অভ্র এর (Edit/Import Auto Correct Entries) দিয়ে যে আমরা আমাদের পছন্দানুযায়ী শব্দ তালিকা তৈরী করি তা সংরক্ষণ করার উপায় কি কারো জানা আছে?
উইন্ডোজ সেটাপ দিয়ে আবার শব্দ তালিকা প্রস্তুত করা বেশ বিরক্তিকর। খুবই উপকার হতো কেউ যদি এরকম 'শব্দ তালিকা' সংরক্ষিণের পন্থা বাতলে দিতেন। কারণ শদ নির্বাচন করতে অনেক কষ্ট হয়। আর কোনো কারণে উইন্ডোজ সেটাপের প্রয়োজন পড়লে আবার পছন্দানুযায়ী শব্দ নির্বাচন করাটা যে কতো দুরূহ ভুক্তভোগী মাত্রই জানেন।
আর হ্যা আরেকটা কথা,
উইন্ডোজের মতো উবুন্টুতেও এরকম (Edit/Import Auto Correct Entries) অপশন যোগ করার আহবান করছি অভ্র কর্তৃপক্ষকে।
আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
C:/Program files এ অথবা আপনি যেখানে Avro ইনষ্টল করেছেন সেই ফোল্ডারে “autodict.dct” নামে একটা file আছে। Windows দেয়ার আগে এইটা copy করে অন্য Drive এ একটা Backup রাখনে।
যদি ওই ফোল্ডারে না পান তাহলে search দেন। এই ফাইল টা অবশ্যই পাবেন।
এবার Backup রাখা file টি import করতে হবে।
এজন্য Avro top bar এর Settings > Avro phonetic options > Edit/Import Auto Correct Entries এ click করলে যে window ওপেন হবে সেখানে নিচে ডান দিকে Import বাটনে click করুন। তারপর আপনার Copy করে রাখা “autodict.dct” ফাইল টি browse করে দিন। তাহলেই আপনার আগের সব Autocorrect Entry Add হয়ে যাবে।