ASCCII: আমেরিকান স্টান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ হচ্ছে মাইক্রো বা পারসোনাল কম্পিঊটারের জন্য বর্তমানে বহুল ব্যবহৃত কোড। A এর আসকি কোড ৬৫ এবং a এর আসকি কোড ৯৭।
AGP: কম্পিঊটারের মনিটরে ছবি দেখার জন্য এক্সিলারেটেড গ্রাফিক্স পোর্ট কার্ড লাগাতে হত। বর্তমানে এটি মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে।
ADSL: এসিমেট্রিক ডিজিটাল সাবস্কাইপার লাইন এ ভয়েস এবং ডেটাকে খুব সহজে আলাদা করা যায়। এডিএসএল সর্বোচ্চ ৮ মেগাবাইট পার সেকেন্ড গতিতে ডাউনলোড করতে পারে। ডাউনলোডের তুলনায় আপলোড স্পিড কিছুটা কম থাকায় একে এসিমেট্রিক বা অসম বলা হয়।
ALU: আরিদমেটিক লজিক ইউনিট হলো সিপিইউ এর যৌক্তিক অংশ যা যাবতীয় তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে।
ASSEMBLER: এসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রুপান্তর কাজে ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামকে বলা হয় এসেম্বলার। মাইক্রোসফট এসেম্বলার একটি এসেম্বলার।
ACCUMULATOR: যে কোন কম্পিউটার রান করার জন্য অন্তর্বর্তীকালীন ফলাফল ধারন করার জন্য যে বাফার রেজিস্টার ব্যবহার করা হয় তাকে একুমুলেটর বলা হয়।
ARPANET: এডভান্স রিসার্স প্রজেক্ট এডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক এর মাধ্যমে প্রথম ইন্টারনেটের যাত্রা শুরু হয়। ১৯৬৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ইউসিএলএ ল্যাবরেটরীতে প্রথম আরপানেটের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়।
AND GATE: যে গেটে একাধিক ইনপুট কিন্তু একটিমাত্র আউটপুট থাকে তাকে এন্ডগেট বলে।
APPLET: বড় কোন এপ্লিকেশনের ক্ষুদ্রতম রূপকে বলা হয় এপলেট বলা হয়।
ARRAY: একই ধরণের তথ্য বা উপাত্তের সমাবেশকে বলা হয় এরে।
ARCnet: ছোটখাট নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এটাচড রিসোর্স কম্পিউটার নেটওয়ার্ক নামের বিশেষ পদ্ধতির এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এতে কোলাক্সিয়াল ক্যাবল, টুইস্টেট পেস্ট এবং অপটিক ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়।
ARF: এলার্ম রিপোর্টিং ফাংশান । এটি সাধারনত এস আই নেটওয়ার্ক ম্যানেজমেন্টের অকার্যকরী অবস্থার কারণ, ত্রুটিসমূহ এবং অন্যান্য সমস্যার
ARPA: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেটের উন্নয়নের জন্য এডভান্স রিসার্স প্রোজেক্ট এজেন্সি চালু করে। এই এজেন্সির ব্যবস্থাপনায় আরপানেট তৈরী হয়।
ARQ: ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে অটোমেটিক রিপিট ইউনিট নিয়ন্ত্রণ সংকেতরূপে ব্যবহৃত হয়।
ARM ACCESS: হার্ডডিস্কের ট্রাকসমূহের তথ্যসমূহ লেখা ও পড়ার জন্য যে দন্ডের সাথে হেড সংযুক্ত করা থাকে তাকে আর্ম একসেস বলে।
ASSENDING: কম্পিউটারের ডেটাগুলোকে বিভিন্ন ভাবে সাজিয়ে রাখা যায়। ছোট থেকে বড় ক্রমে ফাইল সাজানোর পদ্ধতিকে বলা এসেন্ডিং। এর বিপরীত হলো ডিসেন্ডিং।
কেমন লাগলো জানাবেন। তাহলে বাকী শব্দগুলোর অর্থ লিখতে উৎসাহ পাবো।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
অনেক ধন্যবাদ ,তবে উদাহরণ দিয়ে শব্দার্থ বললে খুব ভালো হত 🙂