অভ্রবিদরা একটু এদিকে আসুন একটা প্রয়োজনীয় টিপস নিয়া যান…… ( যারা জানেন না তাদের কাজে লাগবে মাস্ট )

 

এটা সম্পর্কে অনেক ভাই হয়ত জানেন। কিন্তু যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি।

 

আমরা বাংলা লেখার জন্য অনেকেই অভ্র সফটওয়্যার ব্যাবহার করি। কিন্তু অভ্র সেটআপ এর পর আমরা একটি প্রব্লেম ফেস করি। সেটা হল মজিলা ফায়ারফক্স এ বাংলা লেখা টা একটু ভিন্ন স্টাইল এ দেখা যায়। ফলে বাংলা আমাদের বুঝতে অসুবিধা হয়।

 

একটা উদাহরণ দিলে বিষয় টা ক্লিয়ার হবে। অভ্র সেটআপ এর আগে “ বাংলাদেশ আমার জন্মভূমি” এই লেখাটা ঠিক এইটাই দেখা যায়।আর অভ্র সেটআপ এর পর “ বাংলাদেশ আমার জন্মভূমি ” এই লেখাটা  বাংলাদেশ আমার জন্মভূমি ” এরকম দেখা যায়। ফলে এটাকে ঠিক করার জন্য C ড্রাইভ এ ঢুকেই যে vrinda এবং vrindb নামে ২ টা ফন্ট জমা হয় ওগুলোকে আবার কপি বা কাট করে C ড্রাইভ এ ঢুকে উইন্ডোজ নামের ফোল্ডার এ ফন্ট নামে যে ফোল্ডার আছে ওখানে পেস্ট করতে হয়। অনেক ভাই হয়ত এটি জানেন ও না যে কেমনে এটা ঠিক করতে হয়। ফলে কেউ কেউ ভয়ে অভ্রই ইন্সটল করে না যে যদি আবার বাংলা পড়তে সমস্যা হয়।

 

আমি প্রথম প্রথম এই প্রব্লেম ফেস করেছিলাম। পরে একভাবে জেনেছি যে এটা এভাবে ঠিক করতে হয়।

 

কিন্তু আমি নিজে থেকেই একটা পদ্ধতি পেয়েছি। সেটা হল এত ঝামেলার চেয়ে আমরা অভ্র ইন্সটল দেয়ার সময়েই কাজটা একেবারে করতে পারি। তাহলে এত কপি বা কাট বা পেস্ট এর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।

 

আমার দেয়া স্ক্রীন শর্ট অনুযায়ী অভ্র ইন্সটল দিন। তাহলে বাংলা লেখা হবে তো হবেই + কোন ঝামেলা ছাড়াই ব্রাউজার এ অনায়াসে বাংলা লেখাটা দেখা যাবে।

ফুল সেটআপ স্ক্রীন শর্ট দেয়া আছে। সেটআপ আপনার যেভাবে দেন ওই ভাবেই দেয়া আছে। শুধু Install Step 7 টা ভাল করে খেয়াল করলেই হবে। মানে ৭ নাম্বার স্ক্রীন শর্ট এর মত শুধু টিক () চিহ্ন ট উঠিয়ে দিতে হবে।

Install Step - 1

Install Step - 2

Install Step - 3

Install Step - 4

Install Step - 5

Install Step - 6

Install Step - 7

Install Step - 8

Install Step - 9

Level New

আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো ।এ সমস্যা আমার হয়েছিল।

Level 0

Amar Google Chrome E Font Problem Kore

ধন্যবাদ।

Level 0

@shonzim………….Follow the instructions.

Open Google Crome> Click “Settings”> Below you’ll see “Show Advance Settings” click on it> At “Web Content” section you click on “Customize Fonts”> Below you’ll see “Fixed-Width font” section & click & Select Courier New> Done.

By following this instruction you can fix the Bangla Font problem at Google Crome Browser.

Level 0

দারুন একটা তথ্য দিলেন, আগে জানতাম না এবার কাজে লাগাবো। তবে এই অভ্র দিয়ে স্টাইলিশ ফন্ট এ বাংলা লিখতে চাই, কিন্তু পারি না, এটা কি সম্ভব হবে? কি ভাবে করা যায় একটু জানাবেন। ধন্যবাদ

ধন্যবাদ।

মানুষ কত পেচাইতে পারে… Siyam Rupali ডিফল্ট ফন্ট থাকলে যে বাংলা আরও ভালোভাবে পড়া যায়, তা অনেকেই জানে না। শুধু একটু SETTINGS করে নিতে হয়। দেখুন এখানে-
https://www.techtunes.io/bangla-computing/tune-id/218378