মাঝে মাঝে আমাদের সবারই এমনটা হয়েছে যে ফেসবুকে কিংবা টুইটারে কোনকিছু পোষ্ট করতে ইচ্ছা করছে কিন্তু নিজের নামে বা পরিচয়ে তা শেয়ার করা সম্ভব নয়।
কিংবা মাঝে মাঝে এমনও হয় যে নিজের চিন্তা মানুষকে জানানোই মূল উদ্দেশ্য। কে জানালো কিংবা ঠিক কে কে জানলো সেটা গুরুত্বপূর্ণ নয়।
এধরনেরই নিজের ছোট ছোট খেয়ালি চিন্তাভাবনাগুলি এখানে শেয়ার করতে পারেন ১৬০ অক্ষরের ভেতর। কিংবা অন্যদের শেয়ার করা ভাবনাগুলি দেখতেও পারেন
কোনপ্রকার নিবন্ধন কিংবা পরিচয় ছাড়াই। নেটের অসংখ্য লোক আপনার পোস্ট দেখতে পারবে। আপনি চাইলে তাতে কমেন্ট, রেটিং কিংবা শেয়ারও করতে পারবেন।
তো এখনি শুরু করুন আপনার মনের কথাগুলি লোকেদের জানাতে কিংবা অন্যদের ভাবনা নিজে জানতে।
সাইটটি অনেকটা টুইটারের মত। কিন্ত মূল পার্থক্য এখানে কোনপ্রকার নিবন্ধনের দরকার নেই। প্রেমের কিংবা রাজনীতির কিংবা যেকোন কথা যা ফেসবুকে বা টুইটারে নিজের আইডি দিয়ে পোস্ট করা সম্ভব নয়, তেমন কথাগুলিই এখানে শেয়ার করুন অনায়াসে। সাইটটি একেবারেই সিম্পল করে বানানো । রুবি অন রেইলস ফ্রেমওয়ার্ক ব্যাবহার করে। বিদ্রঃ আমি ওয়েব ডিজাইনে তেমন পাকা নই (rails শেখা নিয়েই বেশি ব্যাস্ত আছি) , এইটা আমার প্রথম সাইট তাই সাইটের চেহারা হয়ত প্রফেশনাল নাও লাগতে পারে। সাইটটি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ব্যাবহার এবং পোস্ট করতে পারবেন।
সাইটের আইডিয়াটি ভালো লাগলে নিয়মিত আপনাদের মনের কথা সাইটে দেখতে পাব আশা করি।
আমি anofed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi, apnar site ta valo lagse. idea ta besh innovative. r jodi paren, site er design ta arektu unnoto korun, tahole valo lagbe. (n.b. banglish lekhar jonne dukkhito!)