আপনাদের জন্য রমজান মাসের টেকি উপহার–“বাংলা হাদিস সফটওয়্যার”

আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু,

সবাইকে জানাচ্ছি রমজানুল কারিমের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা :)। নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখেনা যে এ পবিত্রে মাস মুসলিমগনের জন্য অন্যান্য মাসের চাইতে অনেক গুরুত্বপূর্ন। যারা ১১ মাস ধরে স্বলাত আদায় করেননা ,তারাও এমাসে অন্তপক্ষে রোজা রেখে মাথায় টুপি চড়িয়ে মসজিদে যান ,  এ মহিমমাম্বিত মাসের তাৎপর‌র্য বোঝার চেষ্টা করেন , আল্লাহর নিকট গুনাহ মাফের চেষ্টা করেনও ইসলামের অজানা বিষয়কে আরো ভালো করে জানার প্রচেষ্টা করেন। বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্বে রমজান মাসের সময় দ্বীন ও এর মাসায়েল শেখার একটা আলোড়ন সৃষ্টি হয়।

ইসলামকে জানার ও বোঝার সরো্ত্তম পন্থা হলো কুরআন বুঝে পড়া এবং তদঅনুযায়ী প্র্যাকটিকস করা। কুরআনের পর আসে হাদিস (রাসুল (ﷺ) যা করেছেন,বলেছেন , উৎসাহিত বা নিরুৎসাহিত করেছেন।) , এখন প্রশ্ন হলো আমাদের অনেকের ঘরে কম্পিউটার থাকলেও ইসলামকে জানার মতো বই নেই। হাতে গোনা কিছু ওয়েব সাইট আছে যা থেকে কিছু আর্টিকেল পড়ে ইসলাম সম্পর্কে জানা সম্ভব কিছুটা। যেমন আপনি রোজা সম্পর্কে হাদিস জানতে চাচ্ছেন কিন্তু বুখারি, মুসলিম, ইবনে মাজাহ ও আরো হাদিসের বিশাল সব ভলিয়ম ঘেটেঁ বের করাটা বেশ ঘন্টার পর ঘন্টা অর্থাৎ সময়-সাপেক্ষ ও শ্রমসাধ্যকর ব্যাপার। কেমন হতো যদি আপনার কাছে এমন একটি সফটওয়্যার থাকতো যা বাংলা বা ইংলিশে সার্চ দিলে যেকোন বিষয় সম্বলিত হাদিস সেকেন্ডের মধ্যে উপস্থিত হতো?

আপনাদের এ সেবা দানের লক্ষে  প্রায় ৭ মাস আগে আমরা একটি টিম গঠন করেছি যা নাম- DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)। আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় আমরা হাদিসের কাজ অনেকদুর এগিয়ে নিয়েছি।বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে অনেকে আমাদের সাথে কাজ করে চলছেন নিঃস্বার্থভাবে। শুধু পিডিএফ হতে ওয়ার্ডে টাইপ করে দিচ্ছেন। সম্পূর্ন ফ্রি একটি সফটওয়্যার আপনাদের সেবায় আমরা বেশ কিছুদিন আগেও ০.২ ভার্সন বের করেছি। পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (বাংলা+ইংলিশ+আরবী) বের করা হাদিস সফটওয়্যারনশাআল্লাহ ০.৩ ভার্সন আসছে এ মাসে। আমরা অনলাইনেঅফলাইনে দুটোর কাজ করে যাচ্ছি।

আমাদের এ সফটওয়্যারে (০.২ ভার্সনে) যা পাবেন—

সহিহ বুখারি--- সম্পূর্ন

সহিহ মুসলিম--- সম্পূর্ন

সুনানু নাসাঈ---( অসম্পূর্ন)

রিয়াযুস স্বলিহিন--- সম্পূর্ন

বুলূগুল মারাম--- সম্পূর্ন

ইমাম নওবীর ৪০ হাদিস--- সম্পূর্ন

হাদিসে কুদসী--- সম্পূর্ন

আগামীতে আসছে ইনশাআল্লাহ সম্পূর্ন সুনানু নাসাঈ, ইবনে মাজাহতিরমিজি, জাল ও যয়ীফ হাদিস সংকলন

হাদিসটি ডাউনলোড করুন—(আইকনে ক্লিক করুন)

 

আমাদের অনলাইনে হাদিস পড়তে ক্লিক করুন--

ইনষ্টলের পর যে বিষয় লক্ষনীয়---

আমদের দুধরনের মেনুর সফট পাবেন বাংলা মেনু-- যা html পেজে তৈরি এটা ইনষ্টল হবার পর java script error দেখাবে continue- তে ক্লিক করবেন ১০-২০ সেকেন্ড পর খুলবে। আরেকটি হলো এর ডেস্কটপ ও ষ্টার্ট আইকন অনেক পিসিতে আসেনা বা ব্যাঙ্ক পেজ আইকন দেখায় তবে ক্লিক করলে কাজ করবে। (আমরা সমস্যাগুলো সমাধানের কাজ করছি আলহামদুলিল্লাহ।)

ইংলিশ মেনুতে কোন সমস্যা নেই ডেস্কটপ ও ষ্টার্ট আইকন ব্যাঙ্ক পেজ দেখায় তবে ক্লিক করলে কাজ করবে ইনশাআল্লাহ ।

সম্মানিত ভাই/ বোন যারা সদস্য হতে চান এ টিমের কর্মপদ্বতি হবে নিম্নরুপ-

1)যারা অংশ নেবেন Contribution- এ তাদের নাম ও প্রোফাইল লিংক থাকবে।

2) প্রত্যেককে সদস্য হতে হলে কমপক্ষে 100 হাদিসের ডাটা এন্ট্রি করে নিম্নলিখিত এড্রেসে পাঠিয়ে দিতে হবে।

3)পিডিএফ ফরম্যাটে হাদিস দেয়া হবে আপনি MS Word-এ টাইপ করে মেইলে এটাচ করে পাঠিয়ে দেবেন (বিজয়, UNICODE, অভ্র যেটাতে খুশি ), আপনার প্রোফাইল লিংক যদি দেন ভাল হয়।

4) আপনার হাদিস পাবার পর সেটা আপডেট করে ইয়াহু গ্রুপে আপনাকে এড করে নেয়া হবে ও লিংক দেয়া হবে যেখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করে প্রতিটি কাজের অগ্রগতি দেখতে পাবেন।

আশা করি আপনারা এ মহান কাজে অংশ গ্রহন করবেন।কমপক্ষে 100 হাদিসের ডাটা এন্ট্রি করে DBHT সদস্য হয়ে যান।পিডিএফ হাদিসের জন্য যোগাযোগ করুন।

DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)

শাহরিয়ার আজম

মেইল এড্রেস-  [email protected]

facebook.com/sharear.azam

Mob-01714351057

----ফেসবুক পেজ----

সফটটির ফিচার নিম্নরুপ----

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি Sharear Azam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

খুব সুন্দর উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ যে বা যারা একাজটি করেছেন। এর আগেও মনে হয় সফটওয়ারটি সম্পর্কে পোষ্ট পেয়েছিলাম এবং উৎসাহ দিয়েছিলাম। তবে আমার একটা প্রশ্ন হলো- হাদীসগুলোর আরবী এবং বাংলায় বাক্য বা শব্দগত কোন ত্রুটি আছে কি না। কারণ ভুল থাকলে সেটা আমাদের মত কম জ্ঞানী যারা আছে তারা ধরতে পারবে না। এর ফলে ভুল শিক্ষা হয়ে যাবে। তাই পরীক্ষামূলক ভার্সনটি জ্ঞানীদের মাধ্যমে একটু চেক করে দেখলে এর মাধ্যমে শিক্ষিত মুসলিম সমাজ উপকৃত হবে বেশি।
শাহরিয়ার আজম ভাই আবারো ধন্যবাদ দিচ্ছি এবং আমার মতামতটাকে অনুৎসাহ বা অসম্মান হিসেবে নিবেন না প্লিজ।

    @Kamrul Cox: জ্বী সফটওয়ারটি সম্পর্কে পোষ্ট দিয়েছিলাম এবং উৎসাহ দিয়েছিলেন। যাযাকাল্লাহ…যথা সম্ভব ত্রুটি বিহিন করার চেষ্টা করছি, আরৈমগনও দেখছেন সমস্যা থাকলে বলছেন । যেহেতু এটা লম্বা সময়ের ব্যাপার…অঅপনাকে ধন্যবাদ 🙂

Level 0

সফটটির ডিরেক্ট লিঙ্ক দিতেন । ধন্যবাদ

সবই ক্রেডিট তো টেকটিউনসকে দেবার কথা কারণ টেকটিউনস কমিউনিটি মেম্বার ছাড়া এটা কখনই সম্বভ হত না। সেখানে টেকটিউনসের প্রতি কোন কৃতজ্ঞতা তো নেই-ই হাদিস সফট এ টেকটিউনসের কোন নাম ও নেই। তার উপর আপনি টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে সরাসরি ডাউনলোড লিংক না দিয়ে নিজের সাইটে রিডাইরেক্ট করার জন্য লিংক দিয়েছেন।

    @শফিউল: ধন্যবাদ..শুধুমাত্র এ পোষ্ট ছাড়া প্রায় সব পোষ্টে টিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসছি আপনি হয়তো মিস করেছেন :)।আবারো বলছি এ কাজের সমস্ত প্রশংসার দাবীদার আল্লাহতাআলার, টিটির সহোযোগিতা ও নিঃসন্দেহে টিউনারদের সহায়তা ছাড়া সফটওয়্যার তৈরি করার কাজে হাত দেয়া প্রায় অসম্ভব ছিলো। যারা কাজ করেছেন প্রায় সবার উদ্দেশ্য ছিলঅিভিন্ন এক আল্লাহর সন্তুষ্টি কামনা ও সাদকায়ে জারিয়া করা। আল্লাহু আলম..

vi start korbo kivabe bistarioto likhun