বাংলা ট্যাগ (Boring post, please try to read)

আমরা অনেকেই youtube.com বা অন্যান্য ব্লগ সাইটে video, picture বা অন্যান্য file upload করে থাকি বা কেউ আপলোড না করলেও বিভিন্ন সাইট থেকে video, picture বা অন্যান্য file download করে থাকি।

ট্যাগ : ট্যাগ (Tag) হল একটি বিশেষ শব্দ বা শব্দের সমস্টি (Keyword/Keywords) যা কোন একটি তথ্যের (Information) সাথে সম্পর্ক যুক্ত বা কোন একটি তথ্যকে উপস্থাপন করে। । আমরা সবসময়ই ট্যাগ ব্যবহার করি সার্চ ইঞ্জিন(www.google.com) এ তথ্য খোজার সময়। ট্যাগ এর উদাহরন হল “রাজধানী” (Capital City)। ইন্টারনেটে দরকারি তথ্য পওয়ার মাধ্যম হল সার্চ ইঞ্জিন এবং উপযুক্ত (Proper) ট্যাগ।

ট্যাগ নিয়ে এত কথা বলার কারণ হল, আপনারা যথন  কোন ফাইল upload করবেন (youtube, googlevideo etc)  তখন প্লিজ ইংরেজী ট্যাগ এর সাথে সাথে বাংলা ট্যাগ সংযুক্ত করবেন। এটা Cyber World এ আমাদের ভাষা ও সংস্কৃতি বিকাশে সাহায্য করবে।

একটু মজা করুন, youtube এ যান এবং নীচের ট্যাগ দিয়ে সার্চ দিন।

ট্যাগ ১:

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

2008-12-01_2107_1.png

ট্যাগ ২:

International Mother Language Day

ইংরেজী ট্যাগ এর উদাহরন

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখা আমার শখ। কখনও ভাবিনি ব্লগার (টিউনার) হব, যে দিন থেকে টেকটিউনস পরিবারে এলাম, নিজের অজান্তে টিউনার হলাম (যদিও বংলা টাইপ করা খুবই কষ্ট) আর সেই সাথে শিখতে শুরু করলাম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I really agree with you and also appreciate your thoughts. Thank you so much.

ইউটিউবের কথা যখন উঠলো তখন একটা প্রশ্ন করি।

আমার সমস্যা হচ্ছে আমি ইউটিউবে বা ফেইস বুকে ভিডিও আপলোড করলে (4/5 এমবি), আপলোড
হয়, কিন্তু যখন রান করি ঐ সাইট থেকে মাত্র এক সেকেন্ড চলে! এই রকম হওয়ার কোন কারন কেউ
কি বলতে পারেন?

Level 0

ধন্যবাদ শাকিল। আপনি নিম্নের লিংক এ গেলে ইউটিউবের ভিডিও সাইজ লিমিট সম্পর্কে জানতে পারবেন-

http://www.google.com/support/youtube/bin/answer.py?answer=71673&ctx=sibling

মানে আপনি অপনি অনেক বড় ভিডিও আপলোড করতে পারবেননা। অন্যান্য সাইটেও এরকম restriction আছে। আশা করি এটি আপনাকে সাদায্য করবে।