আইটি বিশারদ ভাইরা একটু দেখুন

একটি মহা সমস্যায় পড়েছি তাই আপনাদের দরবারে হাজির হলাম। আমাকে একটু সমাধান দিন। আমার পিসিতে সর্বমোট ৬ টি ড্রাইভ ছিল

C dreve, E drive, F drive, G drive, H drive, I drive

এখন আমার মহা সমস্যাটি হল আমি পিসি শাটডাউন দেওয়ার পরে দেখি আমার ৪ টি ড্রাইভ উদাও মানে c drive আর d drive টি আছে শুধু। বাকি ড্রাইভ গুলো খুজে পাচ্ছিনা। আমাকে একটু কৃপা করুন। এড়িয়ে যাবেন না প্লীজ.........।

বিঃ দ্রঃ টেকটিউন্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমার পোষ্টি হোমপেজ থেকে সরিয়ে দিবেন না। ইতিপূর্বে আমি সাহায্য চেয়ে কয়েকটি পোষ্ট করেছিলাম কিন্তু কোন সমাধান পাইনি পোষ্টি হোমপেজ থেকে সরিয়ে দেওয়ার কারণে । আমরা কয়জনেই বা সাহাজ্য/জিজ্ঞাসা বিভাগে গিয়ে পোষ্ট দেখি??

তা ছাড়া আমি মনে করি টেকটিউন্স নিজে জানা এবং অন্যকে জানানোর ভিত্তিতেই নির্মীত! সূতারাং হোমপেজ থেকে পোষ্ট সরিয়ে দেওয়ার ফলে যখন সবাই দেখতেই পাবেনা তখন অন্যকে জানাবে কিভাবে?????

তাই টেকটিউন্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, অন্তত আমার আজকের পোষ্টি হোমপেজ থেকে সরিয়ে দিবেন না ।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Start> My Computer এর উপর রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে। বাম পাশ থেকে Disk Management এ ক্লিক করুন। এবার মাঝখানের দিকে সব গুলো পার্টিশন দেখতে পাবেন। যে পার্টিশন গুলোতে কোন ড্রাইভের নাম নেই সেই গুলোর উপর রাইট ক্লিক করে Change Driver Letter and paths… এ ক্লিক করুন। তারপর Add এ ক্লিক করে যে কোন একটা ড্রাইভের নাম(যেটা বর্তমানে নেই) সিলেক্ট করে Ok করুন। যদি এরকম অপশন না পান তাহলে ঐ খালি পার্টিশানের উপর আবারো রাইট ক্লিক করে New Single Volume এ ক্লিক করে উক্ত পার্টিশনটি এক্টিভ করতে পারবেন।
এই ধরনের আর কোন সমস্যা বা প্রশ্ন থাকলে আসতে পারেন বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক সাইটেঃ helpfulhub.com