আসুন chm দিয়ে দেশের সর্বপ্রথম বাংলা হাদিসের Database তৈরি করি

আসুন chm দিয়ে দেশের সর্বপ্রথম বাংলা হাদিসের Database তৈরি করি

 

আসসালামুআলাইকুম

এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের 90% মুসলিম হয়েও এখনো বাংলা সহিহ হাদিসের Free digital Database বানানো হয়নি। প্রায় 22 কোটি বাংঙ্গালীগন অকাযর্করের ও অবহেলার ভূমিকা নিয়েছি, এ মহান দায়িত্ব থেকে আমরা মুসলিমগন একরকম নেহাতই পালিয়ে বেড়াচ্ছি। অনেকেই আছেন অন বা “অফ লাইনে কাজ করার সময় UNICODE টেক্সট হাদিস হাতের কাছে তৈরি না থাকায় সবাইকে কষ্ট করে টাইপ করতে হয় অথবা অনেকে ঝামেলা এড়িয়ে যান। কিন্তু এই দিন শেষ ।

আসুননা আমরা সমম্বিতভাবে উদ্বেগ নিয়ে বাংলা সহিহ হাদিসের Unicode Software সৃষ্টি করি। ইনশাআল্লাহ প্রথমে আমরা সহিহ বুখারীর হাদিস নিয়ে কাজ শুরু করবো। chm ফরমেটে (বামের ছবিতে নির্দেশিত)সেটা তৈরি হবে, ইনষ্টলের কোন ঝামেলা নেই। 1 click – এ ‍উইন্ডো ওপেন হবে এবং সহজেই ডাটা কপি,পেষ্ট করা যাবে, এছাড়াও রয়েছে পাওয়ারফূল সার্চ ও কিওয়ার্ড অপশন। যেহেতু প্রায় 5000 হাদিস নিয়ে সহিহ বুখারী এর জন্য অবশ্যই টিম ওর্কের প্রয়োজন যার নামকরন করা হয়েছে সংক্ষেপে DBHT-(Degital Bangla Hadith team)। সম্মানিত ভাই/ বোন যারা সদস্য হতে চান এ টিমের কর্মপদ্বতি হবে নিম্নরুপ-

1)যারা অংশ নেবেন Contribution- এ তাদের নাম ও প্রোফাইল লিংক থাকবে।

2) প্রত্যেককে সদস্য হতে হলে কমপক্ষে 100 হাদিসের ডাটা এন্ট্রি করে নিম্নলিখিত এড্রেসে পাঠিয়ে দিতে হবে।(সময় খুব বেশি হলে মাত্র তিন ঘন্টার একটা কাজ)

3)পিডিএফ ফরম্যাটে হাদিস দেয়া হবে আপনি MS Word-এ টাইপ করে মেইলে এটাচ করে পাঠিয়ে দেবেন, আপনার প্রোফাইল লিংক যদি দেন ভাল হয়।

4) আপনার হাদিস পাবার পর সেটা আপডেট করে ফেসবুকে লিংক দেয়া হবে যেখান থেকে আপনি ডাউনলোড করে কাজের অগ্রগতি দেখতে পাবেন।

আশা করি আপনারা এ মহান কাজে অংশ গ্রহন করবেন।কমপক্ষে 100 হাদিসের ডাটা এন্ট্রি করে DBHT সদস্য হয়ে যান।পিডিএফ হাদিসের জন্য যোগাযোগ করুন।

বিঃদ্রঃ:- কারও কাছে হাদিস সফট কপি থাকলে অনুরোধ থাকবে পাঠিয়ে দেয়ার জন্য। এটি কোন কর্মাশিয়াল উদ্যেগ নয়। শধুমাত্র ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমে DBHT-এর হাদিসের Digital interface তৈরি করার একটা যৌথ প্রচেষ্টা। ধন্যবাদ। যোগাযোগ করুন।

শাহরিয়ার আজম

মেইল এড্রেস-  [email protected]

http://www.facebook.com/pages/DBHT/603417713008497

Level 0

আমি Sharear Azam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

AlhamduLillah….valo uddog.

sohag vi come in our team…

আল-হামদু লিল্লাহ এটা খুবই ভাল উদ্দোগ । তবে আমাদের একটা গ্রুপ আছে যারা অনেক আগেই কাজ শুরু করেছে । সহীহ বুখারীর কাজ প্রায় 80% হয়ে গেছে । গ্রুপটির লিংক https://www.facebook.com/groups/onubadok/?ref=ts&fref=ts
ইচ্ছা করলে আপনারা এই গ্রুপের সাথে যোগ দিতে পারেন । আর যদি আলাদা ভাবে কাজ করতে চান তাহলে আমার এই পর্যালোচনা মুলক লেখাটি দেখার অনুরোধ রইল http://deenilhaq.com/archives/278
আপনাদের এই মহতী উদ্দোগকে অভিন্দন জানাই । আল্লাহ পাক আপনাদের তাওফীক দান করুন এবং সাহায্য করুন । সবশেষে আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইল http://www.deenilhaq.com

যাযকাল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুন, সফট কপি যদি দিতে পারেন তাহলে দুধরনের INTERFACE তৈরি হবে । ধন্যবাদ সুন্দর ব্লগ 🙂

Level 0

আমাকে ১০০ হাদিস দিতে পারেন। ইমেইল [email protected]

vaiya ami apnake mail korcilam.
[email protected]

vaiya link ta khuje pacci na.. Download link ta dile khushi hotam
bukhari 1st part (9MB)

ami mobile a vaiya ..
R akta kotha amader elakai aj sharadin electricity thakbe na eta j0ma dibo kobe??

Level 2

আমাকেও হাদিস গুলো দিন। ইনশাআল্লাহ টাইপ করে দিব। কিন্তু দুয়েক দিন সময় লাগবে(পরীক্ষা চলছেতো !) [email protected]

    @rbcor: দিলাম—
    ।আপনার প্রোফাইল লিংক ও Mob-নং ও বাংলাদেশের কোত্থেকে কাজ করছেন উল্লেখ করবেন। 3 দিনের মধ্যে করতে পারলে ভালো হয়। আপনি ডাটা পাঠানোর পর আমরা সেটা অতি দ্রুত আপডেট করে ফেসবুকে লিংক দেবো ইনশাআল্লাহ । আল্লাহ আপনার কষ্টের উত্তম বিনিময় দান করুন।

    DBHT-(Degital Bangla Hadith team)
    শাহরিয়ার আজম

অনেক ধন্যবাদ এমন একটি ভাল উদ্যেগ নেয়ার জন্য। আর একটি অনুরূধ যাতে কোন প্রকার পরিবর্তন বা ভূল যেন না হয় সুক্ষ দৃষ্টি রাখবেন। আর পাশাপাশি এনড্রয়েড এপ্লিকেশনটাও বানিয়ে ফেললেও ভাল হয়।

আমাকে 2০০ হাদিস দিতে পারেন। ইমেইল [email protected]

    @Atik_Kishor: দিলাম–
    ।আপনার প্রোফাইল লিংক ও Mob-নং ও বাংলাদেশের কোত্থেকে কাজ করছেন উল্লেখ করবেন। 3 দিনের মধ্যে করতে পারলে ভালো হয়। আপনি ডাটা পাঠানোর পর আমরা সেটা অতি দ্রুত আপডেট করে ফেসবুকে লিংক দেবো ইনশাআল্লাহ । আল্লাহ আপনার কষ্টের উত্তম বিনিময় দান করুন।

    DBHT-(Degital Bangla Hadith team)
    শাহরিয়ার আজম

valo uddok ………

tobe bhai kon copyta unicode korben,,, banglay to onek version ace, amar dekha sob cheye valo version holo tawheed prokashonir ta….

u r right…IF deye suru korci tobe correction kore nebo taohjider ta dye…seta ekono hate aseni…

@sajib: দিলাম—
।আপনার প্রোফাইল লিংক ও Mob-নং ও বাংলাদেশের কোত্থেকে কাজ করছেন উল্লেখ করবেন। 3 দিনের মধ্যে করতে পারলে ভালো হয়। আপনি ডাটা পাঠানোর পর আমরা সেটা অতি দ্রুত আপডেট করে ফেসবুকে লিংক দেবো ইনশাআল্লাহ । আল্লাহ আপনার কষ্টের উত্তম বিনিময় দান করুন।

DBHT-(Degital Bangla Hadith team)
শাহরিয়ার আজম