়া উচিতও না,কারন কাজটার পিছে আপনার ইনভেষ্ট আছে শ্রম আছে তার মুল্য আপনি নিতেই পারেন আমি হলেও নিতাম।দুঃখিত যদি কমেন্টা একেবারে অনর্থক হয় ডিলেট করে দিয়েন।

সরাসরি ক্র্ইয় করায় উপায় নাই ,থাকলে মেইল করুন আমাকে [email protected]

১২ নম্বর টি-শার্ট টা কিনে ফেললাম

    Level 0

    হাতে পাইছেন কয়টা????
    আমি ২ টার ORDER দিলাম

    আচ্ছা TOTAL COST কত পড়ল??

আমি অবশ্যই কিনতাম । কিন্তু একটা ডিজাইন ও পছন্দ হয় নি। আমরা জানি অভ্র এর ডিজাইনে থাকবে একটা বাচ্চা যে আকাশের দিকে তাকিয়ে আছে বিশালতা প্রকাশের প্রত্যয়ে , আর পিছনে থাকবে সবুজ ধানের ফসল যা বাংলার বাতাসে দোলা দিয়ে চারদিক আলোড়িত করবে।
এর কিছুইতো নাই। ঐ ডিজাইন ছাড়া আর কিছু নিব না। ঐ ডিজাইন হলে ভাল হত। কারণ ঐটা একটু লাইট কালার , যা সহজেই মানুষের চোখে পড়বে।

    ঠিক বলেছেন লাল সবুজ না হলে মনে ধরছে না।

    Level 0

    আমার শুধু অন্য ধরনেরটা কিছুটা পছন্দ হয়েছে

ওয়েলকাম অভ্রু প্রোডাক্ট।

সব কিছু ভাইয়ের সাথে একমত। ঐ ডিজাইন ছাড়া আর কিছু নিব না। এটাই অভ্রর সবচেয়ে জনপ্রিয় লোগো। টি-শার্ট এর ডিজাইন থেকে এটা বাদ গেলো কেন বুঝতে পারছিনা। কপিরাইট / পেটেন্ট সম্পর্কিত কোনো ঝামেলা আছে নাকি? উপরে দেয়া ডিজাইন গুলোর একটাও পছন্দ হয়নি। টি-শার্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি ওই দিয়ে টি-শার্ট করার জন্য।

সাইফ ভাই অভ্র এর ঐ লগো ডিজাইন নেই?

না আসলে ধানের ক্ষেতের মডেলটা যে কারো লাগবে এটা মাথায়ই আসে নি।

ভাই ! আপনারা যারা এর সাথে ব্যাবসার তুলনা করছেন তারা কি ভেবে বলছেন আমি জানি না। যে এই উদ্যোগটি নিয়েছন তিনি সর্বপ্রথম বিনামূল্যেই বিতরণ করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের মত কিছু মানুষ তাকে বলে কয়ে কিছু টাকা নিতে রাজি করাতে পেরেছি। আপনারা কি জানেন এই এক একটি টিশার্ট্ই যেখান থেকে তৈরী হয় সেখান থেকেই যে আরো গেন্জি তৈরী হয় সেগুলো বিভিন্ন অভিজাত দোকানে 400-450 টাকায় বিক্রি হয়? আপনি কি জানেন এক একটা গেন্জির কস্টিং কত পড়েছে??? দুভার্গ্যজনক হলেও সত্য আমরা এখনো নিজেরাই জানি না একটি একটি গেন্জির কস্টিং কত হচ্ছে! এজন্যই দাম এখনো ফাইনাল হিসেবে নির্ধারণ করা হয় নি। যখন সব প্রসেস শেষ করতে পারব তখন জানতে পারব কস্টিং কত পড়েছে। শুধুমাত্র যত কস্টিং পড়বে ততটুকুই টাকা নেওয়া হবে। একটা টাকাও বেশী নেওয়া হবে না। আমরা মুস্তাফা জব্বারের মত না যে ভাষা নিয়ে ব্যাবসা করব! আতাউর ভাই আপনি যেটা বলেছেন সেটা কি ঠিক বলেছেন??? আরেকবার ভেবে দেখুন তো!!!

পুরো প্রক্রিয়াটাই শুধুমাত্র অভ্রকে ছড়িয়ে দেওয়ার জন্য করা হচ্ছে! যেন মানুষ অভ্র সম্পর্কে আরো বেশী জানে! আরো আগ্রহী হয়!!!

    প্রচার করার জন্য প্রয়োজন হলে আওয়াজ দিয়েন আমি ভলান্টিয়া রেডি আছি

    আপনার মত লোকদেরই তো দরকার! আপনার চেনা পরিচিত বিভিন্ন মিডিয়াতে এটি প্রকাশ করার ব্যাবস্থা করুন (সামহোয়্যার, প্রথম আলো, ফেসবুক, টুইটার আরো যত জায়গায় আপনি লিখেন।) । আপাতত এটুকু সাহায্যই বড় বেশী দরকার হয়ে পড়েছে।

Level 0

৭ নম্বর টি-শার্ট টা পছন্দ হলো তাই একটা আবেদন করলাম………………………………!

Level 0

এই যে বস দেখেন আপনাকে অথবা টি সার্টটির প্রস্তুত কারক সম্বন্দে যদি ওইরকম ইসারা হয়ে থাকে তাহলে ত ভালই হল আমারা পিছনের ঘটনা জানতে পারলাম/…..every bad things stand in front of TRUTH….

Level 0

🙂 🙂 🙂 .

সাইফ দি বস ৭ ভাই আমি এবং আমার কলিকরা সবাই মিলে মোট ৬টা শার্ট সিলেক্ট করেছি। কিন্তু প্রশ্ন হলো অন্যান্য যে ডিজাইনটা আছে সেটা “ডিজাইন কোনটা হবে? ” এর ঘরে কোনটা সিলেক্ট করবো? যদি ‘অন্য’ সিলেক্ট করি তাহলে ঘরে কি লিখবো?
আর একটা কথা হলো, একাধিক ডিজাইন পছন্দ আমাদের প্রতিটার জন্য কি আলাদা আলাদা ফরম পুরণ করতে হবে?
এবং টাকা পাঠাবো কোন মোবাইলে?

সাইফ দি বস ৭ ভাই আপনার রিপ্লাই পেলেই কিন্তু আমরা অর্ডার দেব।

ভাল থাকবেন……………………………….. অভ্র’র জয় হোক……………………..

    আপনি আমার পোস্টটি ঠিকমত পড়েন নি। আমি অন্যান্য ঘরে কি লিখতে হবে তা আগেই বলেছি।
    আমি লিখেছিলাম,

    অন্যান্য বিভাগের গেন্জিটার জন্য ফর্মে অন্যান্য সিলেক্ট করে “লালের উপরে ঘুড়ি” লিখুন।

    জ্বী হ্যা… একাধিক ডিজাইন পছন্দ হলে প্রতিটার জন্য আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হইবে।
    টাকা পাঠানোর নম্বর যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

    রিপ্লাই দিলাম!

ধন্যবাদ, সাইফ দি বস ৭ ভাই, রিপ্লাই দেওয়ার জন্য। আপাতত ১টার অর্ডার দিলাম। হাতে পেলে আরো ৫/৬ টার অর্ডার দেব।
………………………………………………ভালবাসি অভ্র………………….

সাইফ দি বস ৭ ভাই, আমি এই মাত্র আরো ৯টি শার্টের অর্ডার দিলাম। যদিও সাইজ ও কালার ভিন্ন কিন্তু ঠিকানা এক। কবে নাগাদ আমরা হাতে পাবো তা জানালে খুবই খুশি হবো। আমার মোবাইল নম্বর : ০১৬৭০-৭০৩৫৫০।
ধন্যবাদ

সন্দুর টি শার্ট আমার একটা লাগবে আমি কি পাবু একটা………।????????????